শনিবার ২৬ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
SG | ০২ এপ্রিল ২০২৫ ১৯ : ০০Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: ২০২০ সালের দিল্লি দাঙ্গায় ভূমিকা থাকার অভিযোগে বিজেপি বিধায়ক ও দিল্লির মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল দিল্লি আদালত। মঙ্গলবার (১ এপ্রিল) অতিরিক্ত মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাসিয়া এই আদেশ দেন। তিনি জানান, "প্রাথমিকভাবে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ বলে মনে হচ্ছে, যা তদন্তের দাবি রাখে।" মামলাটি করেছিলেন দিল্লির যমুনা বিহার এলাকার বাসিন্দা মহম্মদ ইলিয়াস।
দিল্লি পুলিশ এই এফআইআর দায়েরের বিরোধিতা করলেও আদালত তাদের যুক্তি খারিজ করে দেয়। পুলিশ জানায়, মিশ্রের কোনো ভূমিকা ছিল না। তবে আদালত জানায়, মিশ্র ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাঁর কার্যকলাপ তদন্ত করা জরুরি।
এদিকে, জামিয়া মিলিয়া ইসলামিয়া অ্যালামনি অ্যাসোসিয়েশনের সভাপতি শিফা-উর-রহমান প্রশ্ন তোলেন, কেন কপিল মিশ্রর বিরুদ্ধে এতদিন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি উল্লেখ করেন, মিশ্রের নেতৃত্বে হওয়া র্যালিগুলোতে 'দেশের গাদ্দারদের গুলি মারো' স্লোগান উঠেছিল। এ ধরনের উসকানিমূলক বক্তব্যের ফলে দাঙ্গা ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে।
এছাড়া, দিল্লি হাইকোর্ট ১৮ মার্চ কপিল মিশ্রর বিরুদ্ধে আদালতের কার্যক্রম স্থগিতের আবেদন খারিজ করে দেয়। আদালত জানায়, ২০২০ সালের বিধানসভা নির্বাচনের সময় মিশ্র ধর্মীয় বিভাজন তৈরির জন্য আপত্তিকর মন্তব্য করেছিলেন।
এই ঘটনার পর আম আদমি পার্টি (AAP) মিশ্রের গ্রেপ্তারির দাবি জানায়। দিল্লি AAP সভাপতি সৌরভ ভারতদ্বাজ জানান, আদালতে উপস্থাপিত ভিডিও প্রমাণ থেকে স্পষ্ট যে, মিশ্রর বক্তব্যের পরই হিংসা শুরু হয়।
দিল্লি হাইকোর্টে বিজেপির অন্যান্য নেতাদের বিরুদ্ধেও মামলাগুলি বিচারাধীন রয়েছে। আগামী ১৬ এপ্রিল দিল্লি পুলিশকে তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে।
নানান খবর

নানান খবর

মে মাসে ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, বাংলায় কবে কবে?

কাঁপছে পাকিস্তান, পহেলগাঁওতে জঙ্গি হামলার নিন্দায় মুখর মার্কিন গোয়েন্দা প্রধান, ভারতের পদক্ষেপকে সমর্থন

কীভাবে সিন্ধুর জল আটকাবে ভারত? ত্রিস্তরীয় পদক্ষেপের বিরাট পরিকল্পনা দিল্লির

হাতে এল ভারতীয় পাসপোর্ট তারপর কী করলেন মহিলা

কাশ্মীরের পাহেলগাঁও জঙ্গি হামলার পর ব্যাপক তল্লাশি অভিযান, কাথুয়ায় চার সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ

"যেকোনও পদক্ষেপেই পূর্ণ সমর্থন", পহেলগাঁও নিয়ে সর্বদল বৈঠক শেষে মোদি সরকারকে বড় আশ্বাস রাহুল গান্ধীর

২০০৮ মালেগাঁও বিস্ফোরণ: সাধ্বী প্রজ্ঞা ঠাকুর-সহ অন্য দোষীদের মৃত্যুদণ্ড চায় এনআইএ

ক্যাব বাইক বুক করেছিলেন মহিলা, চালকের রিপ্লাইয়ে শিউরে উঠলেন তিনি

'পুলওয়ামা, পহেলগাঁও সব সরকারের ষড়যন্ত্র', বিভ্রান্তিকর মন্তব্য করে গ্রেপ্তার অসমের বিধায়ক

'আদর্শ জীবনসঙ্গী'কে খুঁজে পাচ্ছেন না কিছুতেই, দুই বছরে চার বার বিবাহবিচ্ছেদে শিক্ষকের

৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানিদের, সমস্ত ‘সার্ক’ ভিসা বাতিল: বিদেশ মন্ত্রক

স্থগিত সিন্ধু জল চুক্তি, বন্ধ আটারি সীমান্ত, পহেলগাঁও হামলার পরের দিনেই কড়া পদক্ষেপ ভারতের: সূত্র

Exclusive: ‘আমরা তো অতিথিদের কখনও ধর্মে মাপিনি’, কাশ্মীরী মেহরাজের কান্নায় কেঁপে উঠল দেশ!

তামিলনাড়ু ও তেলেঙ্গানায় মিড-ডে মিলে বিষক্রিয়া, পড়ুয়ারা হাসপাতালে

ভেলোর দুর্নীতি মামলা: জলসম্পদ মন্ত্রী দুরাই মুরুগনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