সোমবার ০৭ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০৬ এপ্রিল ২০২৫ ১৩ : ৩৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: সময়ের মধ্যে অফিসের বেঁধে দেওয়া লক্ষ্যপূরণে ব্যর্থ কর্মী। শাস্তি হিসাবে চরম অমানবিকাতার নিদর্শন কেরলের এক মার্কেটিং সংস্থায়। ব্যর্থ কর্মীদের গলায় দড়ি বেঁধে দিয়ে কুকুরের মতো করে হামাগুড়ি দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এমনকি কয়েক জনকে জামাকাপড় খুলতেও বাধ্য করা হয়েছে। এইসব ঘটনার ভিডিও (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন) ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যা নিয়ে তুমুল শোরগোল পড়েছে। কেরলের শ্রমমন্ত্রী ভি সিবনকুট্টি তড়িঘড়ি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
ভাইরাল ভিডিও-র একটিতে দেখা যাচ্ছে, ওই মার্কেটিং সংস্থার কর্মীদের গলায় বেল্ট বেঁধে দিয়ে হাঁটু গেড়ে বসিয়ে হামাগুড়ি দেওয়ানো হচ্ছে। ওই বেল্ট ধরে রেখেছেন অন্য একজন। অন্যটিতে দেখা যাচ্ছে, এক কর্মী সকলের সামনেই প্যান্ট খুলছেন। এই ঘটনার নেপথ্যে কেরলের কালুরে অবস্থিত ওই মার্কেটিং সংস্থার প্রাক্তন ম্যানেজারকে দায়ী করেছেন নির্যাতিতরা।
এমন অত্যাচারের ঘটনা সামনে আসতেই কেরলের শ্রমমন্ত্রী ভি সিবনকুট্টি তদন্তের নির্দেশ দিয়েছেন। জেলা শ্রম অফিসারকে তিনি এই বিষয়ে রিপোর্ট তাঁর টেবিলে জমা দিতে বলেছেন। এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কেউ অভিযোগ দায়ের না করলেও পুলিশও হস্তক্ষেপ করেছে। ওই বেসরকারি মার্কেটিং সংস্থার কর্মচারীদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। পুলিশের দাবি, ভাইরাল ভিডিও চার মাস আগের। সে সময়ে সংস্থার তৎকালীন ম্যানেজার এই ভিডিয়োটি তুলেছিলেন। পেরুম্বাভুরে অপরাধটি ঘটানো হয় বলে জানানো হয়েছে।
পুলিশ তদন্তে নেমেই ওই সংস্থার নির্য়াতিত কর্মীদের বয়ান রেকর্ড করেছে। তাঁরাও প্রাক্তন ম্যানেজারকেই কাঠগড়ায় তুলেছেন। তবে, ভাইরাল ভিডিও-তে যে ব্যক্তিকে হয়রানি ও নির্যাতনের শিকার হতে দেখা গিয়েছে, তিনি পরে সংবাদ মাধ্যমকে বলেন যে, ফুটেজে যা দেখানো হয়েছে তা ঠিক নয়। মার্কেটিং সংস্থার কাউকেই কর্মক্ষেত্রে হয়রানি করা হয়নি। ওই কর্মী বলেছেন, "আমি এখনও ওই সংস্থায় কাজ করছি। এই দৃশ্যগুলি কয়েক মাস আগের। তখন প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে য়িনি কর্মরত ছিলেন তিনিই এগুলো জোর করে তুলেছিলেন। পরে তাঁকে ম্যানজারের দায়িত্বব থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। এখন তিনি ওই ভিডিও ব্যবহার করে সংস্থার মালিককে কলঙ্কিত করছেন।"
এই কর্মী পুলিশ এবং শ্রম বিভাগেরআধিকারিকদের কাছেও একই বক্তব্য দিয়েছেন বলে জানা গিয়েছে।
A video has surfaced which shows underperforming employees of a private marketing firm in Kerala's Kochi being subjected to inhuman treatment, including making them walk on their knees like chained dogs for not meeting their targets. #Kerela #Kochi #MarketingFirm pic.twitter.com/z7QpZiXU7s
— Priyathosh Agnihamsa (@priyathosh6447) April 6, 2025
রাজ্যের শ্রমমন্ত্রী ভি সিবানকুট্টি এই ভাইরকাল ভিডিওগুলিকে "মর্মান্তিক এবং বিরক্তিকর" বলে অভিহিত করেছেন। জানান যে, কেরলের মতো রাজ্যে এটি কোনওবাবেই বরদাস্ত করা হবে না। মন্ত্রী বলেছেন, "আমি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি এবং জেলা শ্রম আধিকারিককে তদন্তের পর ঘটনা সম্পর্কিত একটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি।"
হাইকোর্টের আইনজীবী কুলাথুর জয়সিংহের অভিযোগের ভিত্তিতে রাজ্য মানবাধিকার কমিশন এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। এদিকে, কেরলের রাজ্য যুব কমিশনও হস্তক্ষেপ করেছে এবং এই ঘটনায় স্বতন্ত্রবাবে একটি মামলা দায়ের করেছে। প্যানেল জেলা পুলিশ প্রধানকে এই বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এক বিবৃতিতে, কমিশনের চেয়ারম্যান এম শাজার বলেছেন যে, এই ধরণের আচরণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত যা একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজে অগ্রহণযোগ্য।
নানান খবর
নানান খবর

