আজকাল ওয়েবডেস্কঃ ভারতে ক্যান্সারের চিকিৎসা এবং কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি-সেল (CAR T) থেরাপির ক্ষেত্রে এক যুগান্তকারী ব্যবস্থা। সম্প্রতি বেঙ্গালুরুতে এই ঘটনা। দুই রোগী তিন বছরের সফল ফলোআপ সম্পন্ন করেছেন। দক্ষিণ ভারতে দীর্ঘতম বেঁচে থাকার নথিভুক্তদের মধ্যে এটি একটি।
সূত্রে জানা গিয়েছে, রোগীদের রিল্যাপসড ফলিকুলার লিম্ফোমার জন্য CAR T থেরাপি দিয়ে চিকিৎসা করা হয়েছিল। বুধবার নারায়ণ হেলথ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানকার অনকোলজি কলেজিয়ামের চেয়ারম্যান ডাঃ শরৎ দামোদর বলেন, এই কেসগুলি CAR T থেরাপির রূপান্তরকারী সম্ভাবনাকে তুলে ধরে। নারায়ণ হেলথ বর্তমানে দুই রোগীর চিকিৎসা করেছে। ৬৬ বছর বয়সী একজন মহিলা এবং ৪৩ বছর বয়সী একজন পুরুষ।
এই থেরাপি এখন ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (ডিসিজিআই) দ্বারা অনুমোদিত। ভারতের রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।
CAR T থেরাপি একটি অত্যাধুনিক ইমিউনোথেরাপি। রিল্যাপসড বা চিকিৎসা-প্রতিরোধী লিম্ফোমা রোগীদের জন্য এটি আশার আলো হয়ে উঠেছে। ভারত এখন দেশেই CAR T থেরাপি উৎপাদন করে। দুটি CDSCO-অনুমোদিত পণ্য, NEXCAR19 এবং QARTEMI। জীবন রক্ষাকারী এই চিকিৎসা এখন যথেষ্ট সহজলভ্য এবং সাশ্রয়ী।
