শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | আরও তীব্র শুল্ক সঙ্ঘাত! ছাড়বার পাত্র নয় বেজিং, এবার ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ চিনের

RD | ০৮ এপ্রিল ২০২৫ ১৩ : ৪২Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: সোমবারই চিনা পণ্যের উপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন হুঁশিয়ারিকে "শুল্ক ব্ল্যাকমেইল" বলে দেগে দিয়েছে বেজিং। চিনের চ্যালেঞ্জ তারা এতে ভীত নয়, উল্টে বেজিং শেষ দেখার কথা বলে সুর চড়িয়েছে। আমেরিকা ভিত্তিহীন কারণে চিনা পণ্যে শুল্ক আরোপ করেছে বলে দাবি করা হয়েছে।

ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের বিরুদ্ধে চিনও মার্কিন পণ্যের উপর ৩৪ শতাংশ শুল্র আরোপ করেছিল। এরপর চিনকে মার্কিন আমদানির উপর ৩৪ শতাংশ পারস্পরিক শুল্ক ঘোষণা বাতিল করার জন্য একদিন সময় দিয়েছিলেন ট্রাম্প। বলেছেন যে, সময়সীমা পূরণ না হলে ৯ এপ্রিল থেকে অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে।

ট্রাম্পের এই হুমকির জবাবে চিন জানিয়েছে যে, তারা নিজস্ব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য দৃঢ়ভাবে পাল্টা ব্যবস্থা নেবে। "চিনের বিরুদ্ধে শুল্ক বৃদ্ধির জন্য মার্কিন পক্ষের হুমকি ভুলের উপরে আরও একটি ভুল, যা আবারও আমেরিকান পক্ষের ব্ল্যাকমেইলিং চরিত্রকে খোলসা করে দিল। যদি আমেরিকা এই শুল্ক বলবৎ করতে অনড় থাকে, তাহলে চিন শেষ পর্যন্ত লড়াই চালাবে।" 

চিন-আমেরিকার এই শুল্ক যুদ্ধের মধ্যেই বিশ্ব বাণিজ্য যুদ্ধ চরমে পৌঁছনোর আশঙ্কা মাথাচাড় দিয়েছে। 

ট্রাম্প ট্রুথসোশ্যালে পোস্ট করেন যে, চিন ইতিমধ্যেই তাদের উচ্চ শুল্কের উপরে অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। তিনি চিনকে অবৈধ ভর্তুকি এবং মুদ্রা কারসাজির মতো অন্যায্য বাণিজ্য অনুশীলনের জন্য দায়ী করেন। আরও সতর্ক করে তিনি বলেন যে, যদি কোনও দেশ নতুন শুল্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাল্টা আঘাত করে, তবে সে আগের চেয়েও বেশি শুল্ক চাপিয়ে বদলা নেবে। প্রেসিডেন্ট ট্রাম্প চিনের পদক্ষেপের পরিণতি সম্পর্কে আরও জোর দিয়ে বলেছেন, "চিনের সঙ্গে সব ধরণের আলোচনা বাতিল করা হচ্ছে। অন্যান্য দেশ, যারা শুল্ক বৈঠকের অনুরোধ করেছে, তাদের সঙ্গে আলোচনা অবিলম্বে শুরু হবে।"

ট্রাম্পের বাড়তি শুল্ক ঘোষণার পর, চিনা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রকাশনা, গ্লোবাল টাইমস, বিশ্বব্যাপী বাণিজ্য অংশীদারদের উপর মার্কিন সরকারের সর্বশেষ শুল্ক বৃদ্ধির নিন্দা জানিয়েছে। এটিকে ক্ষমতার অপব্যবহার এবং পারস্পরিক আচরণ হিসাবে ছদ্মবেশে অর্থনৈতিক ব্ল্যাকমেইলের একটি রূপ বলে অভিহিত করেছে। মার্কিন পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম লঙ্ঘন করে এবং বিশ্ব অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষতি করে বলে জোর দিয়ে গ্লোবাল টাইমস জানিয়েছে যে চিন দৃঢ় পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে, তার সার্বভৌমত্ব রক্ষা এবং ন্যায্যতা বজায় রাখার দৃঢ় সংকল্পের উপর জোর দিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প ২রা এপ্রিল ভারত-সহ বাণিজ্যিক অংশীদারদের উপর "ছাড়" পারস্পরিক শুল্ক ঘোষণা করেছেন, ভারতীয় পণ্য আমদানিতে ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

অন্যদিকে, চিন ঘোষণা করেছে যে তারা ১০ই এপ্রিল থেকে সমস্ত মার্কিন পণ্যের উপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করবে।

এদিকে মার্কিন-চিন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, মার্কিন স্টকগুলির পতন অব্যাহত। S&P 500-র শেয়ারদর গত ফেব্রুয়ারির তুলনায় ২০ শতাংশ কমেছে।ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজও কমেছে, এখন এটি তার সর্বোচ্চ স্তরের ১৭ শতাংশেও বেশি নীচে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ব্যাপক শুল্কের ফলে সম্ভাব্য মন্দার আশঙ্কা বিশ্ববাজারে তীব্র আকার ধারণ করায়, Nasdaq ইতিমধ্যেই আগের সপ্তাহের তুলনায় নিম্নমুখী।

চিনা স্টকগুলিতেও একই প্রবণতা দেখা গিয়েছে। হ্যাং সেং টেক সূচক HSTECH এক মাসে ২৭ শতাংশ কমেছে এবং ডিপসিক-অনুপ্রাণিত র‍্যালির আগের বছরের শুরুর দিকেই রয়েছে। ইউয়ান CNY=CFXS জানুয়ারির পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছে এবং বন্ডগুলি তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে।


ChinaAmericaUS China Tariff War

নানান খবর

নানান খবর

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প

ইউক্রেনে ভারতীয় সংস্থার গুদামে হামলা, অভিযোগ উড়িয়ে দিল মস্কো

খাবারের মেনু বদলালেও বদলায়নি সংস্কৃতি, বৈশাখী আনন্দে মেতে প্রবাসীরাও

বুলেট ট্রেনের সামনের অংশ সর্বদা পাখির ঠোঁটের মতো ছুঁচলো আকৃতির হয়, কারণ জানেন?

এই দেশে নেই কোনও হাসপাতাল, জন্মগ্রহণ করে না কোনও শিশু! জানলে অবাক হবেন...

মানুষ নয়, শুক্রাণুদের দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে এবার! সারা বিশ্বে এই প্রথম

সোশ্যাল মিডিয়া