রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Parama Dasgupta | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ এপ্রিল ২০২৫ ১৯ : ৩৪Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: কয়েক দশক আগেও বার্ধক্য হানা দিত তাড়াতাড়ি, ভাঙতে শুরু করত শরীর। ৬০ পেরনো মানে চাকরি থেকে অবসর তো বটেই, ছেলে-মেয়ে-নাতি-নাতনি ঘেরা সংসারে অকেজো হয়ে দিনযাপন। খবরের কাগজ, মর্নিং ওয়াক আর সময়-কাটানো গল্পগুজব, টুকটাক শখেই বেলাশেষের জীবন।
তারপর সময় পাল্টেছে হুড়মুড়িয়ে। ৬০-এ এখন বেলাশেষ নয়, বরং বেলাশুরুর গন্ধ মাখা। ওই যাকে প্রবাদে বলে, ‘লাইফ বিগিনস অ্যাট সিক্সটি’। আর তা শুধু মুখে বলা নয়, জীবনে করেও ফেলছেন অনেকেই। এখন মানুষ অনেক বেশি স্বাস্থ্য সচেতন। তাই ৬০-এ এসে শরীর ভেঙে যাওয়া দূরে থাক, বরং নিজেকে অনেক বেশি স্বাস্থ্যকর জীবনযাপনে, ফিটনেসে অভ্যস্ত করে ফেলছেন। জীবন আর তার চাহিদাগুলোকেও অনেক বেশি সহজ করে দিয়েছে প্রযুক্তি। ব্যস, আর পায় কে! অবসর আজ তাই শুধু সময় কাটানোর পথ খোঁজা নয়, বরং শখের কাজে উপার্জনেরও সুযোগ।
আপনিও কি অবসরের দোরগোড়ায় দাঁড়িয়ে? এই বেলা বরং দেখেশুনে, জেনেবুঝে নিন নিজের নেশাকেই অবসরের পেশা করে তোলার কিছু অন্য স্বাদের উপায়। রইল তারই হালহদিশ। সময় কাটানোটাই যদি রোজগারের পথ খুলে দেয়, মন্দ কী!
লাইফ কোচ- জীবনের ৬০টা বছর পেরিয়ে এসে অভিজ্ঞতার ঝুলি ভরেছে অনেকটাই। জীবনই শিখিয়েছে অনেক কিছু, চিনিয়েছে খারাপ-ভালর হিসেব কিংবা মুশকিল আসানের পথ। আপনার কাছে কি আত্মীয়-প্রতিবেশীরা নিজের সমস্যার কথা বলেন? আপনি কি সাধ্যমতো তাঁদের পথ দেখাতে, হতাশা কাটাতে ভালবাসেন আর তাঁরাও উপকৃত হন? তবে অবসরের দিনগুলোয় তাকেই পেশা করে দেখুন না! লাইফ কোচ হিসেবে আপনার অভিজ্ঞতায় ভর করেই জীবনে এগিয়ে দিন দমে যাওয়া ছোটদের। অজস্র অনলাইন সার্টিফিকেট কোর্স আছে। তাদের একটা করে নিলেই লাইফ কোচ হিসেবে আপনার কাজের সুযোগ পাকা। অনলাইন কিংবা অফলাইন, যে কোনও ভাবেই এই কাজ করতে পারেন। সঙ্গে সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের কোর্সও করা থাকলে তো কথাই নেই! এই স্ট্রেস-ডিপ্রেশনে তলিয়ে থাকা দুনিয়ায় সবাই কিন্তু আলোর দিকে এগিয়ে দেওয়ার মানুষ খোঁজে।
নার্সারি- বাড়িতে একফালি বাগান আছে। তাতে যত্ন করে নানা রকমের ফুল ফুটিয়ে এসেছেন বরাবর। অবসরে সেই কাজ আরও ভালবেসে, আরও যত্ন করে করার অখণ্ড সুযোগ। তাকেই যদি আয়ের পথ করে তোলেন? আপনার সাধের বাগানেই গড়ে তুলুন না ছোট্ট একটা নার্সারি, না হয় পাড়ার চেনা-পরিচিতদের জন্যই। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের পৃথিবীতে আপনার হাত ধরে চারপাশটা যদি আরও একটু সবুজ হয়ে ওঠে, তার চেয়ে ভাল কিছু হয় নাকি!
