বুধবার ১৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১২ এপ্রিল ২০২৫ ১৫ : ৫৭Snigdha Dey
সংবাদসংস্থা মুম্বই: সইফ আলি খানের উপর হামলার মামলায় মুম্বই পুলিশ সম্প্রতি বান্দ্রার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দিয়েছে। এই চার্জশিট থেকে ঘটনার রাতের পুরো ঘটনা পরিষ্কার হয়েছে। বিশেষ করে সেই রাতে করিনা কাপুর কোথায় ছিলেন এবং সইফের কী অবস্থা ছিল, তা চার্জশিটে স্পষ্টভাবে লেখা। এতে ১১১ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে এবং ৪৮ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। যার মধ্যে করিনা কাপুরের বিবৃতিও রয়েছে।
সমস্ত সাক্ষ্যপ্রমাণ এবং তদন্তের রিপোর্ট অনুযায়ী, ঘটনার আগের দিন, অর্থাৎ ১৫ জানুয়ারি অভিযুক্ত সইফের বাসভবনে অনুপ্রবেশ করেছিলেন। সিসিটিভ ফুটেজ বলছে, ভিতরে প্রবেশ না করলেও শরিফুলকে সদ্গুরু বাসভবনের আশপাশে দেখা গিয়েছিল। বিকেল ৩টে থেকে সন্ধে ৬.৪৫ মিনিট পর্যন্ত রেকি চালান। সন্ধে ৬.৫৯ মিনিটে তাঁকে ভারতী ভিলা ভবনে উঠতে দেখা যায়। পরে ভারতী অ্যাভিনিউ হয়ে সইফের বাড়িতে পা রাখেন।
সিসিটিভি ফুটেজ অনুযায়ী, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হঠাৎ পাতৌদি পরিবারে ঢুকে পড়েন। করিনা তখন বাইরে ছিলেন। ফিরে এসে প্রথমে তাঁর বড়ছেলে তৈমুরের ঘরে যান। তাকে দেখে তিনি যান ছোট ছেলে জেহর ঘরে। দেখেন সে ঘুমোচ্ছে। তার আয়া বিছানার কাছে শুয়ে। করিনা এরপর নিজের ঘরে আসেন। তিনি এবং সইফ যখন ঘুমোতে যাবেন তখনই জেহর আয়া ছুটে এসে জানান, এক অপরিচিত ব্যক্তি ঘরে ঢুকে পড়েছেন। ভয় দেখিয়ে টাকা চাইছেন।
করিনা এবং সইফ দ্রুত ছোটছেলের ঘরে গিয়ে দেখেন, কালো টি-শার্ট পরা এক ব্যক্তি জেহর বিছানার পাশে দাঁড়িয়ে আছেন, হাতে ধারালো অস্ত্র। ছেলেকে বাঁচাতে সইফ লোকটিকে বাধা দিতে গেলে তাঁকে ছুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকেন ওই ব্যক্তি। সদ্য পেশ করা চার্জশিট বলছে, ঘটনার অনুপাতে সইফ ও করিনার বয়ান প্রায় এক।
প্রসঙ্গত, এই হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলাম শাহজাদ কোনও অপরাধ করেননি বলে আদালতে দাবি করেছেন। জামিনের আবেদন দাখিল করে অভিযুক্ত বলেছেন যে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তাঁকে ফাঁসানোর জন্য কেবল ষড়যন্ত্র করা হয়েছে। যদিও অভিযুক্তর জামিনের আর্জি খারিজ করেছে বান্দ্রা ম্যাজিস্ট্রেট আদালত।
নানান খবর

নানান খবর

‘লোক দেখাই না, কাজ করি’— অভিজিতের তোপের জবাবে মুখ খুলে আর কী বললেন রহমান?

গল্প জমজমাট, চরিত্র হাই-প্রোফাইল, তবু কেন উজ্জ্বল নিকমের বায়োপিক ছেড়ে দিলেন আমির খান?

সলমনের গাড়িতে বিস্ফোরণের হুমকির নেপথ্যে যুবক ধৃত! ‘লরেন্স বিষ্ণোই-স্টাইল’-এ খ্যাতি পাওয়ার চেষ্টা কেন করেছিল সে?

নববর্ষেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন রূপসা ও সায়নদীপ! ছোট্ট অগ্নিদেব-কে দেখে কী বলছে নেটপাড়া?

Exclusive: রাপ্পার ছবির পোস্টারে নেই স্রষ্টার নাম, প্রতিবাদে উত্তাল নেটপাড়া! ক্ষুব্ধ সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রাহুল

Exclusive: ‘বাংলা ক্যালেন্ডার দেখতে পারে?’ প্রবাসী বাঙালিদের বাঙালিয়ানা নিয়ে সোজাসাপ্টা মৈনাক ভৌমিক!

লরেন্স বিষ্ণোই নয়, সলমনকে খুনের হুমকি দিয়েছিল এই ব্যক্তি! পুলিশের খপ্পরে পড়ে কোন সত্যি ফাঁস করল যুবক?

রণবীর সিং-কে কেন প্রেমিক হিসেবে চাননি? অনুষ্কার সোজাসাপ্টা মন্তব্যে উত্তাল বলিপাড়া

সিঁথিতে সিঁদুর দিয়ে নববর্ষের শুভেচ্ছা তন্বীর, রাজদীপের সঙ্গে গোপনে সারলেন বিয়ে? আসল ব্যাপারটা কী?

‘নাদানিয়া’ একেবারে ভাল হয়নি, জমেনি! ইব্রাহিমের ছবি দেখে সোজাসাপ্টা শর্মিলা আর কী বললেন?

বলিউডে অভিষেক হচ্ছে অজয়-কাজলের মেয়ের! অভিনয়ে কবে যাত্রা শুরু করবেন নিসা?

স্মৃতির ফ্রেমে হাতে লেখা চিঠি — মন কেমন করা দিনগুলোয় ফেরার ডাক অনির্বাণ, দেবলীনা, তথাগতর

বউ নয়, কাকে বাঁচাতে অ্যাকশন অবতারে 'এভি'! কোন নতুন মোড় আসছে 'কথা'র জীবনে?

ঘুম থেকে তুলে মধুর ভাণ্ডারকরকে চূড়ান্ত গালিগালাজ মহেশ ভাটের, কারণ শুনলে চোখ কপালে তুলবেন!

পর্দায় 'উমরাও জান' হবেন তমান্না! কবে শুরু হবে নায়িকার নতুন যাত্রা?