রবিবার ১০ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | বন্ধুর কন্ঠস্বরে সাহায্য চাইলে সাবধান, এসেছে নতুন প্রতারণা

Riya Patra | ২৯ ডিসেম্বর ২০২৩ ০৮ : ১৬Riya Patra


অরিজিৎ চ্যাটার্জিঃ ‘‌তুমি দেখছ তাকে ভাবছ যাকে, সে আসল মানুষ নয়...।’‌ অনুপম রায়ের লেখা একটি গানের এই লাইনটি বাস্তবে পরিণত করছে সাইবার প্রতারকরা। কীভাবে? ধরুন, দিনের বেলা কাজের মাঝে বা মাঝরাতে হঠাৎ আপনার মোবাইলে কোনও পরিচিত ব্যক্তির ফোন এল। বলল, ‘‌খুব বিপদে পড়েছি। কিছু টাকা পাঠালে অনেক উপকার হয়।’‌ আপনি বিশ্বাস করে তাকে সাহায্যও করে দিলেন। কিন্তু ফোনের ওপারের কণ্ঠস্বর ‘‌আসল মানুষের’‌ তো? কারণ, সাইবার প্রতারকরা সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিকে কাজে লাগিয়ে নয়া পদ্ধতিতে জালিয়াতি করছে। বিশেষজ্ঞরা এই পদ্ধতিকে নাম দিয়েছেন, ‘‌এআই ভয়েস প্রতারণা’‌। অর্থাৎ, ফোনের ওপারের কণ্ঠস্বরটি কোনও ব্যক্তির নয়। সেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বানানো, যা শুনলে মনে হয় যেন কোনও মানুষই কথা বলছে। এ ধরনের জালিয়াতি থেকে সাধারণ মানুষকে সতর্ক ও সচেতন করছেন লালবাজারের গোয়েন্দারা।

বায়োমেট্রিক তথ্যের মতো প্রত্যেক মানুষের কণ্ঠস্বরও অন্যরকম হয়। একটি সমীক্ষায় দেখা গেছে, এ দেশের ৮৬ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার কাজের জন্য তাদের কণ্ঠস্বর রেকর্ড করে সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতে শেয়ার করে। ভয়েস ক্লোনিং সাইবার অপরাধীদের কাছে সেগুলিই হল জালিয়াতির হাতিয়ার। কিন্তু কীভাবে? তারা প্রথমে ব্যাঙ্ক, কাস্টমার কেয়ার, সরকারি দপ্তরের আধিকারিক সেজে কোনও ব্যক্তিকে ফোন করে তাঁকে নিজের জালে ফেলে। তারপর তাঁর ফোনে ডেস্কটপ অ্যাক্সেস সফ্‌টঅয়্যার ইনস্টল করিয়ে ফোনটি হ্যাক করে নেয়। তারপর কৌশলে ওই ব্যক্তির ফোনে থাকা ভয়েস নোটগুলি সংগ্রহ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে নতুন নতুন বাক্য (বা, কমান্ড) তৈরি করা হয়। তারপর ওই ব্যক্তির পরিচিতদের হোয়াট্‌সঅ্যাপ বা অন্য সোশ্যাল মিডিয়া সাইটে ভয়েস নোট পাঠিয়ে আর্থিক সাহায্য চায় জালিয়াতরা। অনেক সময় তারা ফোন করেও টাকা চায়। তবে ফোনের ওপার থেকে কোনও মানুষ কথা বলে না। এআই–এর সাহায্যে বানানো নকল কণ্ঠস্বর বা ক্লোনড ভয়েসের রেকর্ডিং চালিয়ে দেয় জালিয়াতরা। গত নভেম্বর মাসের শেষের দিকে হায়দরাবাদের এক ৫৯ বছর বয়সি মহিলা এআই ভয়েস প্রতারণার শিকার হয়েছেন। জালিয়াতরা তাঁর ভাইপোর কণ্ঠস্বর নকল করে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

ম্যাকাফি নামে একটি বেসরকারি সংস্থা চলতি বছর এআই ভয়েস প্রতারণা নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে। তাতে দেখা গেছে, ৬৯ শতাংশ মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে বানানো ও আসল কণ্ঠস্বরের মধ্যে পার্থক্য বুঝতে পারেন না। এদেশের ৮৩ শতাংশ মানুষ এই নয়া প্রতারণার শিকার হয়েছে। ৪৮ শতাংশ মানুষ খুইয়েছেন ৫০ হাজারেরও বেশি টাকা। ওই সমীক্ষার রিপোর্ট বলছে, প্রতারিত ব্যক্তিদের ৪৬ শতাংশ বাবা–মায়ের নকল কণ্ঠস্বর থেকে ভয়েস নোট পেয়েছেন। স্বামী–স্ত্রী ও সন্তানের কণ্ঠস্বর থেকে প্রাপ্ত ভয়েস নোটের হার ৩৪ ও ১২ শতাংশ। টাকার প্রয়োজনে পরিবার, পরিজনের তরফে আসা ভয়েস নোটের উত্তর দিয়েছেন ৬৬ শতাংশ নাগরিক। ৭০ শতাংশ ভয়েস নোটেই প্রতারকরা বাড়িতে চুরি–ছিনতাইয়ের কথা জানিয়ে টাকা চেয়েছে।

