মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | 'ভারতে ছুটি কাটাতে আসে', কোন দুই বিদেশি তারকাকে নিয়ে এমন মন্তব্য করলেন বীরু?

Sampurna Chakraborty | ২১ এপ্রিল ২০২৫ ১৫ : ০৩Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বীরেন্দ্র শেহবাগ বাইশ গজে যেমন আক্রমনাত্মক ছিলেন, কথাবার্তায়ও তেমনই আগ্রাসী। বরাবরই চাঁচাছোলা। কোনও রাখঢাক করেন না। আইপিএল চলাকালীন বেশ কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে খোলাখুলি কথা বলেন। এবার তাঁর নিশানায় গ্লেন ম্যাক্সওয়েল এবং লিয়াম লিভিংস্টোন। আইপিএলে দুই বিদেশি তারকা ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুললেন বীরু। দু'জনেই এবার নজর কাড়তে ব্যর্থ। রবিবার বাদ পড়েন দু'জনেই। লিভিংস্টোনের জায়গায় আরসিবি সুযোগ দেয় রোমারিও শেফার্ডকে। শেষ কয়েক ম্যাচে পাঞ্জাব দলে সুযোগ পাননি গ্লেন ম্যাক্সওয়েল। শেহবাগ বলেন, দু'জনেরই দলের জন্য লড়াই করার কোনও ইচ্ছা নেই। এখানেই থামেননি ভারতের প্রাক্তন তারকা। জানান, দুই তারকাকে দেখে মনে হয় আইপিএল খেলতে নয়, ছুটি কাটাতে এসেছে। 

শেহবাগ বলেন, 'আমার মনে হয় ম্যাক্সওয়েল এবং লিভিংস্টোনের খিদে কমে গিয়েছে। ওরা এখানে ছুটি কাটাতে আসে। ছুটি কাটিয়ে চলে যায়। ওরা আসে, মজা করে এবং চলে যায়। ওদের দলের জন্য লড়াই করার কোনও তাগিদ নেই। একাধিক প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে আমি সময় কাটিয়েছি। তারমধ্যে মাত্র একজন বা দু'জনের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, সত্যিই ওরা দলের জন্য কিছু করতে চায়।' চলতি আইপিএলে ম্যাক্সওয়েল মাত্র ৪১ রান করেছে, নিয়েছেন ৪ উইকেট। লিভিংস্টোন ৮৭ রান করেন। এদিকে আরও একটি নতুন রেকর্ড গড়েন বিরাট কোহলি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ৫০ এর বেশি রান করার ক্ষেত্রে ডেভিড ওয়ার্নারকে ছাপিয়ে যান। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এই নজির গড়েন কোহলি। ৫৩ বলে ৭৩ রান করেন। চলতি আইপিএলে বিরাটের চতুর্থ অর্ধশতরান। মোট ৬৭তম বার পঞ্চাশের বেশি রান।




নানান খবর

নানান খবর

'ব্রাত্য' কোচকে কৃতজ্ঞতা জ্ঞাপন, ম্যাচ জেতানো ইনিংসের জন্য কাকে কৃতিত্ব দিলেন রোহিত?

বিয়ের প্রশ্নে স্ট্যাম্পড শুভমন, কী জবাব দিলেন?

বড় ধাক্কা রাজস্থান শিবিরে, কোহলিদের বিরুদ্ধেও নেই তারকা ক্রিকেটার

চেন্নাইয়ের জঘন্য পারফরম্যান্সের মাঝে নিলাম স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুললেন রায়না

এবারের আইপিএল যেন জরিমানার আইপিএল, স্লো ওভার রেটের ফাঁদে এবার শুভমান, কত টাকা দিতে হবে জানেন?

বাদ দিতে হয়েছে প্রিয় এই খাবারগুলি, জানেন নিলামে সুযোগ পেয়ে কি খাওয়া বন্ধ করেছেন ১৩ বছরের সূর্যবংশী?

ট্র্যাজিক নায়ক সূর্যবংশী, নাটকীয় ম্যাচে ২ রানে জয় লখনউয়ের

১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক, ইতিহাস লিখলেন সূর্যবংশী

বাটলারের বাজি, ঘরের মাঠে দাপুটে জয়ে গুজরাটের

মন্থর স্ট্রাইক রেটের জন্য বাতিল তারকাই গড়ল আইপিএলে ছক্কার অনবদ্য নজির

'ভাল পারফর্মার চেয়েছিলাম, বড় নাম নয়,' নিজের করা মন্তব্যকে ভুয়ো খবর বলে ওড়ালেন প্রীতি

রাজস্থানের ড্রেসিংরুমের সমস্যা, সঞ্জুর সঙ্গে ঝামেলার প্রসঙ্গ উড়িয়ে দিলেন দ্রাবিড়

৬ ম্যাচে মাত্র ৪১ রান! পাঞ্জাবের চার কোটির তারকাকে হুঁশিয়ারি প্রাক্তনীর

চাহালের উত্তরে ডগমগ প্রীতি, কী বললেন তারকা স্পিনার?

ইতিহাসের হাতছানি কোহলির সামনে, রোহিতকে টপকে ঢুকে পড়তে পারেন এলিট তালিকায়

গুরজাপনীতের পরিবর্ত ঘোষণা, কাকে নিল চেন্নাই?

সোশ্যাল মিডিয়া