শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Chiranjeet Chakraborty talks about his character in Feluda series Royal Bengal Rahasya

বিনোদন | Exclusive: ফেলুদা সিরিজে এবার চিরঞ্জিৎ, সঙ্গে দীপঙ্কর দে! ‘রয়েল বেঙ্গল রহস্য’-তে ‘মহীতোষ’কে ‘খলনায়ক’ মানতে কেন নারাজ শিল্পী?

Rahul Majumder | | Editor: Syamasri Saha ১১ এপ্রিল ২০২৫ ১৮ : ৪৯Rahul Majumder


নিজস্ব সংবাদদাতা: তাঁর বহু বছরের স্বপ্ন ছিল ফেলুদা হিসাবে পর্দায় হাজির হওয়ার। সে স্বপ্নপূরণ না হলেও এবার ফেলুদা সিরিজে দর্শকের সামনে আসতে চলেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। চলতি মাসেই কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় ফেলুদা ওয়েব সিরিজ়ের শুটিং শুরু হবে। ফেলুদার 'রয়েল বেঙ্গল রহস্য উপন্যাস অবলম্বনেই তৈরি হবে এই সিরিজ। এই সিরিজের হাত ধরেই আরও একবার ফেলুদা, তোপসে এবং জটায়ু-র ভূমিকায় ফিরছেন ফিরছেন যাথাক্রমে টোটা রায়চৌধুরী, কল্পন মিত্র এবং অনির্বাণ চক্রবর্তী। খবর, সিরিজের অন্যতম প্রধান চরিত্র মহীতোষ সিংহ রায়-এর ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিৎ! 

 

 

আজকাল ডট ইন-এর কাছে এ খবরে সিলমোহর দিলেন খোদ চিরঞ্জিৎ। সঙ্গে জানালেন, ফেলুদার ছবিতে তাঁর অভিনয়ের ইচ্ছে ছিল বহুদিনের। তাই ভাল যে লাগছে তা বলাই বাহুল্য।  মহীতোষ সিংহ রায়-এর কথা উঠতেই নিজের পরিচিত ছন্দে শিল্পী বলে উঠলেন – “উপন্যাসটা তো আগেই পড়া ছিল একাধিকবার। এই চরিত্রটির মধ্যে যে বিভিন্ন স্তর রয়েছে, সেটা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। তার উপর বন-জঙ্গল আমিও ভালবাসি। আর মানিকদার গল্প... আমি বেশ আগ্রহ নিয়েই তাকিয়ে রয়েছি এই প্রজেক্টের দিকে।”

 

 


মহীতোষের মতো কোনও শিকারির সঙ্গে ব্যক্তিগত জীবনে মোলাকাত হয়েছে কি অভিনেতার? স্মিত হেসে জবাব এল – “ না, না। সেটা কখনও হয়নি। সাতের দশকের প্রথম দিকেই দেশে শিকার করা আইনত বন্ধ হয়ে যায়...না কোনও এরকম চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হয়নি।” এই প্রথম তাহলে ধূসর চরিত্রে চিরঞ্জিৎ? এবার খানিক সতর্কতার সঙ্গে যুক্তি সাজিয়ে শিল্পীর জবাব – “না, ধূসর কেন হবে? মহীতোষ তো বিরাট কোনও অপরাধ করেননি। আমার অন্তত তাই মনে হয়। হাতে ছোট থাকায় অন্যকে দিয়ে অনুলিখন করিয়েছে নিজের বই। সেটা কি অপরাধ? আর প্রশ্ন রইল, অন্যের করা শিকার নিজের নামে চালানোর। তখনকার আমলের অত বড় শিকারির বংশ, স্রেফ বংশ মর্যাদা রাখার জন্য সে এটা করেছিল। তবে, এর উল্টো পিঠটাও  তো দেখা প্রয়োজন। নিজের সেক্রেটারি এবং তাঁর বন্ধুকে যতসম্ভব সাহায্য করেছে আর্থিকভাবে। সম্মান-ও দিয়েছে। আর পাঁচটা সাধারণ মানুষের মতোই মহীতোষের নানান দিক রয়েছে। হ্যাঁ, এটা  ঠিক সে সাদা চরিত্রের নয়। কিছু ভুল সে করেছে, কিছুটা অন্ধকার রয়েছে, কিন্তু দায়িত্বশীলতাও আছে। এটাই চরিত্রটাকে জীবন্ত করে তোলে। আমি আজ পর্যন্ত পর্দায় এ ধরনের চরিত্রে অভিনয় করিনি। আর এই সিরিজে আমার দাদার ভূমিকায় সম্ভবত দীপঙ্কর দত্ত-কে দেখা যাবে।”

 


কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতেই উদাত্ত গলায় প্রশংসা ভেসে এল শিল্পীর তরফে – “ভীষণ শিক্ষিত, নম্র একজন মানুষ। জঙ্গল-ও ভীষণ ভালবাসে। নিজে এই সিরিজের চিত্রনাট্য শোনা এসেছিল। ওর সঙ্গে আগেও ‘চ্যাম্প’ ছবিতে কাজ করেছি, সেখানে কমলেশ্বর অভিনয় করেছিল। ভাল লেগেছিল তখনই।”    

 

সৃজিত মুখোপাধ্যায় পর এই প্রথম ফেলুদা সিরিজ পরিচালনা করবেন কমলেশ্বর। ২১ এপ্রিল থেকে উত্তরবঙ্গে সিরিজের শুটিং শুরু হওয়ার কথা।


Chiranjeet ChakrabortyFeludaRoyal Bengal Rahasya

নানান খবর

নানান খবর

শেষ হল 'দেবী চৌধুরানী'র পোস্ট প্রোডাকশনের কাজ, কবে আসছে বড়পর্দায়? কী জানালেন শুভ্রজিৎ মিত্র?

ফের 'মা'-এর চরিত্রে অরিজিতা, রহস্যময়ী হয়ে কেন ফিরলেন পুরনো মেগায়? কী জানালেন অভিনেত্রী? 

'বুলেট সরোজিনী'র জন্য শেষ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক! পথ চলা ফুরোচ্ছে কোন জুটির?

পালক অতীত, রাশাকে মন দিলেন ইব্রাহিম! কার্তিক নন, 'চন্দু' হওয়ার কথা ছিল সুশান্তের?

কোমরে ব্যথা ও মানসিক চাপের কারণে হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়! এখন কেমন আছেন পরিচালক?

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?

সোশ্যাল মিডিয়া