শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | রেপো রেট কমায় সুদের হার কমেছে, এবার আপনি কীভাবে ইএমআই কমাবেন? জেনে নিন

RD | ১৫ এপ্রিল ২০২৫ ১৭ : ১৪Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের ফেব্রুয়ারিুতে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ০.২৫-বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল। প্রায় পাঁচ বছর পর দেশের শীর্ষ ব্য়াঙ্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছিলেন ভারতের লক্ষ লক্ষ ঋণগ্রহীতা। রেপো রেট কমলে সাধারণত ঋণের সুদ-ও কমে য়ায়। ফলে ঋণ মেটানোর মাসিক কিস্তি-ও (EMI) হালকা হয়। তবে, অনেক ঋণগ্রহীতার জন্য এই সুবিধা তাৎক্ষণিকভাবে কার্যকর হয় না। সুদের হার কমানো সত্ত্বেও, মার্চ এবং এপ্রিলে অনেক ঋণগ্রহীতারই মাসিক ইএমআই অপরিবর্তিত ছিল। এবার রিজার্ভ ব্য়াঙ্ক দ্বিতীয়বার রেপো রেট কমানোর ঘোষণা করেছে। গ্রাসের পরিমাণ আবারও ০.২৫ বেসিস পয়েন্ট।

রেপো রেট কমলেও কেন ইএমআই-এর হার কমে না? MinEmi-এর CFO সিদ্ধার্থ জৈনের মতে, এটি ভারতের ঋণদান ব্যবস্থার স্বল্প-জ্ঞাত বাস্তবতা। গ্রাহকরা সচেতন না হলে এবং সক্রিয়ভাবে ইএমআই-য়ের পরিমাণ হ্রাস করতে না বললে কোনও ব্যাঙ্ক-ই সক্রিয়ভাবে এই সুবিধা দেয় না।

ইএমআই কেন স্বয়ংক্রিয়ভাবে কমে না? 
উদাহরণ দিয়ে বোঝাতে গিয়ে MinEmi-এর CFO সিদ্ধার্থ জৈন দুই গৃহঋণগ্রহীতা - রাহুল এবং শ্লোকের (কাল্পনিক নাম) ঘটনা সামনে এনেছেন। দু'জনেই ২ কোটি টাকার গৃহঋণ নিয়েছিলেন। যখন আরবিআই রেপো রেট কমানোর ঘোষণা করেছিল, তখন তাঁরা প্রতি বছর ১.২ লক্ষ টাকার বেশি সম্ভাব্য সঞ্চয়ের আসা করেছিলেন। কিন্তু বাস্তবে, তাঁদের মধ্যে মাত্র একজনই এই সুবিধা পেয়েছিলেন!

রাহুলের ঋণ রেপো লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) এর সঙ্গে যুক্ত। আরবিআই নির্দেশ ছিল যে, রেপো রেট সুবিধাগুলি RLLR ঋণগ্রহীতাদের কাছে হস্তান্তর করা হবে। তবে তাতে তিন মাস সময় লাগবে। রাহুল ২০২৫ সালের জুন থেকে কম ইএমআই-য়ের সুবিধা পাবেন।

অন্যদিকে, শ্লোকের গৃহ ঋণ পুরানো মার্জিনাল কস্ট অফ ফান্ড- বেস্ট লেন্ডিং রেট বা MCLR কাঠামোর সঙ্গে যুক্ত (অক্টোবর ২০১৯-এর আগে)। ফলে কিস্তির হারে কোনও প্রবাব পড়বে না। এবার যদি শ্লোক সচেতনভাবে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন এবং RLLR কাঠামোতে স্থানান্তরিত হন নামমাত্র রূপান্তর ফি দিয়ে তাহলে কিছুটা সুবিধা পেতে পারেন। 

