বৃহস্পতিবার ১৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ০৮ এপ্রিল ২০২৫ ১৫ : ৪১Rahul Majumder
নিজস্ব সংবাদদাতা: রবিবার থেকেই সরগরম টলিপাড়া। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ছয় জনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টো ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে। জখমদের মধ্যে একজনের পরে মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে। গ্রেফতার করা হয়েছে সিদ্ধান্তকে। সোমবার আলিপুর কোর্টে দুপুর আড়াইটে নাগাদ পেশ করা হয় ভিক্টোকে। আদালতের নির্দেশ, আগামী তিন দিন সেন্ট্রাল লকআপে থাকতে হবে তাঁকে। খবরে, ১০ এপ্রিল আবার তাঁকে আদালতে পেশ করা হবে।
জানা গিয়েছে, রবিবার ভোর পর্যন্ত অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋ সেনগুপ্ত, স্যান্ডি সাহা এবং কার্যকরী প্রযোজক শ্রিয়া বসুকে নিয়ে পার্টি করেন অভিযুক্ত পরিচালক। শনিবার রাত থেকেই শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী ঋ সেন, কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু, অভিনেতা-ইউটিউবার স্যান্ডি সাহা। এরপর সবাই মিলে আরিয়ানের বাড়িতে হাজির হন। তারপর ফেরার পথেই ওই গাড়ি দুর্ঘটনা। দুর্ঘটনার সময় গাড়ির মধ্যে ছিলেন পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক ) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেন (ঋ)। তবে তখন ওই গাড়িতে আরিয়ান এবং স্যান্ডি ছিলেন না। টেলিপাড়ার একাংশ থেকে নেটিজেনদের অধিকাংশ এই ঘটনার প্রেক্ষিতে ক্ষোভ উগরে দিয়েছেন সমাজমাধ্যমের পাতায়। ওই পথ দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন স্যান্ডি।
আজকাল ডট ইন-কে স্যান্ডি বললেন ,“শনিবার রাতে দক্ষিণ কলকাতার পানশালায় পার্টি করতে গিয়েছিলাম। আমি যে ধারাবাহিকে কাজ করছি, তার বহু কলাকুশলীরা ছিলেন। জমিয়ে পার্টি করার পর আমি সহ-অভিনেতা আরিয়ান ভৌমিকের বাড়িতে চলে গিয়েছিলাম। যখন এই গাড়িচাপা...দুর্ঘটনাটি ঘটে আমি এবং আরিয়ান ছিলাম না গাড়িতে। বিশ্বাস করুন, সত্যিই ছিলাম না । কেন তাহলে ভুয়ো খবর ছড়াচ্ছে যে আমি এবং আরিয়ান ঘটনাস্থলে ছিলাম? আমার অনুরোধ, সঠিক তথ্য না জেনে এরকম গুজব ছড়াবেন না। আরও একটা কথা বলি, যখন এই গাড়ি দুর্ঘটনা ঘটে তখন আমি আর আরিয়ান ধারাবাহিকের শুটিং করছিলাম। শুটিংয়ের ফাঁকে বিরতিতে দেখি আমার ফোনে ঋ'দির পাঁচটা মিসড কল। আমি যথারীতি পাল্টা ফোন করি। কেউ তোলেনি। এরপর আমাকে শ্রিয়া বসুর মা ফোন করেন। শ্রিয়াদি গাড়ি দুর্ঘটনার সময় ছিলেন ওখানে। ওঁর থেকেই বিষয়টি জানতে পারি। এরপর থেকে সমাজমাধ্যমে সেই দুর্ঘটনার ভাইরাল ভিডিও দেখে বিষয়টি বুঝতে পারি।"
“আর একটা কথা। মদ্যপান করে গাড়ি চালানো একেবারেই উচিত নয়। যখন মদ্যপান করব, বুঝতে পারছি নেশাগ্রস্থ হয়ে পড়ছি তখন কেন গাড়ি চালাব? তাতে তো ক্ষতির সম্ভাবনা থাকে প্রচুর! কখনওই মদ্যপ অবস্থায় গাড়ি চালানো সমর্থন করি না। আর ভিক্টোদাকে সবাই গাড়ি চালাতে বারণ করেছিলেন...তবে ভিক্টোদার আরও দায়িত্বপ্রবণ হওয়া উচিত ছিল। আমিও বলেছিলাম আগে। তবে আমার কথা, বারণ কিছুই শোনেনি ও।”
নানান খবর
নানান খবর

‘লোক দেখাই না, কাজ করি’— অভিজিতের তোপের জবাবে মুখ খুলে আর কী বললেন রহমান?

গল্প জমজমাট, চরিত্র হাই-প্রোফাইল, তবু কেন উজ্জ্বল নিকমের বায়োপিক ছেড়ে দিলেন আমির খান?

সলমনের গাড়িতে বিস্ফোরণের হুমকির নেপথ্যে যুবক ধৃত! ‘লরেন্স বিষ্ণোই-স্টাইল’-এ খ্যাতি পাওয়ার চেষ্টা কেন করেছিল সে?

নববর্ষেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন রূপসা ও সায়নদীপ! ছোট্ট অগ্নিদেব-কে দেখে কী বলছে নেটপাড়া?

Exclusive: রাপ্পার ছবির পোস্টারে নেই স্রষ্টার নাম, প্রতিবাদে উত্তাল নেটপাড়া! ক্ষুব্ধ সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রাহুল

Exclusive: ‘বাংলা ক্যালেন্ডার দেখতে পারে?’ প্রবাসী বাঙালিদের বাঙালিয়ানা নিয়ে সোজাসাপ্টা মৈনাক ভৌমিক!

লরেন্স বিষ্ণোই নয়, সলমনকে খুনের হুমকি দিয়েছিল এই ব্যক্তি! পুলিশের খপ্পরে পড়ে কোন সত্যি ফাঁস করল যুবক?

রণবীর সিং-কে কেন প্রেমিক হিসেবে চাননি? অনুষ্কার সোজাসাপ্টা মন্তব্যে উত্তাল বলিপাড়া

সিঁথিতে সিঁদুর দিয়ে নববর্ষের শুভেচ্ছা তন্বীর, রাজদীপের সঙ্গে গোপনে সারলেন বিয়ে? আসল ব্যাপারটা কী?

‘নাদানিয়া’ একেবারে ভাল হয়নি, জমেনি! ইব্রাহিমের ছবি দেখে সোজাসাপ্টা শর্মিলা আর কী বললেন?

বলিউডে অভিষেক হচ্ছে অজয়-কাজলের মেয়ের! অভিনয়ে কবে যাত্রা শুরু করবেন নিসা?

স্মৃতির ফ্রেমে হাতে লেখা চিঠি — মন কেমন করা দিনগুলোয় ফেরার ডাক অনির্বাণ, দেবলীনা, তথাগতর

বউ নয়, কাকে বাঁচাতে অ্যাকশন অবতারে 'এভি'! কোন নতুন মোড় আসছে 'কথা'র জীবনে?

ঘুম থেকে তুলে মধুর ভাণ্ডারকরকে চূড়ান্ত গালিগালাজ মহেশ ভাটের, কারণ শুনলে চোখ কপালে তুলবেন!

পর্দায় 'উমরাও জান' হবেন তমান্না! কবে শুরু হবে নায়িকার নতুন যাত্রা?