বুধবার ১৬ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | 'ভারতীয় বন্ধুদের' জন্য উদার জিনপিং, ট্রাম্পের শুল্ক-বাণের মাঝেই ৮৫ হাজার ভিসার অনুমোদন দিল চীন

AD | ১৬ এপ্রিল ২০২৫ ০৯ : ০৬Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আপাতত স্থগিত করা হয়েছে ৯০ দিনের জন্য। শুল্ক শুধু চাপানো হয়েছে চীনের উপর। দুই দেশই একে অপরের উপর শুল্ক চাপিয়েই চলেছে। এই শুল্ক-ষুদ্ধ শুরু হওয়ার আগেই আমেরিকার শুল্কনীতির বিরুদ্ধে ভারতকে একসঙ্গে কাজ আহ্বান জানিয়েছিল চীন। শি জিনপিংয়ের সরকারের তরফ থেকে বলা হয়েছিল, "ড্রাগন এবং হাতির একসঙ্গে ব্যালে ডান্স করা দরকার।" এরই মাঝে ভারতীয় বন্ধুদের জন্য উদার বেজিং। ভারতে অবস্থিত চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১-৯ এপ্রিল পর্যন্ত ৮৫ হাজার ভারতীয়কে ভিসার অনুমোদন দেওয়া হয়েছে।

চীনা রাষ্ট্রদূত জু ফেইহং এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, "৯ এপ্রিল, ২০২৫ পর্যন্ত, ভারতে অবস্থিত চীনা দূতাবাস এবং কনস্যুলেটগুলি এই বছর চীন ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের জন্য ৮৫,০০০-এরও বেশি ভিসা জারি করেছে। আরও ভারতীয় বন্ধুদের চীন ভ্রমণে স্বাগত জানাই। একটি উন্মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত, আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ চীনের অভিজ্ঞতা অর্জন করুন।"

ভারত ও চীনের মধ্যে পর্যটনব্যবস্থা সহজতর করার জন্য চীন সরকার বেশ কিছু নীতি শিথিল করেছে-

• অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিষ্প্রয়োজন: ভারতীয় আবেদনকারীদের এখন আগে থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না। যে কোনও কর্মদিবসে সরাসরি ভিসা কেন্দ্রে সশরীরে হাজির হয়ে তাঁদের ভিসার আবেদন জমা দিতে পারবেন।

• বায়োমেট্রিক ছাড়: স্বল্প সময়ের জন্য চীনে ঘুরতে যাবেন যাঁরা তাঁদের বায়োমেট্রিক তথ্য প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর ফলে প্রক্রিয়াকরণের সময় হ্রাস পেয়েছে।

• ভিসা ফি: এখন একটি চীনা ভিসা অনেক কম হারে পাওয়া যেতে পারে। যা ভারতীয় পর্যটকদের জন্য ভ্রমণকে আরও সাশ্রয়ী করে তুলেছে।

• দ্রুত প্রক্রিয়াকরণের সময়: ভিসা অনুমোদনের সময়সীমা আরও সহজলভ্য করা হয়েছে। এর ফলে দ্রুত ভিসা ইস্যু করার সুযোগ তৈরি হয়েছে। ব্যবসায়িক এবং সাধারণ ভ্রমণকারীদের উভয়কেই উপকৃত হবেন এতে।

• পর্যটন: চীন সক্রিয়ভাবে ভারতীয় পর্যটকদের জন্য ভ্রমণের প্রচার করছে। উৎসব এবং গন্তব্যস্থলের মতো সাংস্কৃতিক বিষয়ে প্রদর্শন করে পর্যটক টানার চেষ্টা করছে।

রাষ্ট্রপতিত্বের মেয়াদ শুরু থেকেই ট্রাম্প বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছেন। বিশেষ করে চীনের উপর। যারা তাদের শীর্ষ অর্থনৈতিক প্রতিপক্ষ কিন্তু প্রধান বাণিজ্যিক অংশীদারও।

