বুধবার ১৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৫ এপ্রিল ২০২৫ ১০ : ৫০Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: আজ বাংলার বর্ষবরণ। বাঙালির নতুন বছর নতুন ভাবে শুরু হয় পয়লা বৈশাখে। ব্যপ্তিতে, ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে, জাতির আবেগের সলতে জ্বালানোয়, এমনকী সাংস্কৃতিক প্রতিবাদেও এটি সর্বাধিক সমাদৃত। বছর পয়লার দিনে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী ডুব দিলেন মফস্সলে তাঁর ছোটবেলার কাটানো মনকেমন করা বর্ষবরণ উদ্যাপনের।
“আমি তো কলকাতার ছেলে নই। আমার ছোটবেলাটা কেটেছে বজবজে। ছোট্ট মফস্সলে। আশির দশক সেটা। ইঁট পাতা রাস্তা, নির্জন প্যাঁচালো পুরনো গলি, সার সার একতলা বাড়ির মাঝে জেগে থাকত দু’একটা দোতলা বাড়ি, বড় বড় পুকুর, মাঠ-গাছ মিলিয়ে সে এক দারুণ জায়গা ছিল। বাইরের পৃথিবীর খবর খুব একটা আসত না। তবে তাতে কিছু খুব একটা যায় আসত না।”
“সেই ছোটবেলায় বছরে দু’বার নতুন জামাকাপড় পেতাম মা-বাবার কাছ থেকে। এক পুজো আর দুইয়ে এই নববর্ষ। তাই এই দিনটা ঘিরে একটা বাড়তি আগ্রহ তো কাজ করতই। মনে পড়ে, পাঞ্জাবি,পাজামা যেমন পেয়েছি তেমনই কখনও স্রেফ একটা স্যান্ডো গেঞ্জি-ও পেয়েছি। তবে তাতে আনন্দে এতটুকুও ভাটা পড়ত না। বাড়িতে সেদিন সকালবেলা গরম লুচি, ছোলার ডাল বানাত মা। সঙ্গে থাকত গোল করে কাটা গরম বেগুনভাজা। আজও চোখ বুজলে যেন সেই গন্ধ পাই। দুপুরে মাংস হতো। সঙ্গে একটু ভাজা, শেষপাতে চাটনি মিষ্টি-দই। সঙ্গে আরও কিছু টুকটাক। সেটাই তখন বিরাট ভোজ আমার কাছে।”
“সন্ধেবেলা ঝকঝকে আকাশে একটা দুটো করে তারা ফুটে উঠতেই খানিক সেজেগুজে ফিটফাট হয়ে নিতাম। বাবা-মায়ের হাত ধরে নানান দোকানে যেতাম। হালখাতার নিমন্ত্রণ রক্ষা করতে। মফস্সলের ছোট পাড়া। সবাই প্রায় সবাইকে চিনত। রাস্তায় দেখা হয়ে যেত। সেজেগুজে সবাই বেরিয়েছে। এরপর দোকানে হাজির হতেই গরম সিঙ্গাড়া, চপ, মিষ্টি ভরা প্যাকেট, প্লেট এগিয়ে দেওয়া হতো। সঙ্গে থাকত কোকা কোলা ওঠা গোল্ড স্পটের বোতল। আমার উৎসাহ থাকত কোন দোকান কীরকম ক্যালেন্ডার করেছে। পরে আমাদের বন্ধুদের মধ্যে আলোচনাও হতো। দারুণ বৈচিত্র্য থাকত এমন দাবি করব না, তবু ওই আর কি। ওটাই ছিল মস্ত আনন্দ। ভাগ করে নেওয়ার আনন্দ হয়তো।”
“একটা কথা না বললেই নয়। সেই আমাদের পাড়ায় নববর্ষ উদ্যাপনে আয়োজিত হতো সাংস্কৃতিক উৎসব। বজবজে লাইব্রেরির একটা প্রেক্ষাগৃহ ছিল। ছোট। সারি সারি কাঠের ফোল্ডিং চেয়ার পাতা থাকত। মঞ্চে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এসব হতো। রবীন্দ্রনৃত্য তো হতোই। এবং নাটক। আমিও দু’একবার পারফর্ম করেছি। এই সন্ধ্যা একটা বড় আকর্ষণ ছিল আমাদের কাছে। যখন একটু বড় হয়েছি, দেখেছি এই দিনে বন্ধুরা তাদের ভাললাগার মানুষের সঙ্গে বেরিয়েছে, এই সন্ধ্যার অনুষ্ঠানে দল বেঁধে পাশাপাশি হয়তো বসেছে কিংবা আড়চোখে এ-ওর দিকে তাকাচ্ছে, মুখে মুচকি হাসি। কিন্তু আমি এসবের মধ্যে থাকতাম না। ভয় লাগত। মানে ভীতু-ই ছিলাম বলতে গেলে। পাড়ায় প্রেম করব, ওরে বাবা!”
“আজকাল পেশার খাতিরে এদিন নানান অনুষ্ঠান থাকে, নববর্ষের পার্টিতে যেতে হয়, তাতে খুব যে উল্লাসে মেতে উঠলাম, আনন্দ করি, এমনটা কিন্তু নয়। যেতে হয় তাই যাই। ঠিক যেমন এই পেশার খাতিরেই সারা বছর পোশাক কিনতে হয়, কিনি-ও। কিন্তু নতুন পোশাক কেনার আনন্দটা কি আর ছোটবেলার মতো হয়? বিশ্বাস করুন, তেমন একটা হয় না। পয়লা বৈশাখে, পুজোতে ওই একটা নতুন জামা-প্যান্ট পাওয়ার যা আনন্দ ছিল, তা এখন বলে বোঝাতে পারব না। ঠিক যেমন আশির দশকের ওই সহজ-সরল নববর্ষের সন্ধ্যার অনুষ্ঠানগুলোর স্মৃতি আজও স্পষ্ট। ওই আনন্দ-ও আর পাই না।”
“আজ সেইসব দিনের থেকে অনেক দূরে সরে এসেও এসব কথা মন ভাল করা স্মৃতির মতো হয়ে আছে বলেই এত সহজে বলতে পারলাম হয়তো। মাঝে মাঝে মনে হয় এসব সেই হারিয়ে যাওয়া গত জন্মের অনির্বাণের স্মৃতি। মন খারাপ হলেই, এই স্মৃতি-ই হয়ে যায় আমার টাইম মেশিন!”
নানান খবর