ফোটোগ্রাফি ও এডিটিং- বরাবরই ভালবেসে ছবি তুলতেন। আপনার ক্যামেরা-আইও বরাবর প্রশংসা কুড়িয়েছে। এত দিন যা স্রেফ শখ ছিল, এবার তাকেই করে তুলতে পারেন রোজগারের উপায়। একটু যত্ন করে এডিটিংটা শিখে নিন শুধু। নানা ধরনের অফলাইন ও অনলাইন কোর্স আছে তার জন্য। তারপরে অনুষ্ঠানবাড়ি থেকে কোম্পানি ইভেন্টে ছবি তুলেই হোক না অবসরের আয়। এডিটিংটা ভাল মতো জানা থাকলে অন্যদের ছবি এডিটের কাজও করতে পারবেন কিন্তু।
রিডিং ক্লাব- বইপোকা হিসেবে সুনাম আছে। আর আছে বাড়িভর্তি পাহাড়প্রমাণ নানা ধরনের বই। বাড়িতেই যদি জায়গা থাকে, তা হলে তো কেল্লাফতে। একটা ঘরকে রিডিং রুম হিসেবে সাজিয়ে নিন। তারপরে চেনা পরিচিতদের নিয়েই গড়ে তুলুন একটা রিডিং ক্লাব, যেখানে মেম্বারশিপ ফি-র বিনিময়ে সপ্তাহে একদিন এসে বই পড়া যাবে। আর সেই ক্লাবকে বড় করে তুলতে চাইলে সোশ্যাল মিডিয়ায় প্রচারের সুযোগ তো আছেই। পড়ার ঘরকে আড়েবহরে বড় করে তুলতে চাইলে আশপাশে কোনও ফাঁকা বাড়ি বা ঘর ভাড়া নেওয়াও যেতেই পারে। এই মোবাইলে ডুবে থাকার দিনযাপনে বইপড়ার অভ্যাসটাকে একটু জাগিয়ে দিতে আপনারও খানিক ভূমিকা থাক!
ক্লাউড কিচেন- আপনার রান্না আঙুল চেটে খায় না, এমন কাউকে পাওয়া ভার। রান্না করতে ভালওবাসেন ভীষণ। নতুন কিছু সুখাদ্যের খোঁজ পেলেই রাঁধার জন্য হাত নিশপিশ। অবসরের দিনগুলোয় আপনার রান্না বরং পরিবারের পাশাপাশি পৌঁছে যাক চেনা-পরিচিত কিংবা অপরিচিতদের ঘরেও। বাড়িতেই খুলে ফেলুন ক্লাউড কিচেন। ধরা যাক, রবিবারের একটা মেনু সেট করে ফেললেন। সোম থেকে বৃহস্পতি, প্রি-অর্ডার নিলেন হোয়াটসঅ্যাপ কিংবা সোশ্যাল মিডিয়ায়। শুক্রবার বাজার, শনিবার থেকে জোগাড়যন্ত্র আর রবিবার রান্না! দরকার শুধু অর্ডার মাফিক ডেলিভারি করে আসার মতো লোকবল।
অনলাইন ক্লাস- পড়াতে ভালবাসেন কিংবা দারুণ সেলাই করেন, দুর্দান্ত গিটার বাজান বা ম্যাজিক দেখান তুখোড়। সেগুলোকে পেশা করে তোলার ইচ্ছেটা সুপ্তই থেকে গিয়েছিল। এবার অবসরে আসুক তাকে জাগিয়ে তোলার পালা। নেশাই আসুক পেশা হয়ে। কোথাও যেতে হবে না। নিজের বাড়ির আরামে, পছন্দমতো সময়ে অনলাইন ক্লাস শুরু করে ফেললেই হয়। সে খবর ঠিক জায়গায়, ঠিকমতো ছড়িয়ে দিতে পারলে ছাত্রছাত্রী পেতে খুব দেরি হবে না কিন্তু!
ট্যুর প্ল্যানার এবং গাইড- বেড়াতে কে না ভালবাসেন! সেই সঙ্গে আজকাল সবাই এক্সপিরিয়েন্স খোঁজে। তবে খুঁটিনাটি সব রকম হালহদিশ করে বেড়াতে যাওয়ার ব্যবস্থাপনাটা কিন্তু সবার আসে না। কোথায় গেলে কোন অভিজ্ঞতাটা সেরা, কী কী করবেন, কী কী খাবেন, সব কিছু মাথায় রেখে ট্রিপ প্ল্যান করাটা যদি আপনার ভাল লাগার কাজ হয়ে থাকে, সেটাই এবার বরং পেশাগত ভাবে করে দেখুন না!
সরকারি চাকরি ছাড়া তো পেনশনের সুযোগ নেই। পছন্দসই কাজে পরিশ্রম করতে গায়েও লাগবে না মোটেই। সময় যে কাটবে, সে তো বলাই বাহুল্য। অবসরে তাই রোজগার আসুক না ভালবাসার জিনিসেই!
নানান খবর
নানান খবর

