মঙ্গলবার ২৭ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | রাজ্য থেকে পালিয়ে নাগাল্যান্ডে, অবশেষে গ্রেপ্তার 'ইয়াবা কিং' হামিদুল, আন্তর্জাতিক মাদক পাচার চক্রে বড় ধাক্কা

Pallabi Ghosh | ২৪ মে ২০২৫ ১৭ : ৩৯Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: অবশেষে পুলিশের জালে ধরা পরল কোচবিহারের বালাভূত গ্রাম পঞ্চায়েতের পূর্ব বালাভূত এলাকার ইয়াবা ট্যাবলেট কারবারের মূল পান্ডা হামিদুল হক। পাশের রাজ্য নাগাল্যান্ডে সে লুকিয়েছিল বলে খবর পায় কোচবিহার জেলা পুলিশ। ওই রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ করে কোচবিহার জেলা পুলিশ ডিমাপুর থেকে তাকে গ্রেপ্তার করে।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের বালাভূত গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা হামিদুল হক কোচবিহার-সহ একাধিক জায়গায় নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট পাচারের সঙ্গে যুক্ত। অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লক্ষ ৮০ হাজার টাকা সমেত তিনটি ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। একাধিক ব্যক্তি গ্রেপ্তারও হয়েছে। 

 

শনিবার তুফানগঞ্জ থানায় তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক মনোজ কুমার জানান, অভিযুক্ত হামিদুল হক প্রথমে ভিন রাজ্যের শ্রমিকের কাজ করত। এরপর সে মাদক কারবারের সঙ্গে যুক্ত হয়। তার বাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় রমরমিয়ে পার্শ্ববর্তী রাজ্য অসম-সহ বাংলাদেশে মাদক কারবার চালাত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ যখন তার বাড়িতে অভিযান চালায় সেই সময় অভিযুক্ত হামিদুল হকের পরিবার ও তার আত্মীয়দের হাতে আক্রান্ত হয় তুফানগঞ্জ থানার দুই পুলিশকর্মী। এরপরেই স্ত্রী ও সন্তানকে ঢাল বানিয়ে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত হামিদুল।

 

ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছিল। এছাড়াও নগদ ৬ লক্ষ ৮০ হাজার টাকা ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। অভিযুক্তের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকও করা হয়। পুলিশ জানতে পারে, হামিদুল নাগাল্যান্ডের ডিমাপুরে ঘাঁটি গেড়ে বসে আছে। এরপরেই প্রতিবেশী রাজ্যের পুলিশ-প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়। অবশেষে নাগাল্যান্ড পুলিশের সহযোগিতায় হামিদুল হককে গ্রেপ্তার করে তুফানগঞ্জ থানার পুলিশ। শনিবার তার স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আদালতে তোলা হয়। এই গ্রেপ্তার এক বড় সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


CoochbeharNorth BengalCrime news

নানান খবর

নানান খবর

রাজ্যে ২ বছরের শিশুর শরীরে পাওয়া গেল করোনা, ভর্তি মেডিক্যাল কলেজে

সাগরে উঠবে ঢেউ, চলবে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির প্রবল দাপট, নিম্নচাপের জন্ম দুপুরেই

এ বলে ‘আমার’, ও বলে ‘আমার’, অন্ধকার নামতেই মুহুর্মুহু বোমা-গুলি, ভয়ে কাঁপছে সবাই

হাতে আর ৪৮ ঘণ্টা, তারপরেই বঙ্গে বর্ষার প্রবেশ! কী বলছে হাওয়া অফিস, রইল বড় আপডেট

জুনে ভোট, কালীগঞ্জে শাসক দলের প্রার্থী কে? মঙ্গলবার নাম ঘোষণা করল তৃণমূল

ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে

পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?‌ 

বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে

পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে

গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

সোশ্যাল মিডিয়া