নানান খবর

‘লোক দেখাই না, কাজ করি’— অভিজিতের তোপের জবাবে মুখ খুলে আর কী বললেন রহমান?

গল্প জমজমাট, চরিত্র হাই-প্রোফাইল, তবু কেন উজ্জ্বল নিকমের বায়োপিক ছেড়ে দিলেন আমির খান?

সলমনের গাড়িতে বিস্ফোরণের হুমকির নেপথ্যে যুবক ধৃত! ‘লরেন্স বিষ্ণোই-স্টাইল’-এ খ্যাতি পাওয়ার চেষ্টা কেন করেছিল সে?

নববর্ষেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন রূপসা ও সায়নদীপ! ছোট্ট অগ্নিদেব-কে দেখে কী বলছে নেটপাড়া?

Exclusive: রাপ্পার ছবির পোস্টারে নেই স্রষ্টার নাম, প্রতিবাদে উত্তাল নেটপাড়া! ক্ষুব্ধ সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রাহুল

Exclusive: ‘বাংলা ক্যালেন্ডার দেখতে পারে?’ প্রবাসী বাঙালিদের বাঙালিয়ানা নিয়ে সোজাসাপ্টা মৈনাক ভৌমিক!

লরেন্স বিষ্ণোই নয়, সলমনকে খুনের হুমকি দিয়েছিল এই ব্যক্তি! পুলিশের খপ্পরে পড়ে কোন সত্যি ফাঁস করল যুবক?

রণবীর সিং-কে কেন প্রেমিক হিসেবে চাননি? অনুষ্কার সোজাসাপ্টা মন্তব্যে উত্তাল বলিপাড়া

সিঁথিতে সিঁদুর দিয়ে নববর্ষের শুভেচ্ছা তন্বীর, রাজদীপের সঙ্গে গোপনে সারলেন বিয়ে? আসল ব্যাপারটা কী?

‘নাদানিয়া’ একেবারে ভাল হয়নি, জমেনি! ইব্রাহিমের ছবি দেখে সোজাসাপ্টা শর্মিলা আর কী বললেন?

বলিউডে অভিষেক হচ্ছে অজয়-কাজলের মেয়ের! অভিনয়ে কবে যাত্রা শুরু করবেন নিসা?

স্মৃতির ফ্রেমে হাতে লেখা চিঠি — মন কেমন করা দিনগুলোয় ফেরার ডাক অনির্বাণ, দেবলীনা, তথাগতর

বউ নয়, কাকে বাঁচাতে অ্যাকশন অবতারে 'এভি'! কোন নতুন মোড় আসছে 'কথা'র জীবনে?

ঘুম থেকে তুলে মধুর ভাণ্ডারকরকে চূড়ান্ত গালিগালাজ মহেশ ভাটের, কারণ শুনলে চোখ কপালে তুলবেন!

পর্দায় 'উমরাও জান' হবেন তমান্না! কবে শুরু হবে নায়িকার নতুন যাত্রা?