শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Snigdha Dey | | Editor: শ্যামশ্রী সাহা ২০ এপ্রিল ২০২৫ ১০ : ৩৫Snigdha Dey
নিজস্ব সংবাদদাতা: টলিউড থেকে মুখ ফেরাচ্ছেন পরিচালক সুব্রত সেন! শনিবার রাতে সমাজমাধ্যমে তাঁর পোস্ট দেখে কৌতূহলের ছাপ পড়েছে সিনেপাড়ায়। তবে নিজের বক্তব্য পোস্টেই খোলসা করেছেন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত সেন।
তিনি লিখেছেন, 'অনেকে জানেন না। 'ফিল্মওয়ালা' আমার কোম্পানি নয়। ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়াকার্স অব ইস্টার্ন ইন্ডিয়া এ নিয়ে আমাকে অনেক কিছু বলেছে। ডিরেক্টর কী করে মালিক হয়?
সঙ্গত প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে, 'ফিল্মওয়ালা'র মালিক আমি নই। এটা একটি পার্টনারশিপ। সেটি আমাদের স্টুডিওতে যাঁরা কাজ করেন তাঁদের সকলের। অনেকটা সমবায়ের মতো। আমাদের এখানে যাঁরা কাজ করেন তাঁরা প্রত্যেকে মালিক, প্রত্যেকে মেম্বার। আট জন।'
তিনি আরও লেখেন, 'কিন্তু প্রশ্ন আমাকে নিয়ে। আমি নাকি ডিরেক্টর এবং মালিক। যা নাকি পরস্পরবিরোধী। ডিরেক্টর যদি মালিক হয় তা হলে কী হবে? এই প্রশ্ন যশ চোপড়া, রাজ কাপুর, দেব আনন্দ, স্পিলবার্গ, নোলান, সৃজিত মুখার্জি, অরিন্দম শীল, এদের বিরুদ্ধে না করে কেন আমারই বিরুদ্ধে করা হচ্ছে তা তাঁরাই বলবেন।
যাই হোক, আগামী ৩০ এপ্রিল, শুভ অক্ষয় তৃতীয়া থেকে আমি 'ফিল্মওয়ালা'তে আর থাকছি না। অন্তত 'মালিক' আর থাকছি না। সই-সাবুদের কাগজ রেডি হয়ে যাবে কাল পরশুর মধ্যে।
এর পর থেকে আমি মালিক নই, 'খোকা' হয়েই থাকব। এবার রিটায়ার করার সময় এসেছে। 'ফিল্মওয়ালা' থেকে শুধু নয়, ইন্ডাস্ট্রি থেকেই। অন্য কিছু করে নেব, এইটুকু বিদ্যেবুদ্ধি আছে। না খেতে পেয়ে মরব না, কারও কাছে হাতও পাততে হবে না।'
অভিমান থেকেই কি তবে টলিপাড়া ছাড়ার সিদ্ধান্ত? আজকাল ডট ইন-কে সুব্রত সেন বলেন, "নাহ্, অভিমান নয়। সবকিছুর একটা বয়স আছে। আমার এখন ৬১। তাই এবার মনে হয় অবসর নেওয়ার পালা। তা ছাড়া সিদ্ধান্তটা অনেকদিন আগেই নিয়েছিলাম, এবার বাস্তবায়নের সময় এসেছে।" ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পদও ছাড়ছেন? "অবশ্যই! আর কিছুদিনের মধ্যেই সভাপতির মেয়াদ ফুরবে। তখন আর নির্বাচনে দাঁড়াব না। এখন আমার বিনোদন জগৎ থেকে দূরে গিয়ে অবসরের সময়। হয়তো অনেক পরিচালকরা আজীবন কাজ করেছেন, কিন্তু আমার মনে হয়, এটাই নিজের জন্য সঠিক সময় সবকিছু থেকে সরে আসার।"
নানান খবর

নানান খবর

কোনও ছবির প্রিমিয়ারে আর যাবেন না স্বস্তিকা মুখোপাধ্যায়! কেন এমন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী?

‘ও আমাকে ডুবিয়ে দিতে চেয়েছিল’, বরুণের জন্মদিনে বিরাট অভিযোগ পুজা হেগড়ের, দেখালেন হাতেগরম প্রমাণও!

জুয়ার রাজপথে বিজয় বর্মা! শেষ হল ‘মটকা কিং’-এর শুটিং, অভিনব কায়দায় ঘোষণা অভিনেতার

‘সীতা’ হতে চেয়েছিলেন ‘কেজিএফ’ নায়িকা! দিয়েছিলেন অডিশনও, তবু কীভাবে সেই চরিত্রে সুযোগ পেলেন সাই পল্লবী?

অভিনয়ে ফিরলেন মুনমুন সেন, সুস্মিতার সঙ্গে জুটিতে কোন গল্পে দেখা যাবে অভিনেত্রীকে?

নরক হয়ে উঠছে কাশ্মীর, আর সহ্য করা যায় না: সলমন খান

পহেলগাঁও কাণ্ডের রেশে বিপাকে ফাওয়াদ খান, আটকে যাচ্ছে পাকিস্তানি অভিনেতার ‘আবির গুলাল’-এর মুক্তি?

স্বামীর নিথর দেহের পাশে বসে স্ত্রী, পহেলগাঁও-এর ঘটনায় ঘিবলি ছবি পোস্ট দর্শনার, ট্রোলিংয়ের শিকার হতেই কী বললেন অভিনেত্রী?

‘ম্যায়নে প্যায়ার কিয়া ২’-এ নেই সলমন! বরজাতিয়ার ছবিতে কে হচ্ছেন নতুন ‘প্রেম’?

যেখানে ভালবাসা পেয়েছিলাম, সেখানেই আজ মৃত্যু নাচছে…! জঙ্গি হানায় ক্ষতবিক্ষত কাশ্মীর, কেঁদে উঠলেন বিজয়

ধারাবাহিকের শুটিং ফ্লোরে মনের মানুষ খুঁজে পেলেন সায়ক চক্রবর্তী! কোন নায়িকার প্রেমে পড়লেন অভিনেতা?

সূরজ পাঞ্চোলি নন, প্রভাসকে নিজের ছেলের জায়গাটা দিতে চান জারিনা ওয়াহাব! আচমকা কেন এমন সিদ্ধান্ত অভিনেত্রীর?

খুনের হুমকি পেলেন টাইগার শ্রফ! মুম্বই পুলিশের তদন্তে উঠে এল কোন অপরাধীর নাম?

ভরপুর অ্যাকশন আর রোম্যান্সের ঝড়! কেমন হল রোহন-প্রিয়াঙ্কা-অনিন্দ্য'র 'ব্রহ্মার্জুন'-এর টিজার?

Exclusive: 'দুটো মানুষ একটা চুমু খাচ্ছে তাতে এত অসুবিধার কী আছে?'-ট্রোলিং নিয়ে মুখ খুললেন সুরঙ্গনা