শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

আইপিএল ২০২৫ | চিপকে স্পিনে বাজিমাত, ধোনিদের দুরমুশ করে জয়ে ফিরল কেকেআর

Sampurna Chakraborty | ১১ এপ্রিল ২০২৫ ২২ : ১৯Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: চিপকে ধোনিদের কোণঠাসা করে জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে লখনউয়ের কাছে চার রানে হারের পর, বড় জয় নাইটদের। যার ফলে রানরেটে অনেকটাই এগিয়ে গেল অজিঙ্ক রাহানেরা। নিজেদের জালেই ধরা পড়ল চেন্নাই। সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীর ঘূর্ণিতে কুপোকাত পাঁচবারের চ্যাম্পিয়নরা। আইপিএলের ইতিহাসে ঘরের মাঠে সর্বনিম্ন রান। গোটা ইনিংসে কোনও পার্টনারশিপ গড়ে ওঠেনি। যার ফলে কোনওরকমে একশো রান পার করে চেন্নাই। তিন উইকেট নারিনের,‌ জোড়া উইকেট নেন বরুণ। টানা পাঁচ হার চেন্নাইয়ের। আইপিএলের ইতিহাসে এই প্রথম চিপকে হারের হ্যাটট্রিক। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান করে সিএসকে। জবাবে হাসতে হাসতে জয়সূচক রানে পৌঁছে যায় নাইটরা। ১০.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ে পৌঁছে যায় কেকেআর। ৫৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জয়। চোটের জন্য ঋতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় আবার অধিনায়কের হটসিটে ফেরেন এমএস ধোনি। কিন্তু বুড়ো হাড়ে ভেল্কি হল না। ম্যাচটা মনে রাখতে চাইবেন না ক্যাপ্টেন কুল। ব্যাট হাতেও ব্যর্থ। মাত্র ১ রান করেন। নেতৃত্বও উল্লেখযোগ্য নয়। 

শুক্রবার পাওয়ার প্লেতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। অজিঙ্ক রাহানের অধিনায়কত্বের প্রশংসা করতেই হবে। খুব ভাল বোলিং পরিবর্তন করেন। টসে জিতে ধোনির দলকে ব্যাট করতে পাঠান। চিপকের উইকেট স্পিন সহায়ক হওয়ায় শুরুতেই মঈন আলিকে আনেন। ফলও মেলে। চেন্নাইয়ের বিপজ্জনক ওপেনিং জুটি ভাঙেন ইংল্যান্ডের অলরাউন্ডার। ফেরান ডেভন কনওয়ে‌‌কে। ব্যাটিং লাইন আপ পুরো ব্যর্থ। হর্ষিত রানার বলে দু'বার জীবন ফিরে পেলেও তার ফায়দা তুলতে পারেননি বিজয় শঙ্কর। ২৯ রান করে আউট হন। শেষপর্যন্ত উইকেটে টিকে থেকে দলকে একশোর গণ্ডি পার করতে সাহায্য করেন শিবম দুবে। ৩১ রানে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের ইনিংসের সর্বোচ্চ রান দুবের। কিন্তু চেন্নাইয়ের মিডল অর্ডার উইকেট ছুড়ে দেয়। একেবারেই পরিকল্পিত ব্যাটিং নয়। দিশাহীন ক্রিকেট ধোনির দলের।

