শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ০৩ এপ্রিল ২০২৫ ২১ : ১৪Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এভাবেও ফিরে আসা যায়। ওয়াংখেড়েতে ব্যাটিং ব্যর্থতার পর ইডেনে দুশো। চার, ছয়ের বন্যা। শেষ পাঁচ ওভারে রিঙ্কু-ভেঙ্কটেশ ঝড়। খড়কুটোর মতো উড়ে গেল সানরাইজার্স। বল পড়লেই চার, ছয়। ১৯তম ওভারে প্যাট কামিন্সকে পিটিয়ে ছাতু করলেন ভেঙ্কটেশ। ২৫ বলে ৫০। হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক অর্ধশতরান। শেষমেষ ২৯ বলে ৬০ রান করে আউট হন আইয়ার। ইনিংসে ছিল ৩টি ছয়, ৭টি চার। নির্ধারিত ওভারের শেষে ৬ উইকেটের বিনিময়ে ২০০ রানে শেষ করে কেকেআর। শুরুতে জোড়া উইকেট হারিয়েও বড় রান কলকাতা নাইট রাইডার্সের। ইডেনের নৈশালোকের আলোয় এই রান তাড়া করে জেতা সহজ হবে না সানরাইজার্স হায়দরাবাদের। শুরুটা করেন রাহানে-রঘুবংশী। শেষটা ভেঙ্কটেশের। মেগা নিলামে বিশাল অঙ্কে তাঁকে কেকেআরে ফেরানোর পুরস্কার দিলেন আইয়ার। পাঁচ নম্বরে নেমে দুর্দান্ত ইনিংস। শেষ পাঁচ ওভারে ৭৮ রান যোগ করে।
গত দু'দিন পিচ নিয়ে বহু চর্চা হয়েছে। টার্নিং উইকেট চেয়েছিল কেকেআর। নাইটদের তিন স্পিনার নিয়ে খেলা দেখে মনে হয়েছিল, পিচ থেকে সাহায্য পাবে স্পিনাররা। কিন্তু প্রথম ইনিংসে তেমন কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। এক উইকেট পেলেও প্রচুর রান দেন জিশান আনসারী। অবশ্য আরও একটি উইকেট পেতে পারতেন। কিন্তু পরের বলেই রঘুবংশীর ক্যাচ ফেলেন নীতিশ রেড্ডি। তবে তার খেসারত দিতে হয়নি। বাড়তি সাত রান যোগ করেন তরুণ ব্যাটার। ৩০ বলে ৫০ রান সম্পূর্ণ করেন রঘুবংশী। আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান। তাও আবার গুরুত্বপূর্ণ সময়।
১৬ রানে জোড়া উইকেট হারানোর পর নেমেছিলেন। এদিনও ব্যর্থ কুইন্টন ডি কক (১) এবং সুনীল নারিন (৭)। তৃতীয় উইকেটে অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বেঁধে ৮১ রান যোগ করেন অঙ্গকৃষ। নাইটদের ম্যাচে ফেরায় এই জুটি। তিন ওভারের মধ্যে দুই ওপেনারকে ফিরিয়ে দেন প্যাট কামিন্স এবং মহম্মদ সামি। উদ্বোধনী ম্যাচেও রান পেয়েছিলেন রাহানে এবং রঘুবংশী। ম্যাচ ইডেনে ফিরতেই আবার রানে ফিরলেন দু'জন। নাইটদের বড় রানের মঞ্চ তৈরি করে দেন। চার চারটে বড় ছক্কা হাঁকান রাহানে। ২৭ বলে ৩৮ রান করেন কেকেআরের অধিনায়ক। পাওয়ার প্লের শেষে ২ উইকেটে ৫৩ রান ছিল নাইটদের। কিন্তু জীবন ফিরে পাওয়ার ফায়দা তুলতে ব্যর্থ অঙ্গকৃষ। রাহানে, রঘুবংশী ফিরতেই রানের গতি কমে। ১৫ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে রান ছিল ১২২। টসে জিতে কেকেআরকে ব্যাট করতে পাঠান প্যাট কামিন্স। আগের ম্যাচে প্রথমে ব্যাটিং নেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়। এদিন কোনও ভুল করেননি। নাইটদের প্রথমে ব্যাট করতে পাঠান। ভারতের জার্সিতে প্রত্যাবর্তনে ক্রিকেটের নন্দনকাননে খেলা হয়নি সামির। কিন্তু এদিন ঘরের মাঠে ফেরেন। এক উইকেটও তুলে নেন। হায়দরাবাদের ফিল্ডিং জঘন্য। একাধিক চার গলায় ফিল্ডাররা। ক্যাচও ফেলেন। দীর্ঘদিন পর আবার চেনা ছন্দে রিঙ্কু সিং। রানে ফেরেন ভেঙ্কটেশ আইয়ারও। শেষ পাঁচ ওভারে ঝড় তোলে দুই বাঁ হাতি নাইট। প্রথম ওভারেই রঘুবংশীকে ফেরান কুশল মেন্ডিস। কিন্তু তাঁকে আর বলই দেননি কামিন্স। ১৭ বলে ৩২ রানে অপরাজিত রিঙ্কু।
নানান খবর
নানান খবর

