শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Satabdi Roy making a comeback with Mainak Bhaumik movie Batsarik

বিনোদন | Exclusive: মৈনাক ভৌমিকের পরিচালনায় ‘ভূত’ হয়ে বড়পর্দায় ফিরছেন শতাব্দী?

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১৫ এপ্রিল ২০২৫ ১০ : ০২Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ বিরতির পর বড়পর্দায় কামব্যাক করছেন শতাব্দী রায়। মৈনাক ভৌমিকের নতুন ছবিতে অন্যতম মুখ্যচরিত্রে দেখা যাবে তাঁকে। সেখানে আরও একটি গুরুত্বপূর্ণ মহিলা চরিত্রে দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। এ ছবিতে তাঁরা থাকবেন বৌদি ও ননদের ভূমিকায়। তবে জানেন কি, এ ছবি হতে চলেছে গা ছমছমে ভয়ের? অর্থাৎ সহজ কথায় ভূতের ছবি! 

 

 

ছবির নাম ‘বাৎসরিক’।  বাংলা নববর্ষের প্রথম দিনেই মুক্তি পেল ‘বাৎসরিক’-এর প্রথম পোস্টার। আর সেই পোস্টারে গা ছমছমে আলতো শিরশিরানির সঙ্গে উঁকি দিচ্ছে রহস্য। খানিক আতঙ্ক-ও। ছবিতে দেখা যাচ্ছে, একটি টেবিলের উপর দাঁড় করানো কাচের ফটো ফ্রেম। তাতে রজনীগন্ধার মালা জড়ানো। মৃত ব্যক্তিদের ছবিতে যেমন থাকে। সামনে রাখা ধূপদানিতে রাখা একগুচ্ছ জ্বলন্ত ধূপকাঠি থেকে পাক খেয়ে উপরে উঠছে ধোঁয়া। ধূপদানির সামনে রাখা রয়েছে সাদা কাগজ এবং একটি পেন। ওদিকে, ফটো ফ্রেমের মধ্যে নেই কোনও ছবি, আর কাচটাও ফাটা!  ছবির অন্যপাশে আলগোছে রাখা বেশ কয়েকটি বই। আয়তনে বেশ নধর। তার পাশে দাঁড় করানো একটি‌ প্রদীপদানিতে জ্বলছে নিভু নিভু একটি প্রদীপ। একটু খেয়াল করলেই দেখা যাবে, প্রদীপদানির ঠিক নীচেই জমাট বেঁধে রয়েছে বেশ খানিকটা রক্ত!  তাহলে কি এই পোস্টার ইঙ্গিত দিচ্ছে প্ল্যানচেটের? তাই-ই যদি হবে তাহলে টেবিলের উপর চাপ-চাপ রক্ত কেন?

 

 

প্রসঙ্গত, নিজের অভিনয়ের কেরিয়ারে ভূতুড়ে ছবি নিয়ে খুব বেশি নাড়াচাড়া করেননি শতাব্দী। ছবির পরিচালকের ক্ষেত্রেও প্রায় একই কথা খাটে। তবে ভূত মানেই কি শুধু গা ছমেছমে ভয়? হিমশীতল আতঙ্ক? মজা-ও থাকতে পারে। মৈনাকের ছবিতে কিন্তু শেষের উপাদানটিও মজুত রয়েছে। এর সঙ্গে খানিক জুড়েছে একেবারে তাঁর ঘরানার রসবোধ। অর্থাৎ নীচু তারে বাঁধা জমাট হাসির বোমা। 

 

সূত্রের খবর, ‘বাৎসরিক’ ছবিতে নাকি প্ল্যানচেট, ভূতে ভর করার একটা বিষয় রয়েছে। আর সেখানেই ভয়ের সঙ্গে হাত ধরাধরি করে লুকিয়ে মজা। অর্থাৎ ‘ভূত’ যদি কোনও ব্যক্তির উপর ‘ভর’ করে এবং সেই ‘ভূতে পাওয়া’ ব্যক্তি যদি অন্য কোনও ব্যক্তিকে মারে কিংবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে দিনের শেষে তো আর লড়াইটা ভূতের সঙ্গে হচ্ছে না, হচ্ছে দু’টি মানুষের-ই মধ্যে। অর্থাৎ, একভাবে দেখতে গেলে ‘ভূত’ লড়াই লাগিয়ে দিচ্ছে দু’জন জীবিত ব্যক্তির মধ্যে। তাহলে কি ‘বাৎসরিক’-এ শতাব্দী-ঋতাভরীর ‘লড়াই’ দেখা যাবে? তাঁদের মধ্যে ‘চুলোচুলি’ বাঁধিয়ে দেবে কোনও দুষ্টু ভূত? না কি শতাব্দী এই ছবিতে রয়েছেন ‘ভূত’-এর চরিত্রে?

 

পরিচালক মৈনাক ভৌমিককে এ বিষয়ে জানতে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। প্রশ্ন শুনে অন্য প্রান্ত থেকে ভেসে এল ইঙ্গিতপূর্ণ হাসি। সঙ্গে অল্প কথায় জবাব, “এখনই এসব নিয়ে কিছু বলতে চাইছি না। অল্প রহস্য না হয়ে থাক। তবে এটুকু বলতে পারি, ‘বাৎসরিক’-এ ভূতের ভয় আছে, খানিক মজাও আছে। আবার চুলোচুলি-ও আছে।”

 

আগামী ৬ জুন বড়পর্দায় মুক্তি পাবে ‘বাৎসরিক’।


Satabdi RoyMainak BhaumikBatsarik

নানান খবর

নানান খবর

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

ফের 'মা'-এর চরিত্রে অরিজিতা, রহস্যময়ী হয়ে কেন ফিরলেন পুরনো মেগায়? কী জানালেন অভিনেত্রী? 

'বুলেট সরোজিনী'র জন্য শেষ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক! পথ চলা ফুরোচ্ছে কোন জুটির?

পালক অতীত, রাশাকে মন দিলেন ইব্রাহিম! কার্তিক নন, 'চন্দু' হওয়ার কথা ছিল সুশান্তের?

কোমরে ব্যথা ও মানসিক চাপের কারণে হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়! এখন কেমন আছেন পরিচালক?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?

সোশ্যাল মিডিয়া