সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

রাজ্য | Domjur: বিধায়ককে 'জমি মাফিয়া' উল্লেখ করে ডোমজুড়ে পোস্টার, নেপথ্যে কি অন্য কারণ?

Riya Patra | ২৭ ডিসেম্বর ২০২৩ ১৬ : ০৬Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: মৌচাকে ঢিল মারাই কি কাল হচ্ছে ডোমজুড় তৃণমূল কংগ্রেসের বিধায়ক কল্যাণ ঘোষের? বিধায়ক এবং হাওড়া জেলার (সদর) এই মুহূর্তে তিনি সভাপতি। দায়িত্ব নেওয়ার পর তাঁর একটার পর একটা পদক্ষেপে জেলায় কেউ হয়েছেন খুশি আবার কেউ বা হাড়ে চটেছেন। 
জেলা তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাবে কল্যাণ সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সবার আগে যেটা করেছিলেন দরজাটা হাট করে খুলে সবার কথা শুনেছিলেন। তলায় তলায় খোঁজ নিয়ে জেনেছিলেন "অকেজো" কিন্তু পদ ধরে আছেন কারা। এরপর কমিটি তৈরি হওয়ার সময় এই বসে থাকা লোকেদের সরিয়ে তুলে এনেছেন কমবয়সীদের। ভোটের ময়দানে সামনে এগিয়ে দিয়েছেন এই তরুণদের। সঙ্গে বর্ষীয়ানরা। এমনকী সকাল বিকাল দেখা হওয়া বা গুড মর্নিং, গুড নাইট বলা লোকেদেরও কাজের নিরীখে বিচার করতে মায়া করেননি। দলের এক কর্মীর কথায় "কাছের লোক" থেকে "কাজের লোক" বিষয়টি গুরুত্ব পেয়েছে তাঁর আমলে। প্রার্থী বাছাইয়ে নির্মম হয়ে উঠতেও ভাবেননি। সেজন্য বালি এলাকার কয়েকটি ক্ষেত্রে গত পঞ্চায়েত নির্বাচনে অনেকের কাছেই বিরাগভাজন হয়েছিলেন। ধাক্কা দিয়েছিলেন দীর্ঘদিন ধরে ক্ষমতার মোড়কে থেকে নিজের স্বার্থসিদ্ধি করা দলের বেশ কিছু লোককে। সেই লোকেরা এলাকায় তৃণমূল বিরোধী হাওয়া তুললেও শেষপর্যন্ত দলকে জিতিয়েই এনেছেন কল্যাণ। 
বুধবার ডোমজুড়ের বাঁকড়াবাসী ঘুম ভাঙ্গার পর বেরিয়ে দেখেছেন নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা লেখা ফেস্টুনের নিচে বড় বড় করে লেখা "ডোমজুড়ের ১ নম্বর চোর তোলাবাজ ধান্দাবাজ জমি মাফিয়া নেতার নাম হল কল্যাণ ঘোষ"। নিচে লেখা, "প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ"।
সময়ের সঙ্গে ডোমজুড়ে হাইওয়ের পাশে বাড়ছে জমির দাম। সেইসঙ্গে হাইওয়ের ধারে আছে অজস্র ধাবা। একটা সময় এই ধাবা থেকে তোলাবাজি এবং জমির দালালির সঙ্গে স্থানীয় স্তরে কিছু সংখ্যক তৃণমূল নেতাকর্মীদের নামে জড়িয়ে থাকার অভিযোগ শোনা যেত। হাওড়া তৃণমূলের একটি সূত্র জানায়, বিধায়ক হওয়ার পর কল্যাণ পরিষ্কার জানিয়ে দেন দলের নাম ভাড়িয়ে তাঁর এলাকায় এই কাজ করা যাবে না। 
হাওড়ার এক বর্ষীয়ান তৃণমূল নেতা জানান, "আসলে কল্যাণ ভোটে দলের প্রার্থীকে জেতালেও ও নিজে যে কোনওদিন বিধায়ক হবে সেটাই কেউ ভাবতে পারেনি। সেইসঙ্গে এইমুহুর্তে আবার জেলার সভাপতি। নিজের এলাকায় বিনা পয়সায় চিকিৎসা থেকে মেধাবী পড়ুয়াদের চাকরির পড়াশোনায় সহায়তাসহ অনেক কিছু করছে।স্বাভাবিকভাবেই কিছু লোকের চক্ষুশূল তো হবেই।" যদিও রাজ্যের মন্ত্রী এবং হাওড়া তৃণমূলের নেতা অরূপ রায় জানিয়েছেন তাঁদের দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। 
নিজে কল্যাণ এই বিষয়ে কী বলছেন? কল্যাণের কথায়, "নতুন করে আর কিছু বলব না। যা বলার বলে দিয়েছি।" কী বলেছিলেন কল্যাণ? তাঁর কথায়, "বিগত ১০ বছর ধরে ডোমজুড়ের হাইওয়ে শুধু নয় একেবারে জগৎবল্লভপুর পর্যন্ত এই জমি মাফিয়ারা সক্রিয় ছিল। তোলাবাজি, সিন্ডিকেট সবই চলত। ২০২১ সাল থেকে এসবের প্রায় ৯০ শতাংশই বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হয়ে যাওয়ার যন্ত্রণা থেকেই হয়ত কেউ এসব কাজ করেছে।"




