শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | নেওড়াভ্যালি জঙ্গলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের

Riya Patra | ২৭ ডিসেম্বর ২০২৩ ১৭ : ০৩Riya Patra


অতীশ সেন, ডুয়ার্স: উত্তরবঙ্গের নেওড়াভ্যালি জঙ্গলে আবারও দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বনদপ্তরের পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পড়ল বড়ে মিঁয়ার ছবি। দেখা গিয়েছে হৃষ্টপুষ্ট একটি বাঘ পাহাড়ি জঙ্গলের পথে চলছে। এই এলাকা যে বাঘের নিভৃত আবাসস্থলে পরিনত হয়েছে, তা এবারের ছবিতে আরোও স্পষ্ট হল। তবে এবারের ক্যামেরায় ধরা পড়া বাঘের ছবিটি আগে যে বাঘ গুলির ছবি দেখা গিয়েছিল সেগুলির বা তাদের সন্তানদের নাকি এই জঙ্গলে চলে আসা নতুন কোনোও বাঘের, সে বিষয়ে বনকর্তারা নিশ্চিত নন।
বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে, এবার যে ছবি গুলি প্রকাশ্যে এসেছে, সেগুলি এই বছরের অক্টোবর ও নভেম্বর মাসে বনদপ্তরের পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পড়েছে। উল্লেখ্য, লাভা থেকে রিশপ যাওয়ার রাস্তায় নেওড়াভ্যালির জঙ্গলে ২০১৭ সালে ১৯ ডিসেম্বর স্থানীয় এক গাড়ি চালক আনমোল ছেত্রী প্রথমবার বাঘের ছবি মোবাইল ক্যামেরায় বন্দি করেছিলেন। প্রথমে মনে করা হচ্ছিল পাহাড়ের জঙ্গল থেকে অন্য বাঘের তাড়া খেয়ে একটি বাঘ এখানে চলে আসতে পারে। বাঘ দেখা যাওয়ার পর, বন দপ্তরের পক্ষ থেকে নেওড়ার জঙ্গলের বিভিন্ন জায়গায় ট্রাপ ক্যামেরা পাতা হয়েছিল। সেই সব ক্যামেরায় একাধিকবার রয়্যাল বেঙ্গল এর ছবি ধরা পড়ে। যা থেকে বনকর্মীরা মনে করছিলেন এই জঙ্গলে একাধিক বাঘ থাকতে পারে। এই ঘটনার পর ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে আবারও নেওড়ার জঙ্গলে বাঘের দেখা মিলেছিল। মাঝে ২০২১ সালে বাঘের কোনও ছবি পাওয়া না গেলেও বিগত বছরের অক্টোবর ও এই বছরের জানুয়ারি মাসে জঙ্গলে লাগানো ট্রাপ ক্যামেরাতেও বাঘের ছবি ধরা পড়ে। যা থেকে বনকর্মীরা নিশ্চিত হন ন্যাওড়ার জঙ্গল বাঘের নিভৃত আবাসস্থলে পরিনত হয়েছে।

এর আগেও যে বাঘের ছবি এই জঙ্গলে ধরা পড়েছিল এটি সেই বাঘ? নাকি সেগুলিরই বংশবিস্তার হয়েছে তা এবারের ছবি দেখে বিশ্লেষণের কাজ চলছে বলে বনদপ্তরের সূত্রে জানা গিয়েছে। উত্তরের এই পাহাড়ি জঙ্গলকে প্রজেক্ট টাইগারে যুক্ত করার জন্য বনদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বনদপ্তরের গরুমারা ডিভিশনের ডি.এফ.ও দ্বিজ্জপ্রতিম সেন জানান গত মাসে দুই বার ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়েছে। নেওড়ার এই জঙ্গল লোকালয় থেকে অনেকটাই দূরে, প্রকৃতি এখানে নিজেকে সুরক্ষিত করে রেখেছে। ফলে এলাকাটি বাঘের আবাসস্থল হয়ে উঠেছে। বনকর্মীরা বিষয়টির উপর নজর রাখছেন। 

ছবি: বনদপ্তরের পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পড়া (বনদপ্তরের সূত্রে পাওয়া)




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'কোত্থেকে পাশ করেছেন?' ইঞ্জিনিয়ারকে ধমক দিয়ে প্রশ্ন করলেন মন্ত্রী...

জাল নোট পাচারের জন্য মুর্শিদাবাদে আসা,কিন্তু পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে জানেন?...

লাউড স্পিকার বাজিয়ে বিশ্বকর্মা পুজোর জলসা, বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ...

পুকুরে মাছ চাষের রমরমায় কমছে পদ্ম-চাষ, পুজোর আগে ভরসা কেবল হিমঘর! ভাবনা বাড়ছে মালদায় ...

ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হুগলির একাংশ, কোমর জলে বাড়িঘর, নৌকো করে চলছে কাজ...

উল্টে গেল স্পিডবোট, ক্রমশই তলিয়ে যাচ্ছিলাম, নদী থেকে উঠে জানালেন সাংসদ...

বাতিল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন

এবার কিন্তু নামগুলো মুখ্যমন্ত্রীকে জানাব, হুঁশিয়ারি জেলা সভাধিপতির...

সাত ব্লকের ৩৫ গ্রাম পঞ্চায়েত জলের তলায়, মুখ্যমন্ত্রী এলেন, প্রধানমন্ত্রী কোথায়? : বেচারাম মান্না...

মুর্শিদাবাদে বন্যা পরিস্থিতির অবনতি, বন্যার জলে ডুবে নিখোঁজ এক ...

টানা বর্ষণে বন্যা পরিস্থিতি, ত্রাণ শিবিরে যাওয়ার পথেই কি ডুবে গেল নাবালিকা? মর্মান্তিক পরিণতি...

নীলকন্ঠের দেখা মিলল চাঁদখালিতে

শুঁড় উঁচিয়ে আশীর্বাদ করল গজরাজ, বিশ্বকর্মা আরাধনার দিনেই  বিশেষ পুজো পেল কাবেরী, ফুলমতিরা...

প্রেমে প্রত্যাখান, চলন্ত বাসে কুপিয়ে খুন নাবালিকাকে...

সাহাগঞ্জের গণপ্রহারের ঘটনায় গ্রেপ্তার তিন



সোশ্যাল মিডিয়া



12 23