সোমবার ২৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | প্লে অফে উঠতে পারবে কেকেআর? কী বলছে অঙ্ক?

Kaushik Roy | ২৭ এপ্রিল ২০২৫ ১৫ : ৪৩Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: শনিবার বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ। চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত তাদের সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি।

বর্তমান পরিস্থিতি অনুযায়ী কঠিন হয়ে গিয়েছে কেকেআরের আইপিএল প্লে-অফের রাস্তা।  শনিবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচটি প্রবল বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। বর্তমানে লিগ টেবিলের সপ্তম স্থানে থাকা কেকেআরের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। প্লে-অফে যাওয়ার আশাকে টিকিয়ে রাখতে হলে বাকি থাকা পাঁচটি ম্যাচেই জয় পেতে হবে নাইটদের।

শেষ কয়েকটি ম্যাচে দল গঠনে একাধিক পরিবর্তন এনেছে কেকেআর ম্যানেজমেন্ট। রামানদীপ সিং এবং মঈন আলিকে বাদ দিয়ে শনিবার খেলানো হয়েছিল চেতন সাকারিয়া এবং রভম্যান পাওয়েলকে।

উল্লেখ্য, শনিবার পাঞ্জাব ঝড়ের পরে কলকাতায় নামে ঝড়-বৃষ্টি। তাতে শহর কলকাতায় স্বস্তি নামলেও পাঞ্জাবের স্বস্তি হল না। ২০১ রান করেও এক পয়েন্ট নিয়ে কেউ কি স্বস্তিতে থাকতে পারে? দুই পাঞ্জাবী ওপেনারের ঝোড়ো ব্যাটিংয়ে অন্য এক আশঙ্কা তৈরি হয়েছিল।

নাইটদের বিরুদ্ধে পাঞ্জাব হয়তো আড়াইশো বা তার বেশি রান করে ফেলবে। কোনও নাইট বোলারকেই দুই ওপেনার প্রিয়াংশ ও প্রভসিমরমন রেয়াত করেননি। ওপেনিং জুটিতে তাঁরা তোলেন ১২০ রান। প্রিয়াংশ মাত্র ৩৫ বলে ৬৯ রান করেন। ৪৯ বলে ৮৩ রানে ফিরে যান প্রভসিমরন সিং।

প্রভসিমরন যখন ফিরে যান, তখন পাঞ্জাবের রান ছিল ২ উইকেটে ১৬০। রানের শিখরে পৌঁছনোর বড় সুযোগ ছিল পাঞ্জাবের সামনে। অধিনায়ক শ্রেয়সের সঙ্গে ক্রিজে গ্লেন ম্যাক্সওয়েল।

এর পরেও পাঞ্জাব অবশ্য আড়াইশোয় পৌঁছতে পারেনি। রান তাড়া করতে নেমে কলকাতা এক ওভারে সাত রান করার পরে শুরু হয় বৃষ্টি-ঝড়। সেই ঝড়-বৃষ্টি আর থামেনি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়। দুই দলের ঝুলিতেই গেল এক পয়েন্ট। 




নানান খবর

নানান খবর

ছাড়িয়ে গেলেন মালিঙ্গাকে, ওয়াংখেড়েতে নয়া ইতিহাস গড়লেন জসপ্রীত বুমরা

ধোনিকে দেখা যাবে পরের বছর আইপিএলে? চেন্নাইয়ের দুর্দশার মধ্যেই বড় আপডেট দিলেন রায়না

তুমুল ঝড়ে উড়ে গেল স্ট্র্যাটেজির কাগজপত্র, নিতে ছুটলেন রিঙ্কু, উড়ল কভারও

ফাঁকা গ্যালারিতেই এক মিনিট নীরবতা পালন, বাজল না ইডেন বেল

কার সঙ্গে সম্পর্কে আছেন? নিজেই খোলসা করলেন শুভমন

আইপিএলে ৩০০ রানের গণ্ডি পার নিয়ে কী বললেন কেকেআরের ফিনিশার?

চেন্নাইয়ের ভরাডুবি নিয়ে এবার ধোনিদের কটাক্ষ ফ্র্যাঞ্চাইজির প্রাক্তন তারকার

ধোনির মাইলস্টোন ছোঁয়ার দিনই আইপিএল থেকে কার্যত বিদায় চেন্নাইয়ের

৪৩ বছরে নতুন মাইলস্টোন, ৪০০ তে পা ধোনির

আবার রেকর্ড, আইপিএলের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এই নজির গড়লেন সামি

চাহাল অতীত, অনুপ্রেরণা মুম্বই! ঘুরে দাঁড়ানোর বার্তা মঈনের

‘বিরাট কাজটা ঠিক করল না’, রাজস্থানের বিরুদ্ধে মারকুটে ইনিংসের পরেও কিং কোহলিকে নিয়ে এই কথা কেন বললেন রায়না?

বিরাটকে ছাপিয়ে নতুন নজির, আবার রেকর্ডবুকে যশস্বী

দুর্দান্ত কামব্যাকে লিগ টেবিলের তিন উঠেছে মুম্বই, আইসল্যান্ড ক্রিকেট কী লিখল জানেন?

ধোনির প্রসঙ্গ তোলায় এককালীন সতীর্থকে টিটকিরি বীরুর

সোশ্যাল মিডিয়া