অটোগ্রাফ চাওয়ার জন্য ফ্যানকে ধমক, এ কী করলেন ধোনি?

একই অঙ্গে এ কোন রূপ? ওয়াংখেড়েতে একেবারে অচেনা হেড, কী এমন ওষুধ দিল মুম্বই?

বর্ডার-গাভাসকর ট্রফির শত্রুতা ভুলে গল্প মাতলেন যশস্বী-স্টার্ক, ভাইরাল ভিডিও

জরিমানার তালিকা বাড়ছেই, এবার বড়সড় শাস্তির মুখে পড়তে হল দিল্লি ক্যাপিটালসের এই তারকাকে, কী করেছিলেন জানেন?

কোনও গডফাদার নেই, আর্থিক অনটনের সঙ্গে লড়াই করে কীভাবে প্রচারে 'নোটবুক' সেলিব্রেশনের নায়ক?

পাঞ্জাবের অবিশ্বাস্য জয়ের পর বাঁধনহারা সেলিব্রেশন প্রীতি জিন্টার, নেটমাধ্যমে ভাইরাল

লখনউয়ে যোগ দিলেন মায়াঙ্ক, ফিটনেস পরীক্ষার পরই মাঠে নামার ছাড়পত্র পাবেন স্পিডস্টার

অসম্ভব! চাহালকে নিয়ে আরজে মাহভাশের পোস্ট ভাইরাল

কী ফালতু ব্যাটিং', শ্রেয়সের সঙ্গে রাহানের কথোপকথন ভাইরাল

'আমার ৫০ বছর বয়স, এরকম ম্যাচ চাই না,' কেন এই কথা বললেন পন্টিং?

বিশ্রী হারের দায় নিজের কাঁধে নিলেন রাহানে

চাহালের ঘূর্ণিতে ঘুরল ম্যাচ, নাটকীয় ম্যাচে অবিশ্বাস্য হার নাইটদের

পাঞ্জাবের ব্যাটিং বিপর্যয়, পুরোনো দলের বিরুদ্ধে শূন্য আইপিএল জয়ী অধিনায়কের

জয়ে ফিরতে দেরি হয়ে গেল কি? প্লে অফের অঙ্কে কোথায় দাঁড়িয়ে আছে ধোনির চেন্নাই?

রোহিতের পরামর্শ নাপসন্দ, জয়বর্ধনেকে ইগো সরিয়ে রাখার বার্তা প্রাক্তনীর

হারের পর মজাদার উত্তরে ধারাভাষ্যকারকে বোল্ড, কী বললেন অক্ষর? A

ঋতুরাজের পরিবর্তে ১৭ বছরের বিস্ময় বালককে সই করাল চেন্নাই

রাজস্থান বধের পর চুরি গেল কোহলির ব্যাট, আরসিবি ড্রেসিংরুমে পড়ে গেল শোরগোল

'আমার কোনও মূল্য নেই..', প্রত্যাবর্তনে দুর্দান্ত ইনিংসের পর কেন এমন বললেন করুণ?