শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
RD | ১৩ এপ্রিল ২০২৫ ১২ : ৩২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: নৃশংস মুম্বই হামলা। ২০২৮ সালের ২৬ নভেম্বর সন্ত্রাসবাদী ওই হামলায় নিহত হয়েছিলেন ১৬৬ জন নিরাপরাধ মানুষ। ওই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা বর্তমানে এনআইএ হেফাজতে। চলছে জেরা। ওই হামলার জন্য তাহাউর রানাই কি ফোনে কাউকে নির্দেশ দিয়েছিলেন? তা জানতে এখন রানার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করাতে পারে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।
কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য, জঙ্গি তাহাউর রানার সম্মতি প্রয়োজন হবে। যদি তিনি তা দিতে অস্বীকার করেন, তাহলে এনআইএ আদালতে অনুমতির জন্য আবেদন করতে পারে। নমুনা জমার জন্য চার্জশিটে কণ্ঠস্বরের নমুনা দিতে রানার অস্বীকারের কথা উল্লেখ করবে এনআইএ। যা বিচারের পর্যায়ে ধৃত রানার জন্য সমস্যা তৈরি করতে পারে।
আর রানা কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার অনুমতি দিলে, সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি বিশেষজ্ঞরা এনআইএ সদর দপ্তরে যাববেন এবং তাঁর কন্ঠস্বরের নমুনা নেবেন।
গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণের পর মুম্বই হামলার অন্যতম চক্রী জহ্গি তাহাউর রানাকে নয়াদিল্লিতে এনআইএ সদর দপ্তর সিজিও কমপ্লেক্সের মধ্যে একটি কুঠুরিতে রাখা হয়েছে। সেখানকার সুরক্ষাবলয় মারাত্মক কঠোর। চলছে রানাকে লাগাতার জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদের সময় এনআইএ জানতে পেরেছে যে, মুম্বইয়ে আক্রমণ শুরুর আগে তাহাউর রানা দুবাইতে এক ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন। এই হামলার নেপথ্যে ওই রহস্যময় ব্যক্তির ভূমিকা কী? সেই রহস্য উন্মোচনে মরিয়া জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এনআইএ মনে করে দুবাইয়েরক ওই ব্যক্তি ২৬/১১ মুম্বই হামলা প্রসঙ্গে সব জানতেন। এক্ষেত্রে তদন্তের জন্য রানার কন্ঠস্বরের নুমনা সংগ্রহ জরুরি।
১৮ দিনের জিজ্ঞাসাবাদে এনআইএ-এর ২৬/১১ হামলায় পাকিস্তানি নাগরিক ইলিয়াস কাশ্মীরি এবং আবদুর রহমানের সম্ভাব্য ভূমিকা সম্পর্কেও রানার কাছ থেকে জানতে পারে। এছাড়া ওই হামলার মূল ষড়যন্ত্রকারী জাকিউর রহমান লাকভি এবং সাজিদ মজিদ মীরের ভূমিকা সম্পর্কেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে এনআইএ সূত্রে খবর।
জেরার প্রথম দিন তাহাউর রানা একেবারেই সহযোগিতা করেননি বলে এনআইএর সূত্রে জানা গিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কর্পসের প্রাক্তন কর্মী রানা তদন্তকারীদের সামনে ঘটনার ধারাবাহিকতা মনে করতে না পারার কথা উল্লেখ করে আসছেন। তবে তিনি জানিয়েছেন, মুম্বইয়ে হামলার আগে সেখানে এক সপ্তাহ ছিলেন। তবে তখন ঠিক কী ঘটেছিল, সেই সূত্র তিনি মনে করতে পারেননি বলেই দাবি করেছেন এনআইএর কাছে।
উল্লেখ্য, ডেভিড হেডলি ওরফে দাউদ গিলানিকে মুম্বই হামলা নিয়ে জানতে এর আগে ২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এনআইএ দল জিজ্ঞাসাবাদ করেছিল। হামলায় তাহাউর রানার ভূমিকা স্পষ্ট হয়। এ জন্য তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত দোষী সাব্যস্ত করেছিল।
নানান খবর
নানান খবর

দারভাঙায় জীবিত ফিরে এল ‘মৃত’ শিশু, ৭০ দিন পর বাড়ি ফেরায় চাঞ্চল্য!

ফাঁকা বাড়িতে নাবালিকার চিৎকার, দরজা খুলেই প্রতিবেশীদের চোখ ছানাবড়া, ছুটে এল পুলিশ

নতুন বিজ্ঞাপনী বিপ্লব "প্রশান্ত", অভিনব বিজ্ঞাপনী কৌশল নজর কাড়ল নেটদুনিয়ায়

মুস্তাফাবাদে বিল্ডিং ধস: মৃত্যু বেড়ে ১১, উদ্ধারকাজ চলছে

ভয়ঙ্কর, স্ত্রীর আঙুল কামড়ে ছিঁড়ে দিলেন মদ্যপ ব্যক্তি!

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

ওয়াকফ সংশোধনী আইনকে স্বাগত, মোদির সঙ্গে দেখা করে জানালেন দাউদি বোহরার প্রতিনিধিদল

২৫ বছর বাদ গ্রাহাম স্টেইনসের হত্যাকারীর মুক্তি, মালা পরিয়ে সংবর্ধনা, ওড়িশা সরকারের পদক্ষেপে বিতর্ক

ভিক্ষুকের হাতে মার খেলেন যুবক! কারণ জানলে অবাক হবেন আপনিও

কাশ্মীর নিয়ে 'উস্কানিমূলক' মন্তব্যে পাক সেনা-প্রধানের, পাল্টা কড়া জবাব নয়াদিল্লির

ছুটির দিনে মহিলা কর্মচারীকে দোকানে ডাকলেন ম্যানেজার, তারপর...