আইপিএলের ইতিহাসে চলতি মরশুমে সবচেয়ে জঘন্য পারফরম্যান্স চেন্নাইয়ের। লক্ষ্যহীন ক্রিকেট। ধোনির নেতৃত্ব নিয়েও এদিন প্রশ্ন উঠতেই পারে। চিপকের উইকেটে পাওয়ার প্লের মধ্যেই মঈন এবং বরুণকে দিয়ে বল করিয়ে বাজিমাত করেন রাহানে। কিন্তু জোরে বোলাররা বেধড়ক মার খাওয়া সত্ত্বেও প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র এক ওভার রবিচন্দ্রন অশ্বিনকে দিয়ে বল করান ধোনি। যেখানে দলে নূর আহমেদ এবং রবীন্দ্র জাদেজার মতো স্পিনাররা আছে। চেন্নাইয়ের কোনও বোলারকে রেয়াত করেননি নারিন। বলের পর ব্যাট হাতেও বিধ্বংসী। ২৩ রান করে আউট হন ডি'কক। ৪৬ রানে প্রথম উইকেট হারায় নাইটরা। কিন্তু বাকি কাজটা সারেন সুনীল নারিন এবং অজিঙ্ক রাহানে। ১৩ রানে ৩ উইকেট নেওয়ার পর মাত্র ১৮ বলে ৪৪ রান করেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। মারকুটে ইনিংসে ছিল ৫টি ছয়, ২টি চার। স্ট্রাইক রেট প্রায় আড়াইশোর কাছাকাছি। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা তিনি। ২০ রানে অপরাজিত থাকেন রাহানে। এদিন রিঙ্কু সিংকে চার নম্বরে প্রমোট করা হয়। ছক্কা হাঁকিয়ে কেকেআরকে জয়ে পৌঁছে দেন বাঁ হাতি। তবে অল্প রানের পুঁজি নিয়ে পাওয়ার প্লের মধ্যেই বর্তমানে দলের সেরা স্পিনার নূর আহমেদকে আনা উচিত ছিল ধোনির। সেক্ষেত্রে হয়তো কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারত নাইটরা।


Kolkata Knight RidersChennai Super KingsIPL 2025

নানান খবর

নানান খবর

'ভাল পারফর্মার চেয়েছিলাম, বড় নাম নয়,' নিজের করা মন্তব্যকে ভুয়ো খবর বলে ওড়ালেন প্রীতি

হোম কামিং! কেকেআরে ফিরলেন জাতীয় দলে 'ব্রাত্য' অভিষেক নায়ার

কবে দলের সঙ্গে যোগ দেবেন রাবাডা? বড় আপডেট দিলেন গুজরাট অধিনায়ক

আইপিএলে দশ বছর, হার্দিককে বিশেষ সম্মান জানাল মুম্বই

ঘরের মাঠে লজ্জার রেকর্ড কোহলিদের, দিল্লিকে ছাপিয়ে গেল বেঙ্গালুরু

রাজস্থানের ড্রেসিংরুমের সমস্যা, সঞ্জুর সঙ্গে ঝামেলার প্রসঙ্গ উড়িয়ে দিলেন দ্রাবিড়

৬ ম্যাচে মাত্র ৪১ রান! পাঞ্জাবের চার কোটির তারকাকে হুঁশিয়ারি প্রাক্তনীর

চাহালের উত্তরে ডগমগ প্রীতি, কী বললেন তারকা স্পিনার?

ইতিহাসের হাতছানি কোহলির সামনে, রোহিতকে টপকে ঢুকে পড়তে পারেন এলিট তালিকায়

গুরজাপনীতের পরিবর্ত ঘোষণা, কাকে নিল চেন্নাই?

অটোগ্রাফ চাওয়ার জন্য ফ্যানকে ধমক, এ কী করলেন ধোনি?

একই অঙ্গে এ কোন রূপ? ওয়াংখেড়েতে একেবারে অচেনা হেড, কী এমন ওষুধ দিল মুম্বই?

বর্ডার-গাভাসকর ট্রফির শত্রুতা ভুলে গল্প মাতলেন যশস্বী-স্টার্ক, ভাইরাল ভিডিও

জরিমানার তালিকা বাড়ছেই, এবার বড়সড় শাস্তির মুখে পড়তে হল দিল্লি ক্যাপিটালসের এই তারকাকে, কী করেছিলেন জানেন?

কোনও গডফাদার নেই, আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে কীভাবে প্রচারে 'নোটবুক' সেলিব্রেশনের নায়ক?

সোশ্যাল মিডিয়া