
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহের পর এবার বেফাঁস মন্তব্য করে বিতর্কের ঝড় তুললেন সে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা। যা নিয়ে সরব হয়েছে কংগ্রেস। মোদি-শাহদের তুলোধনা করছে দেশের শতাব্দী প্রাচীন দলটি।
কী বলেছেন উপ-মুখ্যমন্ত্রী?
জব্বলপুরের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সদের একটি প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জগদীশ দেবদা। সেখানেই তিনি বলেন, "যখন জানতে পারলাম যে, পর্যটকদের ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করার পরে হত্যা করেছিল জঙ্গিরা তখন আমার মনে প্রচুর রাগ হয়। নিরিহ পর্যটকদের নারী ও শিশুদের সামনে গুলি করা হয়েছিল। তাঁদের বেছে বেছে হত্যা করা হয়েছিল। দেশ প্রতিশোধ নিতে চেয়েছিল। আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সমগ্র দেশ, দেশের সেনাবাহিনী এবং সৈন্যরা তাঁর পায়ে মাথা নত করে।"
কংগ্রেস মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে 'লজ্জাজনক' বলে অভিহিত করে রাজ্যজুড়ে বিক্ষোভের ঘোষণা করেছে। অন্যদিকে বিজেপি নেতারা দেবদার পক্ষে কথা বলেছে। কংগ্রেসের বিরুদ্ধে দেবদার কথা বিকৃত করার অভিযোগ তুলেছে।
কংগ্রেসের বক্তব্য-
কংগ্রেস দেবদার বক্তৃতার ক্লিপটি শেয়ার করে বলে, "দেশের সেনাবাহিনী এবং সৈন্যরা প্রধানমন্ত্রী মোদির পায়ে মাথা নত করে। মধ্যপ্রদেশের বিজেপি সরকারের উপ-মুখ্যমন্ত্রী জগদীশ দেবদা এই কথা বলেছেন। জগদীশ দেবদার এই বক্তব্য খুবই নিম্নমানের এবং লজ্জাজনক। এটি সেনাবাহিনীর বীরত্ব এবং সাহসের প্রতি অপমান।"
হাত শিবিরের দাবি, "আজ যখন পুরো দেশ সেনাবাহিনীর সামনে মাথা নত করছে, তখন বিজেপি নেতারা আমাদের সাহসী সেনাবাহিনী সম্পর্কে তাদের নীচ ধারণা প্রকাশ করছেন। বিজেপি এবং জগদীশ দেওরার ক্ষমা চাওয়া উচিত। তাদের পদ থেকে অপসারণ করা উচিত।"
Our soldiers protect the nation — not politicians’ egos.
— Goa Pradesh Youth Congress (@IYCGoa) May 16, 2025
Saying that the Indian Army bows at the feet of PM Modi is not just outrageous — it’s an insult to the sacrifice, valour, and dignity of our armed forces.
BJP leader Jagdish Devda’s words are disgraceful. pic.twitter.com/ApekeMnkop
পাল্টা বিজেপি-
কংগ্রেসের অভিযোগের জবাবে, বিজেপি জগদীশ দেবদার পক্ষ নিয়েছে এবং কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক সুবিধার জন্য ইচ্ছাকৃতভাবে তাঁর কথা এবং অনুভূতি বিকৃত করার অভিযোগ করেছে।
মধ্যপ্রদেশে বিজেপির মিডিয়া সেলের প্রধান আশিস আগরওয়াল বলেছেন, "কংগ্রেস নেতারা দেশকে, দেশের সশস্ত্র বাহিনীকে সম্মান করেন না। তাদের বক্তব্যের সঙ্গে খাপ খাইয়ে কথা ও অনুভূতি বিকৃত করার জন্যই কংগ্রেস নেতৃত্ব পরিচিত। জগদীশ দেবদাজি স্পষ্টভাবে বলেছেন যে সমগ্র জাতি পাকিস্তানে হামলা চালানো আমাদের সৈন্য এবং সশস্ত্র বাহিনীর সাহসিকতাকে স্যালুট জানায়। যদি কংগ্রেস রাজনৈতিক স্বার্থে এটিকে বিকৃত করতে চায়, তাহলে তাই হোক। কিন্তু, ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী এবং নেতা আমাদের সশস্ত্র বাহিনীর সাহস এবং বীরত্বকে স্যালুট জানাতে ঐক্যবদ্ধ।"
প্রদেশ কংগ্রেস প্রধান জিতু পাটোয়ারী বলেছেন যে, দল তাদের প্রতিবাদ জানাতে এবং তাদের পদত্যাগ দাবি করতে রাজ্য জুড়ে জগদীশ দেবদা এবং বিজয়ের কুশপুত্তলিকা দাহ করবে
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর
আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়
অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়
পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে
ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে
'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
পুরীতে হুলস্থূল, টেবিলে বসে খাওয়া হচ্ছে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ! পরিবেশন করছেন খোদ সেবাইত
অপারেশন সিঁদুর নিয়ে বিরূপ মন্তব্য, গ্রেপ্তার করা হল অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি, হোয়াটসঅ্যাপে পাঠাত তথ্য, জ্যোতির পর হরিয়ানাতেই গ্রেপ্তার আরও এক
'বিশ্ব সম্মান করে শুধু শক্তি ও সামর্থ্যকে', ভারতকে শক্তিশালীর করার বার্তা মোহন ভাগবতের
কার সঙ্গে কথা বলে সারাদিন? স্বামীর চরিত্র নিয়ে সন্দেহ, ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে স্ত্রী যা করলেন