বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | ০৯ এপ্রিল ২০২৫ ১০ : ০০Akash Debnath
নিজস্ব সংবাদদাতা: ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া–তে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত ও প্রযোজিত ছবি ‘আমার বস’-এর স্ক্রিনিং ছিল। সেই স্ক্রিনিং শেষে গোয়া বিমানবন্দর থেকে ফিরছিলেন পরিচালক এবং অভিনেতারা। ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজারও। বিমানবন্দরেই ঘটে এমন এক ঘটনা যা দেখে রীতিমতো চমকে যান পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
শিবপ্রসাদ জানিয়েছেন, তিনি এবং রাখী গুলজার মুম্বাই ফেরার জন্য অপেক্ষা করছিলেন বিমানবন্দরে। ফ্লাইট সামান্য দেরিতে থাকায় তাঁরা একটি কফির দোকানে যান। শিবপ্রসাদ নেন দার্জিলিং চা, আর রাখী গুলজার বেছে নেন ক্যাপুচিনো।
ঠিক তখনই দোকানে এক ফুটবল ক্লাবের একজন বিদেশি খেলোয়াড় প্রবেশ করেন। খাবার কেনার পর তিনি নগদ কিছু টাকা দেন, যার মধ্যে একটি ছেঁড়া বা কিছুটা খারাপ নোট ছিল। দোকানদার সেই নোট নিতে অস্বীকার করেন। বেশিরভাগ সময় এমন পরিস্থিতিতে আশেপাশের মানুষ মুখ খোলেন না। কিন্তু এক্ষেত্রে রাখী গুলজার চুপ করে থাকেননি।
তিনি দোকানদারকে প্রশ্ন করেন, “কিউ নেহি লেঙ্গে প্যায়সা?” নিজে হাতে টাকা নিয়ে খুঁটিয়ে দেখে বলেন, “ঠিক তো হ্যাঁ, কিউ নেহি লেঙ্গে ইয়ে নোট?” দোকানদার জেদ ধরে বসেন নেবেন না, আর রাখীও জেদ ধরে বলেন, “নিতে হবেই।”
এই বিতর্কের মাঝেই সেই বিদেশি খেলোয়াড় হঠাৎ বলে ওঠেন, “What is this? This only happens in India!” অর্থাৎ “এটা কেমন ব্যাপার! এরকম শুধু ভারতেই হয়”—এই কথাটি যেন মুহূর্তে বদলে দেয় গোটা পরিস্থিতি।
রাখী গুলজারের মুখের অভিব্যক্তি পাল্টে যায়। এতক্ষন তিনি যাঁর পক্ষে কথা বলছিলেন, মুহূর্তেই তাঁর কথার বিরুদ্ধে রুখে দাঁড়ান। রাখী গর্জে ওঠেন, “তোমার সাহস কী করে হয় ইন্ডিয়া নিয়ে কথা বলার? ভারত আমার মাতৃভূমি। তোমরা এখানে খেলতে এসেছো, আগে অন্যের দেশকে সম্মান করতে শেখো।”
শিবপ্রসাদের কথায়, “রাখীদির সেই রণমূর্তি দেখে আমি তাঁকে পড়ি কি মরি করে সেখান থেকে বার করে আনতে পেরে বাঁচি।” তবে সেই মুহূর্ত তাঁর হৃদয়ে গেঁথে গিয়েছে চিরতরে। তিনি উপলব্ধি করেন—“যতই বয়স হোক, যতই নাম-ডাক হোক, নিজের দেশের প্রতি, নিজের মাতৃভূমির প্রতি যে টান, যে ভালবাসা, সেটা কখনও কমে না।”
এই ঘটনা শুধুমাত্র একজন অভিনেত্রীর দেশপ্রেম নয়, বরং একজন নাগরিকের দৃঢ় মনোভাবেরই প্রতিফলন। রাখী গুলজার যেন প্রমাণ করে দিলেন, দেশের সম্মান রক্ষার লড়াইয়ে তিনি আজও সমান সক্রিয়।
নানান খবর
নানান খবর

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?

‘লোক দেখাই না, কাজ করি’— অভিজিতের তোপের জবাবে মুখ খুলে আর কী বললেন রহমান?

গল্প জমজমাট, চরিত্র হাই-প্রোফাইল, তবু কেন উজ্জ্বল নিকমের বায়োপিক ছেড়ে দিলেন আমির খান?

সলমনের গাড়িতে বিস্ফোরণের হুমকির নেপথ্যে যুবক ধৃত! ‘লরেন্স বিষ্ণোই-স্টাইল’-এ খ্যাতি পাওয়ার চেষ্টা কেন করেছিল সে?

নববর্ষেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন রূপসা ও সায়নদীপ! ছোট্ট অগ্নিদেব-কে দেখে কী বলছে নেটপাড়া?

Exclusive: রাপ্পার ছবির পোস্টারে নেই স্রষ্টার নাম, প্রতিবাদে উত্তাল নেটপাড়া! ক্ষুব্ধ সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রাহুল

Exclusive: ‘বাংলা ক্যালেন্ডার দেখতে পারে?’ প্রবাসী বাঙালিদের বাঙালিয়ানা নিয়ে সোজাসাপ্টা মৈনাক ভৌমিক!

লরেন্স বিষ্ণোই নয়, সলমনকে খুনের হুমকি দিয়েছিল এই ব্যক্তি! পুলিশের খপ্পরে পড়ে কোন সত্যি ফাঁস করল যুবক?

রণবীর সিং-কে কেন প্রেমিক হিসেবে চাননি? অনুষ্কার সোজাসাপ্টা মন্তব্যে উত্তাল বলিপাড়া

সিঁথিতে সিঁদুর দিয়ে নববর্ষের শুভেচ্ছা তন্বীর, রাজদীপের সঙ্গে গোপনে সারলেন বিয়ে? আসল ব্যাপারটা কী?

‘নাদানিয়া’ একেবারে ভাল হয়নি, জমেনি! ইব্রাহিমের ছবি দেখে সোজাসাপ্টা শর্মিলা আর কী বললেন?