তবে কলকাতা শহরে এ ধরনের কোনও প্রতারণার অভিযোগ জমা পড়েনি। আগামী দিনেও যাতে জনসাধারণ এআই ভয়েস প্রতারণার ফাঁদে না পড়েন, সে বিষয়ে সতর্ক ও সচেতন করছেন লালবাজারের গোয়েন্দারা। তাঁদের পরামর্শ, কলারের পরিচয় নিশ্চিত না করে কখনও ব্যক্তিগত তথ্য দেওয়া উচিত নয়। হঠাৎ কেউ জরুরিভিত্তিতে টাকা বা ব্যক্তিগত তথ্য চাইলে সতর্ক হওয়া উচিত। কোনও ফোন কলের ওপর সন্দেহ হলে তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দিচ্ছেন গোয়েন্দারা।


সমস্যা এড়াতে মাথায় রাখতে হবে কোন কোন বিষয়?

১. সোশ্যাল মিডিয়ায় ভয়েস নোট পাঠানো থেকে বিরত থাকুন।

২. সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতে টু–স্টেপ অথেন্টিকেশন অন করে রাখুন।

৩. অচেনা নম্বর থেকে আসা মেসেজের লিঙ্কে ক্লিক করবেন না।

৪. কলারের পরিচয় নিশ্চিত না করে কখনও ব্যক্তিগত তথ্য দেবেন না।

৫. হঠাৎ কেউ জরুরিভিত্তিতে টাকা বা ব্যক্তিগত তথ্য চাইলে সতর্ক হন।

৬. কোনও ফোন কলের ওপর সন্দেহ হলে তৎক্ষণাৎ স্থানীয় থানা বা লালবাজারের সাইবার থানায় অভিযোগ জানান।‌‌




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

লিঙ্গ বৈষম্য দূরীকরণ ও নারীর ক্ষমতায়নে রাষ্ট্রসঙ্ঘ থেকে নরওয়েতে আলোচনাসভায় ডাক অভিষেক ব্যানার্জিকে ...

খাস কলকাতায় মিলল অস্ত্র ভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার এক ব্যক্তি...

ডেঙ্গিতে চলে গেল ৩৬ -এর তাজা প্রাণ, এখনই নিন সতর্কতা...

দলীয় তদন্ত কমিটির মুখোমুখি হলেন সিপিএমের তন্ময় ভট্টাচার্য, কী জানালেন তিনি? ...

দুয়ারে শীত!‌ আগামী সপ্তাহেই পারদ পতনের সম্ভাবনা বঙ্গে ...

ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, থমকে যাওয়া পরিষেবা স্বাভাবিক হল প্রায় ৪৫ মিনিট পর ...

কবে আসছে শীত?‌ বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

মালবোঝাই কন্টেনার আচমকাই উল্টে গেল কলকাতা বন্দরে, মৃত এক...

নতুন প্রজন্মের স্বপ্নের উৎসব, এসএনইউয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হল সমাগম ২০২৪...

ফুলবাগানে জুটমিল থেকে উদ্ধার শ্রমিকের পচাগলা দেহ, খুন না আত্মহত্যা? ধোঁয়াশায় পুলিশ ...

রাজ্যে শুরু জগদ্ধাত্রী উৎসব, পোস্তার পুজো থেকে চন্দননগরের পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রীর ...

জোকার ইএসআই হাসপাতাল চত্বরে যুবকের রহস্যমৃত্যু, আত্মহত্যা না খুন? তদন্তে পুলিশ...

জেলায় জেলায় পেট্রোল ডিজেল কত? মহানগরেই বা কত? দাম কি কমল অপরিশোধিত তেলের...

আপনার শিশুর কি জ্বর, সর্দিকাশির সঙ্গে হাল্কা শ্বাসকষ্ট? আরএসভি'র আক্রমণ নয়তো?...

শীতের আগে নতুন চমক, ইকোপার্কে সোলার ডোমের উদ্বোধন, নব প্রজন্মের জন্য নতুন আকর্ষণ...

Exclusive: ১৬ কোটির ইঞ্জেকশনেই বাঁচবে জীবন! শিশুর প্রাণ বাঁচাতে কী ঘটল শহরের হাসপাতালে, শুনলে চোখে জল আসবে...

ইস্ট টেক ২০২৪: কলকাতায় শুরু হল দু' দিনব্যাপী প্রতিরক্ষা অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শনী...

ছটপুজোয় ব্যাংক বন্ধ তিনদিন! জানুন কী কী বার রয়েছে তালিকায়...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 23