
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আজ থেকে ঠিক এক মাস আগে এপ্রিলের ২২ তারিখ দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণ তৃণভূমিতে ঘটে যাওয়া নৃশংস হত্যালীলা কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। গত মাসের এই দিনে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ পর্যটক। গোটা দেশ কেঁদেছে এই ঘটনায়। কিন্তু ভারত চুপ থাকেনি।
জঙ্গি হামলার পাল্টা পাকিস্তানের মাটিতে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছে ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সশস্ত্র সেনাবাহিনী।পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু সেই সব হামলা সাফল্যের সঙ্গে প্রতিহত করেছে ভারত।
পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত-
সিন্ধু জলচুক্তি স্থগিত রাখা
পহেলগাঁও হামলার নেপথ্যে পাকিস্তানের যোগসূত্র খুঁজে পাওয়ার পরেই সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে ভারত। ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তিতে গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে পাকিস্তান। সিন্ধু নদের জলের উপরে পাকিস্তানের ৮০ শতাংশ কৃষিকাজ নির্ভরশীল। এই পদক্ষেপের উদ্দেশ্য ছিল সীমন্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপে পাকিস্তানের মদত বন্ধ করা।
পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার এবং কূটনৈতিক কর্মী ছাঁটাই
২৩ এপ্রিল ভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের বহিষ্কার করা হয়। ইসলামাবাদ থেকে সমস্ত সামরিক কর্মীদের দেশে ফিরে আসতে বলা হয়। এছাড়াও, ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশন কর্মী সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে এনেছে। কূটনৈতিক যোগাযোগ কমাতে এবং পাকিস্তানের কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ প্রকাশ করতেই এই পদক্ষেপ।
ভিসা প্রত্যাহার এবং ভ্রমণে নিষেধাজ্ঞা
২৭ এপ্রিল থেকে ভারত কর্তৃক পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সমস্ত বৈধ ভিসা বাতিল করা হয়েছে। ভারত পাকিস্তানি নাগরিকদের জন্য পূর্বে জারি করা সমস্ত ভিসা বাতিল করেছে এবং সার্ক ভিসা প্রকল্পের অধীনে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। সন্ত্রাসবাদের প্রতি ভারতের অনমনীয় মনোভাব প্রকাশের উদ্দেশ্যে এই পদক্ষেপ।
আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ
স্থলভাগে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার উদ্দেশ্যে ভারত ১ মে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়। যা দুই দেশের মধ্যে প্রধান স্থলপথে বাণিজ্য ও ভ্রমণ পথ ছিল। এই পদক্ষেপের লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক ব্যাহত করা এবং পহেলগাঁও হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানের ইঙ্গিত।
অপারেশন সিঁদুর
সামরিক প্রতিক্রিয়া হিসেবে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটির উপর নির্ভুল হামলা চালানো হয়। এই অভিযানের লক্ষ্য ছিল পহেলগাঁও হামলার জন্য দায়ী জঙ্গি নেটওয়ার্কগুলিকে ধ্বংস করা এবং অসামরিক হতাহতের ঘটনা এড়ানো। এটি ভারতের সন্ত্রাসবিরোধী কৌশলের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।ভারতের প্রত্যাঘাতের পর পাকিস্তান ৮, ৯ এবং ১০ মে ভারতীয় সামরিক ঘাঁটিতে আক্রমণের চেষ্টা করে। ভারতীয় সেনা সেই হামলা প্রতিরোধ করে। অবশেষে দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়।
জুনে তাপপ্রবাহ থেকে রেহাই! স্বাভাবিকের থেকে কি বেশি বৃষ্টি হবে বাংলায়? আবহাওয়ার বিরাট আপডেট
আমের দাম হবে আকাশছোঁয়া, এখনই ছুটে যান বাজারে
আপনার ফোনেই রয়েছে ‘স্টেগানোগ্রাফি’, এবার...
‘আর পাঁচ মিনিটেই মরে যাব’, গাড়ির ভিতরেই একে অন্যের উপর বমি, শেষ মুহূর্তে যে সত্যি বলে গেলেন ব্যক্তি
‘কেউ যেন প্রমাণ না চায়’, অপারেশন সিঁদুর নিয়ে বিরোধী দলগুলিকে খোঁচা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
এক কাপ কফি খেয়ে নিন, কেন বলল শীর্ষ আদালত
৪৫ বছর ধরে প্রতিদিন ৩০০ গ্রাম সোনা পড়েন আঙুলে, ভারতের রিয়েল লাইফ ‘Goldfinger’-কে চেনেন?
খোলা রাস্তায় এ কী করছিলেন বিজেপি নেতা! ধরল পুলিশ, কী করলে ‘প্রকাশ্যে অশ্লীলতা’ হয় সাজার যোগ্য? জানুন আইন
উন্নয়ন, কঠোর পদক্ষেপ এবং জিরো টলারেন্স নীতি, ঠিক যে কারণে মোদি-সরকারের চূড়ান্ত সাফল্য নকশাল-নিধনে, জানুন
ভারত-পাক সংঘাতের সময় পারমাণবিক হামলার পরিস্থিতি তৈরি হয়েছিল? বিস্ফোরক দাবি বিদেশমন্ত্রী জয়শঙ্করের
ঠিকানা ভুল দেওয়ায় রেগে কাঁই, গ্রাহককে বেধড়ক মার ডেলিভারি বয়ের, বেঙ্গালুরুর ঘটনায় চাঞ্চল্য
আসন্ন জুনে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, মাসের দ্বিতীয় সপ্তাহে টানা তিন দিন ছুটি, দেখুন তালিকা
'সঙ্গীনী'র সঙ্গে ছবি ভাইরাল! এরপরই কড়া পদক্ষেপ লালুর, বড় ছেলে তেজপ্রতাপকে দল থেকে বহিষ্কার
বন্ধুর মার্কশিট চুরি, তাঁর নামেই সরকারি হাসপাতালে ডাক্তারি! রোগীর মৃত্যুতে বেরিয়ে এল যুবকের সব কুকীর্তি
‘অপারেশন সিঁদুর’ বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবি, ‘মন কি বাত’ অনুষ্ঠানে বিশ্বকে বার্তা প্রধানমন্ত্রীর