ফাঁকা গলিতে হঠাৎ টেনে ধরল হাত, বান্ধবীর চোখের সামনে তরুণীর শ্লীলতাহানি, বেঙ্গালুরুতে ভয়ঙ্কর কাণ্ড

দিল্লির রাস্তায় রক্তস্রোত, প্রেমিক যুগলের কীর্তিতে চক্ষু চড়কগাছ পথচারীদের, ছুটে এল পুলিশ

৩০ সেকেন্ডে ২৯৩ কোটি হাওয়া! টাটা মোটরসের শেয়ারে কী এমন হল যে কোটিপতি ঝুনঝুনওয়ালাও কাঁপলেন?

ভারতীয় শেয়ারবাজারে ভয়াবহ বিপর্যয়, কয়েক মিনিটেই কর্পূরের মতো 'উধাও' ১৯ লক্ষ কোটি টাকা!

মণিপুরে ওয়াকফ আইন নিয়ে বিবাদের জেরে মণিপুরে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতির বাড়ি আগুন

ক্যাব চালকের কেরামতিতেই সন্তানের জন্ম দিলেন মহিলা

আরএসএস সংক্রান্ত প্রশ্নে বিতর্ক, মীরাটের অধ্যাপিকা আজীবনের জন্য বরখাস্ত

গাড়িচালককে কুর্নিশ! জল খাওয়াচ্ছেন মা চিতা ও তাঁর সন্তানদের, ভিডিও ভাইরাল হতেই চরম পরিণতি

ভারতে পড়তে এসে নেটমাধ্যমে হাসির পাত্র পড়ুয়া এনআরআই পড়ুয়া, কারণ জানলে অবাক হবেন

'চিঠি লিখলেও কেউ তামিলে সই করেন না', তামিলনাড়ুতে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে তোপ মোদির

কেন্দ্রের নজিরবিহীন ছাড়পত্র, একই বিমানবন্দর থেকে উড়বে সামরিক ও অসামরিক বিমান

কা-কা ডাক নয়, অবিকল মানুষের মতো কথা বলে কাক, কীর্তি দেখে চমকে উঠলেন স্থানীয়রা

ক্রিকেট খেলতে খেলতে লুটিয়ে পড়লেন মাটিতে, ২১ বছরের তরুণের মর্মান্তিক পরিণতি, আঁতকে উঠলেন সকলে

মায়ের চুলের মুঠি ধরে মারধর, স্ত্রীর কীর্তি ফাঁস করে স্বামী বললেন, 'মুসকানের মতো মেরে ফেলবে আমাদের'

আগামিকাল শেষ সিপিএম-এর পার্টি কংগ্রেস, নতুন সাধারণ সম্পাদক নির্বাচন ঘিরে জল্পনা তুঙ্গে