
বুধবার ২৮ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: নাবালিকা মেয়েকে দিয়ে তার প্রেমিকের বিরুদ্ধে হরিহরপাড়া থানায় ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করানোর জন্য পুলিশ দু'জনকে গ্রেপ্তার করল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সম্পর্কে ওই নাবালিকার মা এবং অপর ব্যক্তি ওই কিশোরীর পরিবারের ঘনিষ্ঠ প্রতিবেশী বলে জানা গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই প্রতিবেশীর সঙ্গে কিশোরীর মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়া থানার অন্তর্গত শাহজাদপুর গ্রামের বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরীর সঙ্গে ডোমকলের বকশিপুর গ্রামের বাসিন্দা এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মাস কয়েক আগে ওই কিশোরী তার প্রেমিকার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর হরিহরপাড়া থানা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। তারপর থেকে ওই কিশোরী বেশ কিছুদিন জেলার একটি সরকারি হোমে ছিল।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি ওই কিশোরী হোম থেকে বাড়িতে ফিরে আসে। এরপরই তার মা এবং এক প্রতিবেশী ওই কিশোরীকে তার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে বলে। সূত্রের খবর ওই কিশোরী নিজের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করতে রাজি না হওয়ায় ওই কিশোরীর মা এবং তার প্রতিবেশী কয়েক দিন ধরে তাকে বাড়িতে আটকে রেখে প্রচণ্ড মারধর করছিল। এরপর বাড়ির লোকের 'চাপে' বাধ্য হয়ে বুধবার ওই কিশোরী হরিহরপাড়া থানায় ধর্ষণের এটি লিখিত অভিযোগ দায়ের করে।
কিশোরীর লিখিত অভিযোগের ভিত্তিতে এরপর পুলিশ বকশিপুর থেকে তার পূর্ব পরিচিত ওই বন্ধুকে থানায় তুলে নিয়ে আসে। এরপরই আলাদা আলাদা করে ওই কিশোরী এবং তার প্রেমিককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ।
হরিহরপাড়া থানার এক আধিকারিক বলেন, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে ওই কিশোরী পুলিশের কাছে আসল তথ্য বলে দেয়। ওই কিশোরী জানায় তার পূর্ব পরিচিত ডোমকলের ওই যুবক তাকে ধর্ষণ করেনি। মা এবং এক প্রতিবেশীর চাপে সে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছে। এরপরই হরিহরপাড়া থানার পুলিশ ওই কিশোরীর মা এবং তার প্রতিবেশীকে থানায় ডেকে নিয়ে এসে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের বহরমপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
আবারও হিঙ্গলগঞ্জের আকাশে দেখা গেল ড্রোন, আতঙ্কে এলাকাবাসী
বীরভূমে মেগা মিছিল তৃণমূলের, নয়নের মণি সেই ‘কেষ্ট’
কুম্ভে নিখোঁজ, হ্যাম রেডিওর হাত ধরে বাড়ি ফিরলেন বৃদ্ধ
পান্ডুয়ায় চাঞ্চল্য, এটিএম লুটের চেষ্টা! আটক সুইফট গাড়ি-গ্যাস কার্টার
যাত্রীদের জন্য বিশেষ পরিষেবা, এসপ্ল্যানেডের পর দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেও বসল মাসাজ চেয়ার
ব্যবহার করা হল বিশেষ তরঙ্গ, সুন্দরবনের উপকূল রক্ষী বাহিনীর দপ্তরের খুব কাছ থেকেই যোগাযোগ করা হল ১৪টি দেশের সঙ্গে
পরনে লুঙ্গি গায়ে গামছা, মুখে মাস্ক, রাস্তায় নেমে ময়লা পরিষ্কার করছেন মন্ত্রী, কিন্তু কেন?
বাজ পড়ে আগুন, তুমুল চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
পেটের মধ্যে ছোট ছোট বলের আকারে জমা ছিল তরল, ফাটলেই হত সর্বনাশ, বিরল রোগে জটিল অস্ত্রোপচার মেডিক্যাল কলেজে
গঙ্গায় স্নান করতে নেমেই যত বিপত্তি, তলিয়ে গেল কিশোর
কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?
‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের
এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি
শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ
স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