MinEmi-এর CFO সিদ্ধার্থ জৈনের কথায়, "ব্যাঙ্কগুলি ঋণগ্রহীতাদের সক্রিয়ভাবে অবহিত করতে বাধ্য নয়। গ্রাহকরা তাঁদের হার, কাঠামো না বুঝলে এবং সময়মত পদক্ষেপ না করলে, রেপো রেট কমে গেলেও উচ্চ হারে ইএমআই দিতে থাকবেন।"  

সিদ্ধার্থ জৈন বলেন, "যদিও বিদ্যমান RLLR-সংযুক্ত ঋণগুলি অবশেষে সুদের হার হ্রাসের প্রতিফলন ঘটায়, ব্যাঙ্কগুলির নতুন ঋণের স্প্রেড (মার্জিন) বাড়ানোর নমনীয়তা রয়েছে। এটি তাদের কম রেপো রেট সত্ত্বেও নতুন গ্রাহকদের জন্য উচ্চ সুদের হার বজায় রাখতে সহায়তা করে।" 

বেশিরভাগ গ্রাহক এই পদ্ধতি সম্পর্কে অবগত নন। অনেক নতুন ঋণগ্রহীতা ধরে নিতে পারেন যে, কম রেপো রেট স্বয়ংক্রিয়ভাবে কম ঋণের হার বোঝায়। কিন্তু বাস্তবে ছবিটা আলাদা। 


How To Cut EMIEMIRBILoan Interest Rate

নানান খবর

নানান খবর

একইসঙ্গে খুলতে পারবেন দুটি পিপিএফ অ্যাকাউন্ট, মানতে হবে এই সহজ নিয়ম

বিনিয়োগ করতে চান, দেখে নিন সেরা পাঁচটি মিউচুয়াল ফান্ডের ঠিকানা

অনলাইনে নিজের এসবিআই অ্যাকাউন্টের শাখা পরিবর্তন করতে চান, রইল বিস্তারিত তথ্য

মাসে ৩ হাজার টাকা বিনিয়োগ করলেই হতে পারেন কোটিপতি, কীভাবে দেখে নিন এখনই

কেন্দ্রীয় এই প্রকল্পে বিনিয়োগ করলেই মিলবে ৫০০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন! সুরক্ষিত করুন নিজের ভবিষ্যৎ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য সুখবর, এবার বিলম্বিত পেনশনের উপর মিলবে ৮ শতাংশ সুদ

ওষুধ খেয়েই ওজন কমিয়ে এমন পাল্টে গেলেন? করণ জোহরের বিস্ফোরক জবাবে হাঁ নেটপাড়া

কমে গেল সুদের হার, এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট এবং সেভিংসে বড় বদল, জেনে নিন এখনই

মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেই হতে পারেন কোটিপতি, জেনে নিন কীভাবে

দরিদ্রদের জীবনে আশার আলো, জানুন কেন্দ্রীয় এই ৯ প্রকল্প সমন্ধে

সম্পত্তি রেজিস্ট্রেশনের সময় স্ট্যাম্প ডিউটির খরচ কীভাবে কমানো যায়? জেনে নিন এই আইনি উপায়গুলি

পাঁচ শতাংশ সুদে মিলবে তিন লক্ষ টাকা ঋণ, জানুন এই সরকারি প্রকল্প সমন্ধে

আড়াই লক্ষ কোটি! গত বছরের চেয়ে ২০ শতাংশ বেশি ডিভিডেন্ড কেন্দ্রকে দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক

তথ্যপ্রযুক্তি কর্মীদের জন্য সুখবর, ৪২ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে এই সংস্থা, পুরনোদেরও বাড়বে বেতন

ক্রেডিট কার্ড বন্ধ করার কথা ভাবছেন? তাহলে এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ

ইপিএফের টাকা তুলতে চান, পাসবুকে যে পরিমাণ দেখাচ্ছে তার চেয়ে কম পাবেন হাতে, কেন জানেন?

পকেটে টান, সেভিংস অ্য়াকাউন্টে সুদের হার কমালো এইচডিএফসি ব্যাঙ্ক

সোশ্যাল মিডিয়া