রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ ডিসেম্বর ২০২৩ ০৮ : ১৬Riya Patra
অরিজিৎ চ্যাটার্জিঃ ‘তুমি দেখছ তাকে ভাবছ যাকে, সে আসল মানুষ নয়...।’ অনুপম রায়ের লেখা একটি গানের এই লাইনটি বাস্তবে পরিণত করছে সাইবার প্রতারকরা। কীভাবে? ধরুন, দিনের বেলা কাজের মাঝে বা মাঝরাতে হঠাৎ আপনার মোবাইলে কোনও পরিচিত ব্যক্তির ফোন এল। বলল, ‘খুব বিপদে পড়েছি। কিছু টাকা পাঠালে অনেক উপকার হয়।’ আপনি বিশ্বাস করে তাকে সাহায্যও করে দিলেন। কিন্তু ফোনের ওপারের কণ্ঠস্বর ‘আসল মানুষের’ তো? কারণ, সাইবার প্রতারকরা সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে কাজে লাগিয়ে নয়া পদ্ধতিতে জালিয়াতি করছে। বিশেষজ্ঞরা এই পদ্ধতিকে নাম দিয়েছেন, ‘এআই ভয়েস প্রতারণা’। অর্থাৎ, ফোনের ওপারের কণ্ঠস্বরটি কোনও ব্যক্তির নয়। সেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বানানো, যা শুনলে মনে হয় যেন কোনও মানুষই কথা বলছে। এ ধরনের জালিয়াতি থেকে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করছেন লালবাজারের গোয়েন্দারা।
বায়োমেট্রিক তথ্যের মতো প্রত্যেক মানুষের কণ্ঠস্বরও অন্যরকম হয়। একটি সমীক্ষায় দেখা গেছে, এ দেশের ৮৬ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার কাজের জন্য তাদের কণ্ঠস্বর রেকর্ড করে সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতে শেয়ার করে। ভয়েস ক্লোনিং সাইবার অপরাধীদের কাছে সেগুলিই হল জালিয়াতির হাতিয়ার। কিন্তু কীভাবে? তারা প্রথমে ব্যাঙ্ক, কাস্টমার কেয়ার, সরকারি দপ্তরের আধিকারিক সেজে কোনও ব্যক্তিকে ফোন করে তাঁকে নিজের জালে ফেলে। তারপর তাঁর ফোনে ডেস্কটপ অ্যাক্সেস সফ্টঅয়্যার ইনস্টল করিয়ে ফোনটি হ্যাক করে নেয়। তারপর কৌশলে ওই ব্যক্তির ফোনে থাকা ভয়েস নোটগুলি সংগ্রহ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নতুন নতুন বাক্য (বা, কমান্ড) তৈরি করা হয়। তারপর ওই ব্যক্তির পরিচিতদের হোয়াট্সঅ্যাপ বা অন্য সোশ্যাল মিডিয়া সাইটে ভয়েস নোট পাঠিয়ে আর্থিক সাহায্য চায় জালিয়াতরা। অনেক সময় তারা ফোন করেও টাকা চায়। তবে ফোনের ওপার থেকে কোনও মানুষ কথা বলে না। এআই–এর সাহায্যে বানানো নকল কণ্ঠস্বর বা ক্লোনড ভয়েসের রেকর্ডিং চালিয়ে দেয় জালিয়াতরা। গত নভেম্বর মাসের শেষের দিকে হায়দরাবাদের এক ৫৯ বছর বয়সি মহিলা এআই ভয়েস প্রতারণার শিকার হয়েছেন। জালিয়াতরা তাঁর ভাইপোর কণ্ঠস্বর নকল করে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
ম্যাকাফি নামে একটি বেসরকারি সংস্থা চলতি বছর এআই ভয়েস প্রতারণা নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে। তাতে দেখা গেছে, ৬৯ শতাংশ মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে বানানো ও আসল কণ্ঠস্বরের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। এদেশের ৮৩ শতাংশ মানুষ এই নয়া প্রতারণার শিকার হয়েছে। ৪৮ শতাংশ মানুষ খুইয়েছেন ৫০ হাজারেরও বেশি টাকা। ওই সমীক্ষার রিপোর্ট বলছে, প্রতারিত ব্যক্তিদের ৪৬ শতাংশ বাবা–মায়ের নকল কণ্ঠস্বর থেকে ভয়েস নোট পেয়েছেন। স্বামী–স্ত্রী ও সন্তানের কণ্ঠস্বর থেকে প্রাপ্ত ভয়েস নোটের হার ৩৪ ও ১২ শতাংশ। টাকার প্রয়োজনে পরিবার, পরিজনের তরফে আসা ভয়েস নোটের উত্তর দিয়েছেন ৬৬ শতাংশ নাগরিক। ৭০ শতাংশ ভয়েস নোটেই প্রতারকরা বাড়িতে চুরি–ছিনতাইয়ের কথা জানিয়ে টাকা চেয়েছে।
তবে কলকাতা শহরে এ ধরনের কোনও প্রতারণার অভিযোগ জমা পড়েনি। আগামী দিনেও যাতে জনসাধারণ এআই ভয়েস প্রতারণার ফাঁদে না পড়েন, সে বিষয়ে সতর্ক ও সচেতন করছেন লালবাজারের গোয়েন্দারা। তাঁদের পরামর্শ, কলারের পরিচয় নিশ্চিত না করে কখনও ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়। হঠাৎ কেউ জরুরিভিত্তিতে টাকা বা ব্যক্তিগত তথ্য চাইলে সতর্ক হওয়া উচিত। কোনও ফোন কলের ওপর সন্দেহ হলে তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিচ্ছেন গোয়েন্দারা।
সমস্যা এড়াতে মাথায় রাখতে হবে কোন কোন বিষয়?
১. সোশ্যাল মিডিয়ায় ভয়েস নোট পাঠানো থেকে বিরত থাকুন।
২. সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতে টু–স্টেপ অথেন্টিকেশন অন করে রাখুন।
৩. অচেনা নম্বর থেকে আসা মেসেজের লিঙ্কে ক্লিক করবেন না।
৪. কলারের পরিচয় নিশ্চিত না করে কখনও ব্যক্তিগত তথ্য দেবেন না।
৫. হঠাৎ কেউ জরুরিভিত্তিতে টাকা বা ব্যক্তিগত তথ্য চাইলে সতর্ক হন।
৬. কোনও ফোন কলের ওপর সন্দেহ হলে তৎক্ষণাৎ স্থানীয় থানা বা লালবাজারের সাইবার থানায় অভিযোগ জানান।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?