শনিবার ১৯ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

কলকাতা | বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা, চাকরিহারাদের সঙ্গে ৭ এপ্রিল কথা বলবেন মমতা

Riya Patra | ০৩ এপ্রিল ২০২৫ ১৫ : ৫২Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: কলকাতা হাই কোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। ২০১৬ সালে এসএসসি-র নিয়োগে পুরো প্যানেল বাতিল। ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলছেন, নজর ছিল সেদিকে। বৃহস্পতিবার মমতা বললেন, বিচার ব্যবস্থায় আস্থা রয়েছে, কিন্তু তিনিও মানতে পারছেন না এই রায়। একই সঙ্গে বাম-বিজেপির দিকে যেমন একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিলেন, তেমনই বোঝালেন পরিবারের কর্ত্রীর মতোই রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন বঞ্চিতদের পাশে। মনে করালেন, এই পরিস্থিতিতে, ডিপ্রেসনের মাঝেও, কোনও দুর্ঘটনা নয়। বললেন, যখন বিপদে মানুষের পাশ থেকে সবাই পালিয়ে যায়, তখন কেউ না কেউ আসে তাঁকে রক্ষা করার জন্য।

প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের পর, শুরুতেই মমতা বলেন, বিচারের রায় পুরোটাই পড়েছেন তিনি, কোনও বিচারপতির বিরুদ্ধে অভিযোগ নেই। বিচারকের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলেন, এই রায় তিনি মানতে পারছেন না। 

আদালতের রায় পড়ে শোনান সাংবাদিক বৈঠকে। ৪৬ পরিচ্ছদ পড়ে বলেন, যাঁরা ইতিমধ্যে চাকরি পেয়েছেন, তাঁদের টাকা ফেরত দেওয়ার কথা জিজ্ঞাসা করা হবে না। রায়ের আরও একাধিক অংশ পড়ে শোনান তিনি, বোঝান, বিভ্রান্তি নয়, আদতে আদালত কী বলছে এই রায়ে। সাফ জানান, আদালতের রায় মেনে, নিয়ম মেনে সময়ের মধ্যে নিয়োগ করবে রাজ্য সরকার। জানান, ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। এসএসসি স্বশাসিত সংস্থা, রাজ্য সরকার এসএসসিকে নিজেদের ভাবনা জানাবে। মমতা বলেন, ‘আমরা চাই তাড়াতাড়ি হয়ে যাক।‘ 

চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, এতগুলো শিক্ষকের ভবিষ্যৎ, আত্মরক্ষার সুযোগ দেওয়া উচিত। তারপরেই রাজনৈতিক আক্রমণ শানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাকে আর কত টার্গেট করা হবে?’। মমতার কথায় ব্যাপম কাণ্ডেরও উল্লেখ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সুকান্ত মজুমদার-সহ বাম বিজেপি নেতাদের কটাক্ষ করে রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রশ্ন করেন, ‘মামলা করার আগে ভাবেননি কারা যোগ্য কারা অযোগ্য? সবসময় কেন টার্গেট করা হবে বাংলাকে? কী দোষ তাঁদের?’ রাজ্যে শিক্ষায় শূন্যপদ থাকার পরেও বিষয়টি মামলাধীন থাকার কারণে সরকার কিছু করতে পারেনি, তাও বলেন মমতা। 

হিসেব তুলে ধরে জানান, বাতিল শিক্ষকদের মধ্যে ১১,৬১০-নবম-দশম শ্রেণির শিক্ষক, ৫৫৯৬-একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াতেন, অন্যান্যরা অন্য শ্রেণিতে। কেউ কেউ পরীক্ষার খাতাও দেখছিলেন, একসঙ্গে এই বিপুল চাকরি বাতিলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কী হবে? তা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। 


তবে তিনি যে সবসময় চাকরিহারাদের পাশে রয়েছেন, তা বুঝিয়ে দিলেন বারেবারে। বুঝিয়ে দিলেন, রাজ্যের সরকার রয়েছে ন্যায্য বঞ্চিতদের পাশে, সবসময়। জানালেন, ‘ডিপ্রাইভ টিচার্স অ্যাসোসিয়েশন’-এর অনুরোধে সাড়া দিয়ে ৭ এপ্রিল নেতাজি ইনডোরে চাকরিহারাদের সঙ্গে বসবেন আলোচনায়।


SSC Supreme Court verdict SSCMamata Banerjee

নানান খবর

নানান খবর

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা 

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?

কলকাতা পুলিশ কোয়ার্টারে স্বাস্থ্য শিবির: টেকনো ইন্ডিয়া ও পুলিশের যৌথ উদ্যোগে জনসেবার নতুন দিশা

সোশ্যাল মিডিয়া