রবিবার ২৪ আগস্ট ২০২৫

সম্পূর্ণ খবর

উত্তর সম্পাদকীয় | দক্ষিণ এশিয়ায় ভারত-পাক দ্বন্দ্বের প্রভাব কতটা? কী ভাবছে চীন, তাকিয়ে গোটা বিশ্ব

AD | ০৯ মে ২০২৫ ০১ : ০৩Abhijit Das

বুড়োশিব দাশগুপ্ত

পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গিহানার প্রত্যাঘাত 'অপারেশন সিঁদুর'। সাংবাদিক বৈঠকে বিদেশসচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রপুঞ্জের জাতিসংঘের নির্ধারিত নিয়ম মেনেই ভারত পদক্ষেপ করেছে। ন'টি জায়গায় হামলা চালানোর উদ্দেশ্য ছিল সন্ত্রাসের উৎস নির্মূল করা। ওই ঘাঁটিগুলি থেকেই জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হত সীমন্তের পারে হামলা চালানোর। তিনি আরও জানান, এর আগেও পাকিস্তানকে এই ঘাঁটিগুলি সম্পর্কে, সেগুলির কার্যকলাপ সম্পর্কে জানানো হয়েছিল। কিন্তু তারা কোনও পদক্ষেপ করেনি। উল্টে সেই 'তথ্য' ব্যবহার করে জঙ্গি কার্যকলাপে আরও উৎসাহ প্রদান করেছিল। সরকারি সূত্র অনুযায়ী, প্রত্যাঘাতে ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী মাসুদ আজহারের গোটা পরিবার এবং নিকট আত্মীয়দের মৃত্যু হয়েছে।

বিদেশসচিব যদিও ভারতের প্রত্যাঘাতকে 'যুদ্ধ' হিসেবে ব্যাখ্যা করতে নারাজ। রাষ্ট্রপুঞ্জ দুই দেশকে বার্তা পাঠিয়েছে, সংঘাত যেন কোনও ভাবে যুদ্ধে মোড় না নেয়। ইরান ইতিমধ্যেই মধ্যস্থতা করা প্রস্তাব দিয়েছে। কিন্তু তুরস্ক ইতমধ্যেই পাকিস্তানকে সাহায্য করতে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে। আমেরিকা এখনও কোনও পদক্ষেপ করেনি। কিন্তু পাকিস্তানকে বার্তা দেওয়া হয়েছ, যুদ্ধে আমেরিকার কোনও যুদ্ধবিমান যেন ব্যবহার না করা হয়। যদিও চীন অদ্ভুতভাবে গোটা বিষয়টি নিয়ে চুপ।

ভারতে ভয় যদিও পাকিস্তানকে নিয়ে নয় বরং 'বন্ধু'কে সাহায্যেj জন্য চীন কী করতে পারে তা নিয়ে। যুদ্ধাস্ত্র নিয়ে ভারতের সঙ্গে পাকিস্তানের কোনও তুলনাই চলে না। তা সে যতই যুদ্ধের হুমকি দিক না কেন। 'অপারেশন সিঁদুর' ন'টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেই শেষ হয়নি। এর পরের একটি সাংবাদিক বৈঠকে সেনার তরফ থেকে জানানো হয়, পাকিস্তান উত্তর ও পশ্চিম ভারতের শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা এবং চণ্ডীগড়-সহ বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র করার চেষ্টা করেছিল। কিন্তু ভারতের 'ইন্টিগ্রেটেড কাউন্টার ইউএএস গ্রিড' এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তা প্রতিহত করে। পাকিস্তানের আক্রমণের পাল্টা ভারত লাহোরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিয়েছে।

এখন মনে হচ্ছে পরিস্থিতি পুরোদস্তুর পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই যুদ্ধ কি প্রয়োজনীয় ছিল? রাশিয়া ও ইউক্রেন এবং ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধে বিশ্ব ইতিমধ্যেই উদ্বিগ্ন। তৃতীয় আরও একটি যুদ্ধ সত্যিই উদ্বেগের বিষয় । বিশেষ করে যখন ভারত ও পাকিস্তান দুই দেশি পারমাণু শক্তিধর। ভারত তার পাল্টা আক্রমণ বর্ণনা করার ক্ষেত্রে অস্বাভাবিক সংযম দেখাচ্ছে।  কিন্তু বাস্তবে, আক্রমণ এবং পাল্টা আক্রমণ বৃদ্ধি পাচ্ছে। যার মধ্যে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং হত্যাকাণ্ড জড়িত। একটি রিপোর্ট অনুযায়ী, পূর্ণাঙ্গ যুদ্ধে ভারতের দৈনিক খরচ হবে প্রায় ৬৭০ মিলিয়ন ডলার। পাকিস্তানের সামরিক শক্তি কম থাকায় তাদের প্রতিদিন প্রায় ১৫০ মিলিয়ন ডলার খরচ হবে। এটা কি সত্যিই দরকার, যেখানে ভারত এবং পাকিস্তান উভয়েরই উন্নয়নকাজে আরও বেশি ব্যয় করা উচিত।

