শনিবার ০৫ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: জেগে ওঠার নতুন গল্প ‘বোধন ২’-এ

পরমা দাশগুপ্ত | | Editor: উপালি মুখোপাধ্যায় ২৬ ডিসেম্বর ২০২৩ ০৮ : ০০


প্রথম সিজনের জনপ্রিয়তার পরে প্রত্যাশা মেটাল ‘বোধন ২’? সিরিজ দেখে লিখলেন পরমা দাশগুপ্ত।

লালমাটির গ্রাম-জঙ্গলে শেষ কথা বলে ক্ষমতার বল। সেই জোরেই রমরমিয়ে নারী পাচার, রাতবিরেতে খুন। তবু টুঁ শব্দটি করে না কেউ। কোনও একদিন এমন এক গ্রামেই যদি জেগে ওঠে নারীশক্তি? সব বাধা পেরিয়ে, সব খারাপকে হারিয়ে, দুষ্টের দমনের ভার তুলে নেয় নিজের হাতে? জেগে ওঠার সেই চেনা ছকের কাহিনিই নতুন স্বাদে, নতুন করে বলল ‘বোধন ২’। হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। 

প্রথম সিজনের শেষেই ইঙ্গিত মিলেছিল কলেজের প্রফেসর রাকা সেন (সন্দীপ্তা সেন) ও পুলিশের ডিভিশনাল কমিশনাল ঋজু গাঙ্গুলির (কৌশিক রায়) জমাটি প্রেমের। এই সিজনে তাদের দাম্পত্যের বয়স ছ’মাস। এক ব্রিজ ভেঙে পড়ার তদন্তে প্রত্যন্ত গ্রাম ইপিলপুরে যেতে হবে ঋজুকে। কাজের সুযোগেই হানিমুন। তাই সঙ্গী রাকাও। সে গ্রামে পা রাখতে না রাখতেই রাকাকে ঘিরে ধরল একদল পুরুষের ঘিনঘিনে নজর। এ গ্রামে যে নারীপাচারের অবাধ চোরাগলি– এ সত্যটাও জানা হয়ে গেল অচিরেই। এবং ঋজুর হাজার আপত্তি সত্ত্বেও প্রতিবাদের মুখ হয়ে উঠল রাকা। গ্রামের বারো থেকে পনেরোর মেয়েদের দলটাকে বিয়ের লোভ দেখিয়ে পাচার যে আটকাতে হবে! কিন্তু পারবে কি রাকা? লড়াই জিতবে নাকি নিজেই জড়িয়ে পড়বে বিপদের জালে? উত্তর মিলবে সিরিজের ছয় পর্বে। 

সন্দীপ্তা-কৌশিক অভিনয়ের ধারে কেউই কম যান না। তবে তাঁদের জুটিটা আরও একটু দানা বাঁধতে পারতো হয়তো। জঙ্গলের মুকুটহীন রাজা বিধায়ক সত্যপ্রকাশ চৌধুরীর (লোকনাথ দে) ছেলে সুখেন চৌধুরী (ইন্দ্রাশিস রায়)। সাঙ্গোপাঙ্গদের নিয়ে সে-ই অপরাধের জাল বোনে গ্রাম জুড়ে। লোকনাথ ইদানীং ওটিটি দুনিয়ায় রণে-বনে, জলে-জঙ্গলে সর্বত্র বিরাজমান। এখানেও ছোট্ট একটা চরিত্রে যেটুকু জায়গা পেয়েছেন, নজর কেড়েছেন। ভিলেন চরিত্রে ইন্দ্রাশিসকেও মন্দ লাগে না। 

তবে হ্যাঁ, এ সিরিজে যদি কেউ চোখ টানেন, তিনি দেবজ্যোতি রায়চৌধুরী। সুখেনের ডান হাত বুধুয়া, যার চাহনি থেকে কথা, হাত-পা নাড়া থেকে স্রেফ এসে দাঁড়ানো সবটার মধ্যেই কাম, লালসা, আর রগরগে যৌন চাহিদার গন্ধ। এমন এক চরিত্রকে একেবারে রক্তমাংসের করে পর্দায় হাজির করেছেন দেবজ্যোতি। প্রথম দর্শনেই যাকে দেখলে গা ঘিনঘিনে বিরক্তি থেকে শিরদাঁড়া বেয়ে শিরশিরে ভয়, দুটোই একসঙ্গে হানা দেয়।

প্রথম সিজনের শহুরে কাহিনির চেয়ে এবারের গল্প স্বাদে অনেকটাই আলাদা। সমাজের অন্ধকার দিকগুলোতে আলো ফেলার ছবিটাও অন্যরকম। তবে বড্ড সরলরেখায় হেঁটেছে যেন। গল্প শেষ করাতেও যেন কেমন একটা তাড়াহুড়ো। আর একটা পর্ব বাড়িয়ে, উত্তেজনাকে আরও কিছুটা উস্কে দিয়ে আরও খানিক বিশ্বাসযোগ্য করাই যেত হয়তো। পরিচালক অদিতি রায় এদিকটায় আর একটু যত্ন নিতে পারলে মন্দ হত না। 

