বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ০২ এপ্রিল ২০২৫ ১৫ : ৪৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বিরল বললেও কম বলা হয়। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এমন ঘটনা আগে দেখাই যায়নি কোনও দিন। সম্প্রতি লেবাননের এক ব্যক্তি পুরুষাঙ্গে এমন এক সংক্রমণ নিয়ে হাসপাতালে আসেন যা আগে কোনও দিন দেখেননি চিকিৎসকেরা।
‘অ্যানালস অব মেডিসিন অ্যান্ড সার্জারি’ নামক চিকিৎসা বিজ্ঞানের জার্নালে এই ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সি ওই রোগী আমেরিকান ইউনিভার্সিটি অফ বৈরুত মেডিকেল সেন্টারের ইউরোলজি বিভাগে চিকিৎসার জন্য যান। রোগী জানান, স্ত্রীর সঙ্গে উদ্দাম মিলনের পর আচমকাই জ্বালা শুরু হয় তাঁর পুরুষাঙ্গে। ক্রমে সেটি ফুলে ওঠে। আতঙ্কিত হয়ে চিকিৎসকের কাছে আসেন তিনি।
শারীরিক পরীক্ষার সময়, চিকিৎসকরা তাঁর পুরুষাঙ্গের গ্লান্স এবং সাব-করোনাল অঞ্চলে লালচে ভাব ও চামড়ার সমস্যা দেখতে পান। এছাড়াও, পুরুষাঙ্গের ভেন্ট্রাল অংশে ক্ষত এবং পুঁজ নির্গত হতে দেখা যায়। চিকিৎসকরা সংগৃহীত পুঁজ পরীক্ষার জন্য ল্যাবে পাঠান। পরীক্ষার রিপোর্টে দেখা যায় সংশ্লিষ্ট অঞ্চলে ব্যাসিলাস সিরিয়াস নামক একটি ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই ব্যাকটেরিয়া মানুষের পৌষ্টিকতন্ত্রে পাওয়া যায়। তাও ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া হলে। সাধারণত দূষিত খাবার, বিশেষ করে বাসি ভাতে এই ব্যাকটেরিয়া থাকে। দূষিত খাবার খেলে এই ব্যাকটিরিয়া খাদ্য বিষক্রিয়ার সৃষ্টি করে।
তাহলে রোগীর গোপনাঙ্গে এই ব্যাকটেরিয়া এলো কোথা থেকে? প্রাথমিকভাবে চিকিৎসকেরা ভেবেছিলেন তাঁর শয্যাসঙ্গী সম্ভবত এই ব্যাকটেরিয়ার শিকার। তাই তাঁরা রোগীকে প্রশ্ন করেন, মিলনের সময় কোনও ভাবে সঙ্গী মুখ ব্যবহার করেছেন কি না। রোগী সরাসরি নাকচ করেন সেই কথা। কিন্তু জানান, সঙ্গী নন, বরং তিনিই কিছুদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হন। তার পরেই রহস্যের সমাধান করেন চিকিৎসকেরা। এই ক্ষেত্রে, মনে করা হচ্ছে যে খাদ্য বিষক্রিয়ার কারণে রোগীর মলের মাধ্যমে ব্যাকটেরিয়া নির্গত হয়েছিল। পাশাপাশি বমির মধ্যেও উপস্থিত ছিল এই জীবাণু। কোনও ভাবে এই দূষিত পদার্থ রোগীর যৌনাঙ্গের সংস্পর্শে আসে, তখন সম্ভবত ত্বকের সামান্য ক্ষত বা দুর্বল প্রতিরোধ ব্যবস্থার কারণে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে যায়। শেষ পর্যন্ত অ্যান্টিবায়োটিক প্রয়োগের মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা হয়েছে। চিকিৎসকদের দাবি, ব্যাসিলাস সিরিয়াস থেকে এই ধরনের সংক্রমণের ঘটনা পৃথিবীতে এই প্রথম।
নানান খবর

নানান খবর

প্রধানমন্ত্রী মোদি রোজ খান! এই সবজির জুস নিয়ম করে খেলে ছুঁতে পারবে না রোগ ভোগ, দূরে থাকবে ডায়াবেটিস

বয়স বাড়লেও ছানি পড়বে না, দৃষ্টি হবে ঈগলের মতো! নিয়ম করে খান পাঁচটি খাবার

রোজ রাতে এক কাপ খেলেই সুস্থ হবে ময়লায় গলে যাওয়া লিভার! জানেন কীভাবে তৈরি করতে হয় এই জাদু পানীয়?

বেলাগাম ইউরিক অ্যাসিডে লাগাম পরাতে নিয়ম করে খান এই পাঁচটি খাবার! এক ঝটকায় বাগে আসবে সমস্যা