পুরোদস্তুর যুদ্ধ একবার শুরু হয়ে গেলে তা দ্রুত শেষ হবে না। সকলেরই ধারণা, ভারতের বিপুল সামরিক শক্তির সামনে বেশিদিন টিকতে পারবে না পাকিস্তান। কিন্তু সেই ধারণা ভুল। উদাহরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যেখানে রাশিয়া ভেবেছিল বিপুল সামরিক শক্তির সাহায্যে খুব সহজেই ইউক্রেনকে বাগে আনা যাবে। ইউরোপ এবং ন্যাটো ইউক্রেনকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় গত এক বছর ধরে যুদ্ধ চলে আসছে। পাকিস্তানকে ছোট করে দেখলে ভুল করা হবে। সে ঠিক বন্ধু খুঁজে পেয়ে যাবে। তুরস্ক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা 'ড্রাগন'-এর প্রবেশের অপেক্ষা করছি। জল কূটনীতি কিংবা বিশ্ব ব্যাঙ্ক বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারকে বুঝিয়ে পাকিস্তানের অর্থ সাহায্য বন্ধ করতে রাজি করানো যুদ্ধের চেয়ে অনেক ভাল সমাধান হত। পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এই 'প্রতিশোধের পদক্ষেপের' ফলে পাকিস্তানের হাল আরও খারাপ হয়ে যেত। ভারতের অর্থনীতি এখন ভাল অবস্থায় আছে। কিন্তু যুদ্ধের দৈনিক বিশাল ব্যয় অর্থনীতির অপূরণীয় ক্ষতি করতে পারে। আমরা কেবল আশা করতে পারি, শীঘ্রই সদিচ্ছা জাগবে এবং প্রতিবেশী দেশগুলি যুদ্ধ দীর্ঘায়িত করার উস্কাবি দেবে না। ১৯৪৭ সালে কাশ্মীর ইস্যুতে এই দু'টি দেশের জন্মের পর থেকে আমরা কমপক্ষে তিনটি পূর্ণাঙ্গ যুদ্ধ দেখে ফেলেছি।


নানান খবর

গাড়ি, বাইক, সোনা, টাকা... পণের লম্বা লিস্ট, তাও সন্তুষ্ট ছিল না শ্বশুরবাড়ি! জামাইকে এনকাউন্টার করার দাবি শ্বশুরের

কাশ্মীরে জামাত-ই-ইসলামির সঙ্গে যুক্ত ২১৫টি স্কুল 'দখল'! সরকারের পদক্ষেপে সমালোচনার ঝড়

জেল থেকে ছাড়া পেয়েও শান্তি নেই, কাজে বেরিয়ে নিখোঁজ যুবক, পাঁচদিন পরেও মিলল না হদিশ!

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুর! মুহূর্তে বিদ্যালয়ে বিষাদের ছায়া, মধ্যরাতে স্তব্ধ গোটা গ্রাম

চার ম্যাচে দুশো করতে না পারা অস্ট্রেলিয়ার পাহাড়প্রমাণ ৪৩১ রান, হেড, মার্শ ও গ্রিনের সেঞ্চুরিতে নতুন নজির

লুকিয়ে মেয়ের ছবি তোলার চেষ্টা, দুর্দান্ত পদ্ধতিতে রুখলেন দীপিকা! নিজের ‘মৃত্যু’র খবরে বিরক্ত রাজা মুরাদ

৭ সেপ্টেম্বর চন্দ্রগ্রহণে কুবের খুলবেন ধনের ভাণ্ডার! টাকার পাহাড়ে ঘুমোবেন কোন ৫ রাশির জাতক, রইল তালিকা

এশিয়া কাপের আগে চিন্তা বাড়াচ্ছেন সঞ্জু, সুযোগ পেয়েও ব্যর্থ তারকা ব্যাটার, জায়গা হারাতে পারেন

দেব-শুভশ্রীর রসায়ন এবার মুঠোফোন থেকে ড্রয়িংরুমে! বড়পর্দার পর কোন ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে 'ধূমকেতু'?

আমাদের আলো ওদের কাছে অন্ধকার, কেন এমন বললেন বিজ্ঞানীরা

ভারতে বাড়ছে ক্রেডিট কার্ড প্রতারণা, এই পাঁচটি উপায় মানলেই কেল্লাফতে

'গুটখা খাব, টাকা দাও', স্ত্রীর নেশার চোটে ঝালাপালা স্বামী, টাকা না দেওয়ায় শেষ হয়ে গেল গোটা পরিবার

তুমুল ভিড়ে নিতম্বে অচেনা হাত! রাগে ফেটে পড়ে কী করলেন ডেইজি, ভয়ঙ্কর অভিজ্ঞতা ফাঁস

'গ্রাউন্ড জিরো বিজনেস ব্যাটল', শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বিশেষ দিনে বিশেষ আয়োজন

গোপন অভিসন্ধি? বিহারের ভোটার তালিকায় দুই পাকিস্তানি মহিলা! তথ্য সামনে আসতেই ব্যাপক হইচই 

এশিয়া কাপের দলে ব্রাত্য শ্রেয়স, এবার ছেড়ে দিলেন নেতৃত্বও

‘ধূমকেতু’র দিলখোলা প্রশংসার মাঝেই ‘ভিঞ্চি দা ২’- তৈরির ইঙ্গিত সৃজিতের! মুখ্যচরিত্রে কি দেখা যাবে রুদ্রনীলকেই?

নেপোটিজমের চরম উদাহরণ! এবার নিজের ছেলেকেই বলিউডে 'লঞ্চ' করছেন করণ জোহর? ভাইরাল ভিডিও 

‘চিরসখা’য় বিয়ের দিনে ধাক্কা! প্লুটোর মৃত্যু, মিঠি ভাল, মৌ ভিলেন, নিজের চরিত্র নিয়ে সরাসরি সাফাই রোশনির

মেরু অঞ্চলের বরফ গলার আগেই ডুবে যাবে সমস্ত মহাদেশ, গবেষণায় অশনি সঙ্কেত

এক্ষুনি ঝেঁপে বৃষ্টি ২ জেলায়, প্রবল বৃষ্টিতে টালমাটাল হবে ১১ জেলা! বাংলায় তুমুল দুর্যোগের অশনি সঙ্কেত

সোশ্যাল মিডিয়া