মহাকাশে প্রথম যৌন সঙ্গম কে করবেন? একে অপরকে টক্কর দেওয়ার নেশায় রকেটে চাপতে উদ্যত দুই মডেল

‘সঙ্গম কক্ষ’ চালু হল কারাগারে! এবার জেলের মধ্যেই শারীরিক মিলনের সুযোগ পাবেন বন্দিরা

পার্লারে যাওয়ার সময় নেই? বাড়িতেই কফি আর টমেটো দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক! জেল্লা ফিরবে একদিনেই

বিরল ত্রিপুষ্কর যোগে টাকার ‘ট্রিপল’ ধামাকা! রবিবারের মধ্যেই কপাল খুলবে কোন কোন রাশির?

ছোট থেকেই আত্মবিশ্বাসে ভরপুর হবে সন্তান, কীভাবে বাড়াবেন সন্তানের আত্মবিশ্বাস?

এই রবিতে আর মুরগি নয়, রাঁধুন গোলমরিচ দিয়ে দক্ষিণী ডিম ফ্রাই, ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

সঙ্গীর মধ্যে এখনও মানসিক পরিপক্বতা আসেনি, কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

বয়স ১০৩! মন তবুও সবুজ, অর্ধনগ্ন যুবকের হাতে শ্যাম্পেন খেয়ে জন্মদিন উদযাপন করলেন বৃদ্ধা!

বিরল চতুর্গ্রহী যোগের উপর মহাদেবের আশীর্বাদ! পাঁচ রাশির ভাগ্যে আজ টাকাই টাকা! ধনবৃষ্টি হবে কাদের উপর?

বাজার খরচে লাগাম টানতে পারছেন না? এই সব সহজ টোটকাতেই মিলবে সমাধান

সকাল না বিকেল, কখন ব্যায়াম করলে ভাল ঘুম হয়? সঠিক সময়ে ঘাম ঝরালেই মিলবে অনিদ্রা থেকে রেহাই

টোপর মাথায় হাজির বর! সাদা চিকনকারি পাঞ্জাবী-ধুতিতে খাঁটি বাঙালি সাজে দিলীপ

সাজে অক্ষয় বাঙালিয়ানা, আজকাল ফ্যাশন ফ্লোর জমজমাট

সপ্তাহে তিন দিন ছুটি! সরকারি কর্মীরা চারদিন অফিসে গেলেই পাবেন পুরো বেতন! কোথায় চালু হল এমন নিয়ম?

মহিলারা কোন কোন স্কিমে বিনিয়োগ করতে পারেন? রইল হদিশ

কিছুতেই কমছে না মুখ ভর্তি ব্রণ-দাগ? বয়স ১৫ হোক বা ৩৫, ঘরোয়া প্যাকের জাদুতেই হবে ছুমন্তর

গরমে এই ৩ রোগে ভুগতে পারে আপনার সন্তান! কীভাবে শিশুর খেয়াল রাখবেন?

রোজকার এই পাঁচটি কাজ শান্তি ফেরায় মনে, নিয়ম করে করলে দূর হবে উদ্বেগ, মানসিক চাপ

ফেটে চৌচির পায়ের গোড়ালি? তুলতুলে নরম হবে চামড়া, দূর হবে ফাটা চামড়া, কেবল মেনে চলুন এই তিনটি পদ্ধতি