মঙ্গলবার ০৮ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | মালাপ্পুরম 'ভিন্ন দেশ', মুসলিম অধ্যুষিত জেলাকে চাঁচাছোলা নিশানা কেরলের রাজনীতিকের, তুঙ্গে বিতর্ক

RD | ০৭ এপ্রিল ২০২৫ ১৬ : ২৯Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: কেরলের মুসলিম অধ্যুষিত মালাপ্পুরম জেলাকে ‘পৃথক দেশ’ বলে কটাক্ষ করলেন স্থানীয় রাজনীতিবিদ তথা সমাজসেবী সংস্থার নেতা ভেল্লাপ্পালি নাটেসন। তাঁর এহেন মন্তব্যকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে। বিশেষ সম্প্রদায়কে চিহ্নিত করে এই ধরনের মন্তব্যের বিরোধিতা করে সরব অনেকে।

শুক্রবার জেলার চুঙ্গাথারা অঞ্চলে এক সমাবেশে বক্তব্য রাখেন শ্রীনারায়ণ ধর্ম পারিপালানা তথা এসএনডিপির সাধারণ সম্পাদক ভেল্লাপ্পালি নাটেসন। সেখানেই তিনি বলেন. "আমি মনে করি না যে আপনি প্রাণ খুলে নিঃশ্বাস নিয়ে মালাপ্পুরমে বসবাস করতে পারেন। আমার মনে হয় না আপনি স্বাধীন মতামত প্রকাশ করে বেঁচে থাকতে পারেন। মালাপ্পুরম একটি ভিন্ন দেশ। এটা অন্য মানুষদের দেশ।" তিনি প্রশ্ন তোলেন, স্বাধীনতার পর দশকের পর দশক ধরে অনগ্রসর সম্প্রদায়গুলি কি উপকৃত হয়েছে?

২০১১ সালের জনগণনা অনুযায়ী, মালাপ্পুরমের জনসংখ্যা ৪১ লক্ষ। যার মধ্যে মুসলিম জনসংখ্যা ৭০ শতাংশ। ২৭.৬ শতাংশ হিন্দু। সমাজসেবী সংস্থা এসএনডিপি কাজ করে রাজ্যের এজহাভা সম্প্রদায়ের জন্য। এই সম্প্রদায়ই কেরলের সর্ববৃহৎ হিন্দু সম্প্রদায়। রাজ্যের মোট জনসংখ্যার ২৩ শতাংশই এই সম্প্রদায়ের। এই গোষ্ঠীর হয়ে কথা বলার সময়ই মুসলিমদের কটাক্ষ করেছেন বলে অভিযোগ উঠেছে ভেল্লাপ্পাল্লির বিরুদ্ধে।

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) নাটেসনের মন্তব্যের নিন্দা করেছে। দলের সভাপতি সৈয়দ সাদিক আলী শিহাব থাঙ্গাল তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, "যখন কেউ মালাপ্পুরম জেলার সমালোচনা করেন, তখন তাঁরা কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সমালোচনা করেন না। আপনি কিংবদন্তি লেখক এবং শিল্পীদের জেলার সমালোচনা করছেন। এই অঞ্চলে রয়েছে অনেক ঐতিহাসিক মন্দির। এটি সকলের জেলা। কেবল একটি সম্প্রদায়ের নয়।"

তীব্র সমালোচনা সত্ত্বেও, নাটেসন নিজের মন্তব্যে অটল। বলেছেন, "আমি একটি শব্দও প্রত্যাহার করব না।" তিনি সাংবাদিকদের বলেন, তাঁর মন্তব্য মুসলিম-বিরোধী নয়। নাটেসেনের কথায়, "আমি মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কি বলেছি? আমার সাম্প্রতিক বক্তৃতায়, আমি কেবল বলেছি যে, মালাপ্পুরমে কোনও সামাজিক ন্যায়বিচার নেই। আর এটাই সত্য।"  

নিজের অবস্থান আরও স্পষ্ট করে, নাটেসন কিছু আইইউএমএল নেতাকে তাঁর মন্তব্য ভুলভাবে উপস্থাপন করার চেষ্টার অভিযোগ করেছেন। বলেছেন, "কেউ কেউ আমাকে মুসলিম-বিরোধী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। কিন্তু আমি কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নই। আমি কোনও ঘৃণ্য মন্তব্য করিনি।" 

নাটেসন অভিযোগ করেন যে, মালাপ্পুরমের পিছিয়ে পড়া সম্প্রদায়ের সদস্যদের সামাজিক, রাজনৈতিক, শিক্ষাগত এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। বলেন, "আমাদের সম্প্রদায়ের মালাপ্পুরমে একটিও শ্মশানও নেই। তারা সেখানে দাসের মতো জীবনযাপন করছেন।" ধর্মনিরপেক্ষতার প্রতি আইইউএমএলের অঙ্গীকারকে চ্যালেঞ্জ করে তিনি প্রশ্ন তোলেন যে, "কেন আইইউএমএল জেলায় কখনও একজন অমুসলিম প্রার্থীকেও দাঁড় করায়নি? এমনকি পঞ্চায়েত স্তরেও। তিনি দলটিকে ছদ্ম-ধর্মনিরপেক্ষ" বলে কটাক্ষ করেছেন।


KeralaMalappuramVellappally Natesan

নানান খবর

নানান খবর

ছয় দশক পর গুজরাটে বসছে কংগ্রেসের দু'‌দিনের অধিবেশন, বড় সিদ্ধান্তের ঘোষণা?

নবরাত্রীর সময় নিরামিষের বদলে এল আমিষ বিরিয়ানি! তারপর যা হল...

মাথার দাম ছিল সাড়ে চার লক্ষ, সেই তিন কমান্ডার-সহ দান্তেওয়াড়ার ২৬ মাওবাদীর আত্মসমর্পণ

মানবিকতার 'উপহার', কুনোর তৃষ্ণার্ত চিতা-শাবকদের জল খাওয়ানোই চাকরি গেল গাড়ি চালকের

ত্রিপুরায় উদ্ধার বাংলাদেশী ড্রোন

ক্যাব চালকের কেরামতিতেই সন্তানের জন্ম দিলেন মহিলা

আরএসএস সংক্রান্ত প্রশ্নে বিতর্ক, মীরাটের অধ্যাপিকা আজীবনের জন্য বরখাস্ত 

গাড়িচালককে কুর্নিশ! জল খাওয়াচ্ছেন মা চিতা ও তাঁর সন্তানদের, ভিডিও ভাইরাল হতেই চরম পরিণতি

ভারতে পড়তে এসে নেটমাধ্যমে হাসির পাত্র পড়ুয়া এনআরআই পড়ুয়া, কারণ জানলে অবাক হবেন

'চিঠি লিখলেও কেউ তামিলে সই করেন না', তামিলনাড়ুতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে তোপ মোদির

কেন্দ্রের নজিরবিহীন ছাড়পত্র, একই বিমানবন্দর থেকে উড়বে সামরিক ও অসামরিক বিমান

কা-কা ডাক নয়, অবিকল মানুষের মতো কথা বলে কাক, কীর্তি দেখে চমকে উঠলেন স্থানীয়রা

ক্রিকেট খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, ২১ বছরের তরুণের মর্মান্তিক পরিণতি, আঁতকে উঠলেন সকলে

মায়ের চুলের মুঠি ধরে মারধর, স্ত্রীর কীর্তি ফাঁস করে স্বামী বললেন, 'মুসকানের মতো মেরে ফেলবে আমাদের'

আগামিকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া