শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০২ জানুয়ারী ২০২৪ ১৩ : ৫৭
এঁদের রসায়ন ছোটপর্দার জৌলুস। এঁদের মান-অভিমান রেটিং চার্টের পারদ চড়ায়, কমায়। ২০২৪ এঁদের দখলে? ধারাবাহিকের ‘হট অ্যান্ট হিট কাপল’-এর হদিশে উপালি মুখোপাধ্যায়
কেউ এঁদের আসল নামে ডাকেন না। অন্দরমহলে এঁরা জনপ্রিয় স্বয়ম্ভূ-জগদ্ধাত্রী, গৌরব-আলো কিংবা অনিকেত-শ্যামলী নামে। ২০২৩-এ আবির্ভাব। রেটিং চার্ট বলছে, ‘আপনারা থাকছেন স্যর’! বছরের শুরুতে আজকাল টেলিভিশন পাতার মধ্যমণি সৌম্যদীপ মুখোপাধ্যায়-অঙ্কিতা মণ্ডল, রণজয় বিষ্ণু-শ্বেতা ভট্টাচার্য, সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে, রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়, কৌশিক রায়-স্বীকৃতি মজুমদার।
সৌম্যদীপ মুখোপাধ্যায়-অঙ্কিতা মণ্ডল
দু’জনেই প্রযোজক-পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর আবিষ্কার। জি বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের প্রাণভোমরা। জগা আর স্বয়ম্ভূ। পর্দায় যত এঁদের তু তু ম্যায় ম্যায়, পর্দার বাইরে তত কৌতূহল। সাম্প্রতিক খবর, নেপথ্যেও নাকি জুটির রসায়ন জবরদস্ত। যদিও আজকাল টেলিভিশনের কাছে এঁরা স্বীকার করেননি। রেটিং চার্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান বাঁধা। নতুন বছরেও এই ফলাফল থাকবে তো?
রণজয় বিষ্ণু-শ্বেতা ভট্টাচার্য
জি বাংলার বছরশেষের উপহার ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। সেখানে টাটকা জুটি রণজয় বিষ্ণু-শ্বেতা ভট্টাচার্য। বাস্তবে এঁদের পরিচয় অনেক দিনের। রণজয় শ্বেতার ‘রণদা’। নায়িকার লড়াইয়ের সাক্ষী তিনি। সেই রসায়ন কি এবার পর্দায় পড়বে? নায়ক স্বীকার করেছেন, নায়িকা চেনাজানা হলে কাজের সুবিধে হয়। ধারাবাহিকের অনিকেত-শ্যামলী ইতিমধ্যেই চর্চায়। পর্দায় তাঁদের গোপনে মন ভাসার পর্ব রেটিং চার্টে প্রথম পাঁচে নিয়ে এসেছে ধারাবাহিককে। বাকিটা? সময় বলবে।
সাহেব ভট্টাচার্য-সুস্মিতা দে
অনেক দিন পরে সাহেব ভট্টাচার্য ধারাবাহিকে। বিপরীতে সুস্মিতা দে। নায়িকা ছোটপর্দার জনপ্রিয় মুখ। একের পর এক ধারাবাহিকে তিনিই আকর্ষণ। স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কথা’য় এঁরাই নায়ক-নায়িকা। নিয়ম মেনে ঝগড়া দিয়ে শুরু। একটু একটু করে পরস্পরের প্রতি এখন মন গলছে। সাহেবের আদুরে চেহারা আর সুস্মিতার লক্ষ্মীমন্ত সৌন্দর্য কতটা মন ভোলাবে দর্শকদের? তার জন্য ধারাবাহিক দেখতে হবে।
রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়
ছোটপর্দার দেব আর পারো। রোহন ভট্টাচার্য-অঙ্গনা রায়। স্টার জলসার ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’র নায়ক নায়িকা। এই প্রজন্মের প্রতিনিধি। কিন্তু ভালবাসায়, প্রতিশ্রুতিতে বিশ্বাসী। তাই মৃত্যুর পরেও দেবকে ছাড়তে পারে না পারো। সারাক্ষণ ছায়াসঙ্গী। দেবের আশপাশে অন্য নারী মানেই পারোর মাথায় আগুন! ছোটপর্দায় পা রেখেই দ্বৈত চরিত্রে অভিনয়। অঙ্গনা কখনও শহুরে কখনও গ্রাম্য। নায়িকা কিন্তু ইতিমধ্যেই মন জয় করে নিয়েছেন। রোহনকেও কে না চেনে? এবার জুটিকেও সবাই চোখে হারাবে তো?
কৌশিক রায়-স্বীকৃতি মজুমদার
আলো আর আদিত্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত জি বাংলার নতুন ধারাবাহিক ‘আলোর কোলে’র নায়ক-নায়িকা। বাস্তবে এঁরা কৌশিক রায়-স্বীকৃতি মজুমদার। অশরীরী বৌকে নিয়েই খুশি নায়ক। যদিও আজকাল টেলিভিশনকে এর আগে জানিয়েছেন, বাস্তবে এরকম হলে তিনি সামলাতে পারতেন না। একমাত্র একরত্তি মেয়ে পুপুলকে নিয়ে পর্দাতেও হিমশিম খাচ্ছেন তিনি। তাই তাঁকে সামলাতে ধারাবাহিকে পা রেখেছেন আরও এক নায়িকা ‘রাধা’ ওরফে সোমু সরকার। এখন দেখার, কার সঙ্গে রয়াসন বেশি জমে তাঁর।
নানান খবর
নানান খবর

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

Exclusive: পুজোয় ‘রক্তবীজ ২’-এর বড় চমক, আইটেম নম্বরে এবার নুসরত?

Breaking: ফের মুখোমুখি চূর্ণী-জয়া! ‘অর্ধাঙ্গিনী’-র অসমাপ্ত গল্পে জয়ার অতীতের সন্ধান দিতেই কি আসছে কৌশিকের ‘অর্ধাঙ্গিনী ২’?

আমার নামে মন্দির আছে, এবার দক্ষিণেও একটা চাই! উর্বশীর দাবির কারণ শুনলে হাসবেন না কাঁদবেন?

বলিউড টক্সিক তাই ছেড়েছি, এখন ‘শাহরুখের থেকেও ব্যস্ত’! কী এমন করছেন পরিচালক?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?

‘লোক দেখাই না, কাজ করি’— অভিজিতের তোপের জবাবে মুখ খুলে আর কী বললেন রহমান?

গল্প জমজমাট, চরিত্র হাই-প্রোফাইল, তবু কেন উজ্জ্বল নিকমের বায়োপিক ছেড়ে দিলেন আমির খান?

সলমনের গাড়িতে বিস্ফোরণের হুমকির নেপথ্যে যুবক ধৃত! ‘লরেন্স বিষ্ণোই-স্টাইল’-এ খ্যাতি পাওয়ার চেষ্টা কেন করেছিল সে?

নববর্ষেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন রূপসা ও সায়নদীপ! ছোট্ট অগ্নিদেব-কে দেখে কী বলছে নেটপাড়া?

Exclusive: রাপ্পার ছবির পোস্টারে নেই স্রষ্টার নাম, প্রতিবাদে উত্তাল নেটপাড়া! ক্ষুব্ধ সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রাহুল