বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ৩১ মার্চ ২০২৫ ১৫ : ১৫Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: ৩০ লক্ষ টাকার বিনিময়ে অনিকেত বর্মাকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার অনিকেত ধরা দিলেন অন্য অবতারে। দিনান্তে হায়দরাবাদ জেতেনি। কিন্তু নতুন এক সূর্যের উদয় দেখল আইপিএল।
হায়দরাবাদ অনেক আগেই অনিকেতের মধ্যে বারুদ লক্ষ্য করেছিল। তাদের ট্রায়ালেও ডাকা হয়েছিল তাঁকে। সেখানে তিনি নজর কাড়ায় মেগা নিলামে অনিকেতকে দলে নিতে আর কালবিলম্ব করেনি সানরাইজার্স। রবিবার দিল্লির বিরুদ্ধে অনিকেত ছাপিয়ে গেলেন নিজেকেও।
তিনি যখন ব্যাট হাতে নামেন, সেই সময়ে হায়দরাবাদ ধুঁকছে। এমন মঞ্চেই তো তরুণরা পারফর্ম করেন। এমন মঞ্চ জন্ম দেয় নতুন তারকার। রবিবার যেমন জন্ম দিল অনিকেতকে।
৪১ বলে ৭৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। ৬টি ছক্কা ও ৫টি চার মারেন তিনি। সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয় অনিকেতের। খোঁজ পড়ে যায় তাঁর উঠে আসা দিনগুলোর। একটা দুরন্ত ইনিংস পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে তরুণ ব্যাটারকে।
মধ্যপ্রদেশের ভোপালের ছেলে অনিকেত।
গত বছর মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগ খেলেই নজর কাড়েন। ভোপাল লেপার্ডসের হয়ে ৬ ইনিংসে অনিকেত করেন ২৭৩ রান। ২৫টি ছক্কা মারেন তিনি। নজরে পড়ে যান হায়দরাবাদের স্কাউটদের।
হায়দরাবাদের ট্রায়ালে এসেও অনিকেত নজর কাড়েন। দলের কর্তৃপক্ষ স্থির করে ফেলে মেগা নিলামে দলে নিতেই হবে অনিকেতকে। তিরিশ লক্ষ টাকা দিয়ে তাঁকে নেয় হায়দরাবাদ।
ক্রিকেটার হওয়ার পথটা মসৃণ ছিল না অনিকেতের। খুব ছোটবেলায় মাকে হারান অনিকেত। আর্থিক পরিস্থিতি ভাল ছিল না। কাকা অমিত বর্মার হাত ধরে ১০ বছর বয়সে ভর্তি হন ভোপালের অঙ্কুর ক্রিকেট অ্যাকাডেমিতে। ১৩ কিলোমিটার পথ অতিক্রম করে অনিকেতকে অ্যাকাডেমিতে নিয়ে যেতেন তাঁর কাকা। সেই পরিশ্রমের ফলাফল পেয়েছেন অনিকেত।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়দরাবাদের বিরুদ্ধে অভিষেক হয় অনিকেতের। মধ্যপ্রদেশের হয়ে অভিশেক ম্যাচে প্রথম বলেই আউট হন তিনি।
দ্বিতীয় ম্যাচটি খেলেন এবারের আইপিএলে। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১৯-তম ওভারে ব্যাট করতে নেমে ৭ বলে ১৩ রান করেন। মারেন একটি ছক্কা।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অনিকেত ধ্বংসাত্মক হওয়ার ইঙ্গিত দেন। ১৩-তম ওভারে ব্যাট হাতে নেমে পাঁচ ছক্কায় করেন ৩৬ রান। খেলেন ১৩টি বল।
দিল্লির বিরুদ্ধে অনিকেত নিজেকেও ছাপিয়ে যান। ম্যাচে হায়দরাবাদ না জিতলেও অনিকেত কিন্তু জিতে গিয়েছেন।
নানান খবর
নানান খবর

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

অস্কারের হুঁশিয়ারিই সার, কেরালার কাছে হেরে সুপার কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

আউট হওয়ার ভিডিও দেখিয়ে এ কী ধরনের রসিকতা! বাবর আজমকে তুমুল ট্রোল আইসল্যান্ড ক্রিকেটের, নেটপাড়ায় হাসির রোল

হায়দরাবাদের স্টেডিয়াম থেকে সরে যাচ্ছে তারকা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড, আইনি লড়াইয়ে ক্রিকেট বিশ্ব তোলপাড়

সাত গোলের ম্যাচ জিতে উঠে দুঃসংবাদ বার্সার জন্য, কী হল স্পেনের ক্লাবের?

অভিষেকেই তিন-তিনটি রেকর্ড, স্বপ্নের শুরু ১৪ বছরের সূর্যবংশীর