শুক্রবার ০৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sourav Goswami | ০৩ এপ্রিল ২০২৫ ১৯ : ৪৭Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: গত তিন দিনে ভারতীয় সংবাদমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল মুসলিম সম্প্রদায় ও তাঁদের সঙ্গে সম্পর্কিত ঘটনা। টেলিভিশন চ্যানেলগুলোর ৮৫ শতাংশের বেশি সম্প্রচার জুড়েই ছিল ঈদ উদযাপন ও ওয়াক্ফ সংশোধনী বিল ২০২৪-এর বিতর্ক।
বুধবার লোকসভায় বিল নিয়ে সরাসরি সম্প্রচার চলতে থাকে সারাদিন, আর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত স্টুডিওতে বিতর্কের পর বিতর্ক। তার আগে, সোমবার সকাল থেকেই ঈদ ও ওয়াক্ফ বিলের খবর ছিল প্রধান শিরোনাম, যা রাত পর্যন্ত চলতে থাকে। মঙ্গলবার, সংবাদমাধ্যমগুলোর ভাষায়, পরিবেশ ছিল "গরম"—বুধবারের বিতর্কের প্রস্তুতিতে উত্তাপ ছড়াচ্ছিল চ্যানেলগুলো।
ঈদ: শান্তি নাকি সংঘর্ষ?
টেলিভিশন চ্যানেলগুলোর কাভারেজ দেখে মনে হতে পারে, উত্তর ভারতে ঈদের দিন ব্যাপক বিশৃঙ্খলা ও হিংসা হয়েছে। বিশেষ করে হিন্দি চ্যানেলগুলোতে মূলত প্রতিবাদ ও সংঘর্ষকেই প্রাধান্য দেওয়া হয়।
কিন্তু ইংরেজি সংবাদপত্র ও ওয়েবসাইটগুলোর চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন সর্বভারতীয় মিডিয়ায় ঈদ বা ওয়াক্ফ বিল নিয়ে বড় কোনো প্রতিবেদনই ছিল না। দ্য হিন্দু কেবল একটি সংক্ষিপ্ত প্রতিবেদনে উত্তর প্রদেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা উল্লেখ করে।
সংবাদমাধ্যমের বিতর্কিত ভূমিকা
যেখানে প্রশাসনের দাবি, ঈদ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, সেখানে বেশ কিছু টিভি চ্যানেল নিজেদের মতো করে বিশৃঙ্খলার খোঁজ করতে ব্যস্ত ছিল। কিছু মিডিয়া চ্যানেল বারবার মোরাদাবাদ, মেরঠ, সাহারানপুরের দৃশ্য দেখাতে থাকে। এক প্রতিবেদক বলছিলেন, "মোরাদাবাদে হাঙ্গামা!" পরে চ্যানেলটি দাবি করে, "শহরজুড়ে হাঙ্গামা!"
এদিকে, কিছু মিডিয়া শান্তিপূর্ণ ঈদের চিত্র দেখালেও, তাদের কণ্ঠ অনেকাংশেই চাপা পড়ে যায় উত্তেজনামূলক সংবাদ পরিবেশনের মধ্যে।
ওয়াক্ফ বিল নিয়ে প্রতিবাদ
বিলের বিরুদ্ধে বিক্ষোভ মূলত টঙ্ক, ভোপাল, দারভাঙ্গার মতো শহরগুলোতে সংঘটিত হয়। এক টিভি চ্যানেল দাবি করে, "মুসলিম জনতা প্রকাশ্যে উসকানি দিচ্ছে, হিন্দু উৎসবের বিরুদ্ধে প্রতিবাদ করছে!" অথচ, অন্য চ্যানেলের এক সাংবাদিক মালাডে যখন উত্তেজনা খুঁজতে যান, তখন স্থানীয় মুসলিমরা তাকে বলেন, "কিছুই হয়নি, ভালোবাসা ও সম্প্রীতি বজায় থাকুক," এবং তাকে ঘটনাস্থল ছাড়তে বলেন।
প্রশাসনের বক্তব্য
উত্তর প্রদেশ পুলিশের ডিজিপি প্রশান্ত কুমার বলেন, "ঈদ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে, বড় কোনো অশান্তির ঘটনা ঘটেনি।" এবিপি নিউজ ও টোটাল টিভিও প্রশাসনের এই বক্তব্য সমর্থন করে, কিন্তু মূলধারার অনেক চ্যানেল এই তথ্যকে গুরুত্ব দেয়নি।
দুই ভিন্ন চিত্র
একদিকে ভারতীয় টেলিভিশনের একাংশ যেখানে বিশৃঙ্খলা ও হাঙ্গামার গল্প তুলে ধরছে, অন্যদিকে প্রশাসন ও কিছু নিরপেক্ষ সংবাদমাধ্যম শান্তিপূর্ণ ঈদের কথা বলছে। সংবাদমাধ্যমের এমন দ্বৈত চরিত্রে দর্শকদের মধ্যেও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। সত্যিই কি দেশজুড়ে বিশৃঙ্খলা ছিল, নাকি সেটি কেবল ক্যামেরার লেন্সের খেলা?
নানান খবর

নানান খবর

মাত্র ২ ঘন্টাতেই ভারত থেকে দুবাই! কোন পরিকল্পনা করছে ভারতীয় রেল

ঘুম ভাঙতেই আত্মারাম খাঁচা, গুজরাটে বাড়ির রান্নাঘরে ওত পেতে সিংহ! দেখুন ভাইরাল সেই ভিডিও

মর্মান্তিক, কুয়োয় পড়ে গিয়েছিলেন যুবক, তাঁকে বাঁচাতে পর পর সাত জনের লাফ, প্রাণ গেল আট জনেরই!

রাষ্ট্র বিজ্ঞানে এমএ ডিগ্রিধারী চিকিৎসক! ভাইরাল প্রেসক্রিপশন, চরম উদ্বেগ নেটপাড়ায়

মারাত্মক, শিশুর গলা থেকে সোনার হার চুরির অভিযোগ ইন্ডিগোর বিমান সেবিকার বিরুদ্ধে! বিমানবন্দরে হুলস্থূল

কুকুরের ভক্তিতে তাক লাগল নেটপাড়ায়, ভাইরাল ভিডিও

পাশাপাশি বসে মোদি-ইউনূস, দেখা হলেও কথা হল না! তবে মুখোমুখি বৈঠকের জল্পনায় ঘি

হাতের কাছে পেয়ে তরুণীর সঙ্গে কী করল হনুমান, সবাই দেখল অবাক হয়ে

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক

টুকরো টুকরো হয়ে ছড়িয়ে, জ্বলছে আগুন, জামনগরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, খোঁজ নেই পাইলটের

হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করে সোজা শ্বশুরবাড়ি, শাশুড়ি-মেয়েকে খুন, কারণ জানলে চমকে যাবেন

‘সভাপতি বাছতে পারেন না’, বিজেপিকে অখিলেশ খোঁচা দিতেই জবাব দিলেন শাহ! কী বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী?

দিল্লি দাঙ্গায় ভূমিকার অভিযোগে বিজেপি মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর

অফিসে ছুটি নেওয়ার অভিনব উপায় বার করলেন মেকআপ আর্টিস্ট তরুণী, ভাইরাল ভিডিও