শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৮ এপ্রিল ২০২৫ ১৯ : ২২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ১৪ বল ১৫ রান ৪ উইকেট। মোট ২০ রানে ৫ উইকেট। মঙ্গল সন্ধেয় এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। একে একে ফিরলেন অজিঙ্ক রাহানে, রমনদীপ সিং, অঙ্গকৃষ রঘুবংশী এবং ভেঙ্কটেশ আইয়ার। তারমধ্যে শেষ দু'জন ছন্দে থাকা ব্যাটার। একমাত্র ভরসা ছিলেন আন্দ্রে রাসেল। কিন্তু এলেন এবং গেলেন। ৪ বল ক্রিজে ছিলেন। অবদান একটি মাত্র ছয়। দলের দরকারের দিন আবার ব্যর্থ। ২৩৯ রান তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রানে থামল নাইটদের ইনিংস। মাত্র ৪ রানে হার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত জয়ের পর ঘরের মাঠে আবার হারে ফিরল কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ারের লড়াই কাজে এল না। যখন এই দু'জন ব্যাট করছিলেন, টার্গেট ধরা ছোঁয়ার মধ্যেই ছিল। কিন্তু মাঝের ওভারে মাত্র ২০ রানে ৫ উইকেট হারানো কাল হল। শেষদিকে দাঁতে দাঁত চেপে লড়াই করেন রিঙ্কু সিং। দলকে জয়ের দোরগোড়ায় প্রায় পৌঁছে দিয়েছিলেন। আর একবার রিঙ্কু ম্যাজিকের আশা জেগেছিল। কিন্তু মাত্র ৪ রানের জন্য জয় অধরা। ১৫ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। আগের ম্যাচেও রান পেয়েছিলেন। কিন্তু তাসত্ত্বেও কেন এদিন রিঙ্কুকে আট নম্বরে নামানো হল, সেই প্রশ্ন উঠতেই পারে। আরও কয়েকটা বল পেলে হয়তো নাইটদের জিতিয়েই মাঠ ছাড়তেন। ঘরের মাঠে দ্বিতীয় হার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর লখনউ সুপার জায়ান্টস। মোট পাঁচ ম্যাচে তিনটে হার নাইটদের। অথচ শুরুটা দারুণ হয়েছিল।
পাওয়ার প্লের শেষে লখনউয়ের রান ছিল বিনা উইকেটে ৫৯। সেখানে নারিন ঝড়ে প্রথম ছয় ওভারে বিপক্ষের রানকে ছাপিয়ে যায় নাইটরা। ষষ্ঠ ওভারে আবেশ খানকে দুটো চোখ ধাঁধানো ছক্কা হাঁকান রাহানে। পরের বলে নিখুঁত ড্রাইভ। পাওয়ার প্লের শেষে ১ উইকেট হারিয়ে ৯০ রান কেকেআরের। শুরুটা করেন সুনীল নারিন। দ্বিতীয় ওভারে ১৫ রান নেন। কিন্তু পাওয়ার প্লে শেষ হতেই বিপজ্জনক পার্টনারশিপ ভাঙেন দিগভেশ রাঠি। বড় শট মারতে গিয়ে মার্করামের হাতে ধরা পড়েন নারিন। ১৩ বলে ৩০ রানে আউট হন। সপ্তম ওভারে ১০০ রানে পৌঁছে যায় কেকেআর। বাঁ হাতি ওপেনার আউট হলেও রানের গতি বজায় রাখেন অজিঙ্ক রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার। নাইট অধিনায়ক এবং ডেপুটি মিলে লখনউয়ের বোলিংয়ের তুলোধোনা করেন।
আরসিবি ম্যাচের পর দ্বিতীয় অর্ধশতরান রাহানের। ২৬ বলে ৫০ রান সম্পূর্ণ করেন। ইনিংসের শুরু থেকেই আগাগোড়া আগ্রাসী ক্রিকেট খেলে নাইটরা। হায়দরাবাদ ম্যাচে যেখানে শেষ করেছিলেন, এদিন সেখান থেকেই শুরু করেন ভেঙ্কটেশ আইয়ার। তবে রাহানে ফিরতে নাইটদের রানের গতি কিছুটা কমে। ৩৫ বলে ৬১ রান করেন কেকেআরের অধিনায়ক। অঙ্গকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং থাকতেও কেন রমনদীপ সিংকে পাঁচে নামানো হল, বোঝা যায়নি। দু'জনই আগের ম্যাচে রান পান। কেকেআরের ফাটকা কাজে লাগেনি। মাত্র ২ বল ক্রিজে ছিলেন রমনদীপ। রান পাননি ছন্দে থাকা অঙ্গকৃষও। মাঝে কয়েকটা উইকেট হারানোয় চাপে পড়ে যায় কেকেআর। ভেঙ্কটেশ যতক্ষণ ছিলেন, আশা ছিল। বিশেষ করে আগের দিন যে ফর্মে ছিলেন। কিন্তু ২৯ বলে ৪৫ রান করে আউট হন। ১৪ বলে ১৫ রানে ৪ উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
টসে জিতে লখনউকে ব্যাট করতে পাঠান রাহানে। শুরুটা দারুণ করে সঞ্জীব গোয়েঙ্কার দল। ইডেনের স্পোর্টিং পিচের ফায়দা তুলে বড় রানের মঞ্চ তৈরি করে দেন আইডেন মার্করাম এবং মিচেল মার্শ। ওপেনিং জুটিতে ৯৯ রান যোগ করে এই জুটি। বোলাররা পিচ থেকে সাহায্য পায়নি। পুরোপুরি ব্যাটিং উইকেট। একটুর জন্য অর্ধশতরান হাতছাড়া করেন মার্করাম। ২৮ বলে ৪৭ রান করে আউট হন। তবে কোনওরকম ভুলচুক করেননি মার্শ। আগ্রাসী মেজাজে নিজের অর্ধশতরান পূরণ করেন। ৫টি ছয়, ৬টি চারের সাহায্য ৪৮ বলে ৮১ রান করে আউট হন। টপ থ্রির দাপটে রানের পাহাড়ে পৌঁছে যায় লখনউ। ক্রিজে নামার পর থেকেই রানের গতি কমতে দেননি নিকোলাস পুরান। বরং প্রথম বল থেকেই রুদ্রমূর্তি ধারণ করেন। ২১ বলে পৌঁছে যান অর্ধশতরানে। হাঁকান ছক্কার পর ছক্কা। চলতি আইপিএলে দ্বিতীয়বার আটটি ছয় মারেন ক্যারিবিয়ান তারকা। মাঠের চারিদিকে বড় শট খেলেন। আন্দ্রে রাসেলের এল ওভারে ২৪ রান তোলেন। শেষপর্যন্ত ৩৬ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা ক্যারিবিয়ান তারকা। নির্ধারিত ওভারের শেষে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে লখনউ। হর্ষিত রানা জোড়া উইকেট নিলেও প্রচুর রান দেন। এদিন ব্যাট হাতে নামতে হয়নি ঋষভ পন্থকে। কেকেআর হারলেও, জিতলেন কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা।
নানান খবর
নানান খবর