বিশেষ খবর

নানান খবর

BREAKING: ফের শোকের ছায়া বিনোদন জগতে, না ফেরার দেশে পরিচালক শ্যাম বেনেগাল #ShyamBenegal #aajkaalonline #BreakingNews

নানান খবর

চলছে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান, সুন্দরবনে নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার তিন সন্দেহভাজন ...

রেল মন্ত্রীকে দেওয়া চিঠির সদুত্তর মিলেছে, হুগলিতে চলতে পারে মেট্রো! আর কী বললেন সাংসদ রচনা?  ...

দ্বিতীয় হুগলি সেতু নয়, ভারী যান চলাচল করবে রোরো ভেসেলের মাধ্যমে  ...

পরিবারের তিন সদস্যকে গলার নলি কেটে খুন, দোষীকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা চুঁচুঁড়া আদালতের...

কমছে কাশ্মীরি শালওয়ালাদের আগমন, দরদাম করে কিস্তিতে পোশাক কেনায় ধাক্কা ...

বক্সায় আচমকা উধাও নোটিশ, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতির কথা ভেবেই কি সিদ্ধান্ত? চুপ বনদপ্তর...

'অমিত শাহের পদত্যাগ করা উচিত', আম্বেদকর কাণ্ডে দাবি তৃণমূল সাংসদ কল্যাণের...

অসম এসটিএফ-এর হাতে কেরল থেকে ধৃত জঙ্গি হরিহরপাড়ার বাসিন্দা, রয়েছে ভোটার তালিকায় নামও...

ময়নাগুড়িতে গরু চড়াতে গিয়ে গন্ডারের হামলার মুখে পড়লেন ব্যক্তি, অবস্থা আশঙ্কাজনক...

৭২ ঘন্টায় রমেশ খুনের কিনারা, ৭০ হাজারের বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর...

মাত্র ৪ ঘণ্টায় উদ্ধার অপহৃত নাবালিকা, দুষ্কৃতীদের গ্রেপ্তার পুলিশের ...

ছাত্রদের চুলে লাল-নীল রং, কিম্ভূতকিমাকার ছাঁট, প্রতিকারে ক্ষৌরকারদের শরণাপন্ন স্কুল কর্তৃপক্ষ ...

মৌসুনি দ্বীপে আগুন, পুড়ে ছাই বহু কটেজ, কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা...

আচমকাই নেমে এল ধস, সিকিমের পর্যটন নিয়ে বড় খবর ...

পাস্তায় পিরিয়ডিক টেবিল লিখে চমক! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম কোন্নগরের সৌমদ্বীপের...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



12 23