তবে এই খামতির জায়গাগুলো যথাসাধ্য ঢেকে দিয়েছে টানটান গল্প বলা আর চোখজুড়োনো লোকেশন। ড্রোন শটে ধরা সবুজে ঢাকা হাইওয়ে কিংবা রাকার গাড়ি নিয়ে হারিয়ে যাওয়ার এক দৃশ্যে এক ছবির মতো নদীর পার দেখে একছুটে বেরিয়ে পড়তে ইচ্ছে করবেই! বড়দিনের ছুটি ছুটি মেজাজে এ জিনিস নিঃসন্দেহে বাড়তি পাওনা।




নানান খবর

নানান খবর

"সম্রাটের সঙ্গেই থাকতে চাই, সেটাই আমার সবচেয়ে বড় উপহার"- বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে জন্মদিনে অকপট ময়না মুখোপাধ্যায়

ছক ভাঙা গল্প বলতে আসছেন তনুশ্রী চক্রবর্তী, ঐতিহাসিক শহরে চলছে কোন ছবির শুটিং? 

কার সঙ্গে প্রেম করছেন অক্ষয়-পুত্র আরব? মাসের পর মাস বাবার সঙ্গে কেন কথা বন্ধ সলমন খানের?

সায়কের জন্য চরম বিপদের হাত থেকে রক্ষা পেলেন রাজা-মধুবনী! কী হয়েছিল তারকা জুটির সঙ্গে?

ভরা কোর্ট চত্বরে জামাইকে গুলি করল শাশুড়ি! কী কারণে মেয়ের সিঁথির সিঁদুর কেড়ে নিল মা?

শাহিদের ‘দেবা’ ওটিটিতে দেখেই সলমনকে খোলা চিঠি ভক্তদের — ‘চিত্রনাট্য বাছাইটা এবার একটু শিখুন!’

শরীরে মাধুরীর ‘ভালবাসার দাগ’ আজও বয়ে নিয়ে বেড়াচ্ছেন অজয়! অভিনেত্রীকে সামনে পেয়েই কী করেছিলেন ‘সিংহম’?

'ভীষণ ছোট..'অডিশনে শুনতে হয়েছিল চরম কটাক্ষ! তামিল ছবি থেকে কেন বাদ পড়েন পূজা হেগড়ে?

অসুস্থ শরীর, তবু শেষ দেখা বন্ধুকে— মনোজ কুমারকে শ্রদ্ধা জানাতে হাজির ধর্মেন্দ্র

দু’ভাগের বদলে এক ভাগেই বিরাট চমক! রাজামৌলি-মহেশবাবুর ছবিতে কেন এল এই আচমকা পরিবর্তন?

সাপের সঙ্গে কার্তিকের ধুন্ধুমার লড়াই, করণের নতুন ক্রিয়েচার কমেডিতে নায়িকা কে জানেন?

যশ চোপড়া যেখানে ‘না’ বলেছিলেন, সেখান থেকেই জন্ম নিল সইফ অভিনীত এই জনপ্রিয় প্রেমের ছবি!

স্ত্রী না মেয়ে! করিনাকে কোন চোখে দেখেন সইফ? নিজের মুখেই সত্যিটা ফাঁস করলেন নবাব পুত্র?

বলিউডে সবার পাশে সলমন, ‘সিকান্দর’-এর সময় কেউ নেই তাঁর পাশে! ‘টাইগার’-এর আক্ষেপ ছুঁল ভক্তদের হৃদয়

ফের একসঙ্গে দুই ‘অলফা মেল’! সলমন-সঞ্জয়ের নতুন ছবি ‘গঙ্গা রাম’-এর পরিচালক কে জানেন?

‘বুড়ো’ অজয়ের জন্মদিনে কাজলের দুষ্টু-মিষ্টি শুভেচ্ছা, অভিনেত্রীর মজাদার পোস্ট পড়ে নেটপাড়ায় হাসির তুফান!

‘টপ গান’ থেকে ‘ব্যাটম্যান’ – মাত্র ৬৫তেই শেষ দৃশ্যের পর্দা নামল ভ্যাল কিলমারের

আলিয়ার সঙ্গে তুলনায় কেন বিরক্ত ‘অর্জুন রেড্ডি’র নায়িকা? বক্স অফিসে ঘুরে দাঁড়াচ্ছে ‘সিকান্দর’?

মাতৃহারা কনীনিকা বন্দ্যোপাধ্যায়, ৬৫ বছরে না ফেরার দেশে অভিনেত্রীর মা

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া