'ভাল পারফর্মার চেয়েছিলাম, বড় নাম নয়,' নিজের করা মন্তব্যকে ভুয়ো খবর বলে ওড়ালেন প্রীতি

হোম কামিং! কেকেআরে ফিরলেন জাতীয় দলে 'ব্রাত্য' অভিষেক নায়ার

কবে দলের সঙ্গে যোগ দেবেন রাবাডা? বড় আপডেট দিলেন গুজরাট অধিনায়ক

আইপিএলে দশ বছর, হার্দিককে বিশেষ সম্মান জানাল মুম্বই

ঘরের মাঠে লজ্জার রেকর্ড কোহলিদের, দিল্লিকে ছাপিয়ে গেল বেঙ্গালুরু

রাজস্থানের ড্রেসিংরুমের সমস্যা, সঞ্জুর সঙ্গে ঝামেলার প্রসঙ্গ উড়িয়ে দিলেন দ্রাবিড়

৬ ম্যাচে মাত্র ৪১ রান! পাঞ্জাবের চার কোটির তারকাকে হুঁশিয়ারি প্রাক্তনীর

চাহালের উত্তরে ডগমগ প্রীতি, কী বললেন তারকা স্পিনার?

ইতিহাসের হাতছানি কোহলির সামনে, রোহিতকে টপকে ঢুকে পড়তে পারেন এলিট তালিকায়

গুরজাপনীতের পরিবর্ত ঘোষণা, কাকে নিল চেন্নাই?

অটোগ্রাফ চাওয়ার জন্য ফ্যানকে ধমক, এ কী করলেন ধোনি?

একই অঙ্গে এ কোন রূপ? ওয়াংখেড়েতে একেবারে অচেনা হেড, কী এমন ওষুধ দিল মুম্বই?

বর্ডার-গাভাসকর ট্রফির শত্রুতা ভুলে গল্প মাতলেন যশস্বী-স্টার্ক, ভাইরাল ভিডিও

জরিমানার তালিকা বাড়ছেই, এবার বড়সড় শাস্তির মুখে পড়তে হল দিল্লি ক্যাপিটালসের এই তারকাকে, কী করেছিলেন জানেন?

কোনও গডফাদার নেই, আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে কীভাবে প্রচারে 'নোটবুক' সেলিব্রেশনের নায়ক?