শনিবার ২৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদের সাম্প্রতিক ঘটনায় দায়ের হয়েছে একাধিক মামলা, খোলনলচে বদলে ফেলা হল জঙ্গিপুর পুলিশ জেলার দু’টি থানার 

Kaushik Roy | ২৫ এপ্রিল ২০২৫ ১৬ : ১৯Kaushik Roy


আজকাল ওয়েবডেস্ক: সাম্প্রতিক ঘটনার পর বড়সড় বদল মুর্শিদাবাদের সুতি এবং সামশেরগঞ্জ থানা এলাকায়। স্থানীয় মানুষদের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি আস্থা ফেরানোর জন্য খোলনলচে বদলে ফেলা হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত দুই থানার আধিকারিকদের। জানা গিয়েছে, রাজ্য পুলিশের তরফে দুটি থানাকে সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ওসি থানা থেকে ইন্সপেক্টর পদমর্যাদার আইসি থানাতে উন্নীত করা হয়েছে।

দুটি থানার সাব ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিকদের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের। জেলা পুলিশ সূত্রে খবর, সুতি থানায় বর্তমানে একজন মহিলা সাব ইন্সপেক্টর সহ মোট ১১ জন সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক এবং সাতজন সহকারী সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিক রয়েছেন।

তবে সুতি এবং সামশেরগঞ্জ এলাকায় ঘটে যাওয়া অশান্তির পরিপ্রেক্ষিতে সুতি থানায় নতুন অফিসারদের ‘পোস্টিং’ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জঙ্গিপুরের ঘটনায় সবথেকে বেশি ক্ষতি হয়েছিল সামশেরগঞ্জ থানার অন্তর্গত ধুলিয়ান এবং বেশ কিছু গ্রামীণ এলাকা। কিছুদিন আগে পর্যন্ত ওই থানায় সাব ইন্সপেক্টর পদমর্যাদার ভারপ্রাপ্ত আধিকারিককে নিয়ে মোট ২০জন সাব ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টর কর্তব্যরত ছিলেন।

জানা গিয়েছে, গত ২০ এবং ২৩ এপ্রিল পুলিশ জেলার কর্মরত এক ঝাঁক সাব-ইন্সপেক্টর এবং সহকারী সাব ইন্সপেক্টরকে বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। তবে জানা যাচ্ছে, নতুন করে যাঁরা দায়িত্ব পেয়েছেন তাঁদের অনেকেই আগে কাজ করেছেন সামশেরগঞ্জ থানায়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের শীর্ষ কর্তারা তাঁদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছেন।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া হিংসার ঘটনার জন্য সুতি এবং সামশেরগঞ্জ থানায় প্রচুর নতুন মামলা দায়ের হয়েছে। এই সমস্ত মামলাগুলোর তদন্ত করার জন্য দু’টি থানাতেই নতুন আধিকারিকদের প্রয়োজন ছিল। সেই কারণে প্রয়োজন মত কিছু রদবদল করা হয়েছে এবং বেশ কিছু অফিসারদেরকে এই দু’টি থানায় ‘পোস্টিং’ দেওয়া হয়েছে।


নানান খবর

নানান খবর

মুর্শিদাবাদে নৃশংস হত্যা, দাবি মতো পণের টাকা না মেলায় স্ত্রী-পুত্রকে খুন করল স্বামী

চন্দননগরে আন্তর্জাতিক গণিত সন্মেলনের আয়োজন, উপস্থিত দেশ বিদেশের গণিতজ্ঞরা

একসঙ্গে বদলি করা হল মুর্শিদাবাদ জেলার দুই পুলিশ সুপারকে

সাতসকালে চা-বাগানের ভিতর ঢুকে পড়ল ভল্লুক, আতঙ্কে ঘুম উড়ল কর্মীদের

চুরি করতে গিয়ে গৃহকর্ত্রীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে ধরে বেধড়ক মার স্থানীয়দের

মুর্শিদাবাদবাসীর জন্য সুখবর, বড়সড় ঘোষণা ইউসুফ পাঠানের

ঘরে ঢুকেই শুরু অত্যাচার, প্রাণে বাঁচতে মদ্যপ ছেলেকে কুড়ুলের কোপ বাবার

চ্যাংমারিতে হরিণ শাবক উদ্ধার, দলগাঁও চা বাগানে দেখা মিলল চিতাবাঘের শাবকের

সঙ্গে নিয়ে আসতেন কাশ্মীরের বিভিন্ন ফল, পাথরঘাটা গ্রামে এখন শুধুই শোকের হাওয়া

অপেক্ষার প্রহর শেষ, মাধ্যমিকের ফলপ্রকাশের দিন ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ

বিএসএফ জওয়ানদের বড় সাফল্য, আন্তর্জাতিক সীমান্তে অস্ত্র চোরাচালান ব্যর্থ করে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি 

দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু সিআইএসএফ কর্মীর

বেআইনি যানবাহন বিক্রি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের

পহেলগাঁও হামলার কড়া নিন্দা, এদের ক্ষমা করা যায় না, বললেন মমতা

আদালত জামিন মঞ্জুর করার পরেও মেলেনি জামিন? কারণ জানলে অবাক হবেন 

সোশ্যাল মিডিয়া