চীনা দূতাবাসের মুখপাত্র, ইউ জিং, ভারত-চীন অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন যে, "চীন-ভারত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক একে অপরে পরিপূরকতা এবং পারস্পরিক সুবিধার উপর ভিত্তি করে তৈরি। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কের অপব্যবহারের মুখোমুখি... দুটি বৃহত্তম উন্নয়নশীল দেশের উচিত অসুবিধাগুলি কাটিয়ে ওঠার জন্য একসঙ্গে দাঁড়ানো।" 

যদিও ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কেও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) সামরিক অচলাবস্থা। চীনের এই পদক্ষেপকে ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতি করার সদিচ্ছা জন্য একটি নরম শক্তির পদক্ষেপ হিসেবে দেখা যেতে পারে। এর ফলে একে অপরে প্রতি আস্থা ফিরে পেতে পারে। 

ভিসা ইস্যুর এই বৃদ্ধি ভারত ও চীনের মধ্যে সাংস্কৃতিক, শিক্ষাগত, ব্যবসায়িক এবং পর্যটন বিনিময়কে উৎসাহিত করার জন্য নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রতিফলন। চীন দীর্ঘদিন ধরে ভারতীয় শিক্ষার্থীদের, বিশেষ করে যারা মেডিকেল ডিগ্রি অর্জন করছেন তাঁদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য। হাজার হাজার ছাত্রছাত্রী চীনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। মহামারীর কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হওয়ার কারণে অনেক ভারতীয় শিক্ষার্থী তাঁদের পড়াশোনা চালিয়ে যেতে অক্ষম হয়ে পড়েছিলেন। ভ্রমণ পুনরায় শুরু করার বিষয়টিকে অনেকেই স্বাগত জানিয়েছেন।


Chinese ConsulateIndiaChinaIndian China ConflictLACLadakh

নানান খবর

নানান খবর

ক্ষমা চাক হার্ভার্ড, অপেক্ষায় ট্রাম্প! বিতর্কের মাঝেই সবটা জানাল হোয়াইট হাউস

ভবিষ্যতের অতিমারি নিয়ে বিরাট পদক্ষেপ নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাক্ষরিত হল কোন চুক্তি

গাজায় ফের গণমাধ্যমকর্মীদের উপর বর্বর হামলা, নিহত ২ সাংবাদিক, আহত ৯

সুদানে সর্ববৃহৎ বাস্তুহারা শিবিরে বর্বর হামলা, নিহত শতাধিক

একটি বিশেষ ধর্মের মানুষদের জন্য আলাদা করে তৈরি হয় কোকাকোলা, নেপথ্যে কোন রহস্য

পৃথিবীর একমাত্র স্থান যেখানে আপনি 'ভবিষ্যৎ দেখতে' পাবেন, কিন্তু সেখানে প্রবেশ নিষিদ্ধ

সারাজীবন থাকবে দাঁতের জোর, অবাক করা আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

অমরত্বের চাবি পেয়ে গেল বিজ্ঞনীরা, এবার জোরকদমে কাজ শুরু

মহাকাশ ১১ মিনিট কাটিয়ে এলেন গায়িকা কেটি পেরি, ছোট এই ট্যুর করতে খরচ কত? সাধারণের নাগালে কি?

১৬৫ মিলিয়ন যুগ আগের পায়ের ছাপ, কোন প্রাণীর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

প্রেম করছেন? বিয়েও নিশ্চয় করবেন মনের মানুষটিকে? তাহলে এই বিমা অবশ্যই করুন, মালামাল হবেন

লাতিন আমেরিকান সাহিত্যে নক্ষত্র পতন, প্রয়াত মারিও ভার্গাস যোসা

পিএনবি কেলেঙ্কারির মূল অভিযুক্ত মেহুল চোকসিকে বেলজিয়ামে কিভাবে গ্রেপ্তার করল পুলিশ? জেনে নিন 

ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁর প্যালেস্তাইনকে স্বীকৃতির পরিকল্পনায় নেতানিয়াহু পুত্রের কটাক্ষ

উইসকনসিনে কিশোরের বিরুদ্ধে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ

সোশ্যাল মিডিয়া