বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ মার্চ ২০২৫ ১৮ : ৪০Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: 'এলেন, দেখলেন, জয় করলেন।' আশুতোষ শর্মার দাপুটে ইনিংসে শেষ ওভারে জয় ছিনিয়ে নেয় দিল্লি। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে সাত নম্বরে নেমে দলকে জেতান ২৬ বছরের তরুণ মারকুটে ব্যাটার। মেগা নিলামে এবার ৩.৮ কোটিতে আশুতোষকে কেনে দিল্লি। দলের বিপদের সময় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাঁকে নামানো হয়। ততক্ষণে জয়ের আশা প্রায় শেষ। ৬৫ রানে ৫ উইকেট হারায় দিল্লি। বিপরাজ নিগমকে সঙ্গে নিয়ে ৫৫ রানের পার্টনারশিপ গড়েন। বাকি কাজটা সারেন নিজেই। শাহবাজ আহমেদের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করেন। অবিশ্বাস্য জয়। তাঁর ছোটবেলার কোচ এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার অময় খুরাসিয়া মনে করেন, দিল্লিকে আইপিএল জিততে হলে ফর্মে থাকা আশুতোষকে দিয়ে ইনিংস ওপেন করানো উচিত।
খুরাসিয়া বলেন, 'ও চাপ নিয়ে খেলতে পারে। অতীতেও সেটা করেছে। শুধু আইপিএলে নয়, অন্যান্য ম্যাচেও। নিজের খেলায় প্রতিনিয়ত উন্নতি করতে চায়। দিল্লি আইপিএল জিততে চাইলে, ওকে দিয়ে ওপেন করানো উচিত। যাতে পাওয়ার প্লের ফায়দা তুলতে পারে। পাওয়ার প্লেতে ওকে আটকানো কঠিন। অক্ষরের ওকে খেলানো উচিত। ও বোলারদের আতঙ্ক হয়ে উঠতে পারে।' আশুতোষের ছোটবেলার কোচের দাবি, তিনি সব ধরনের শট খেলতে পারেন। জোরে বোলারদের বিরুদ্ধেও বড় শট খেলতে সমান স্বচ্ছন্দ। খুরাসিয়া মনে করেন, ভারতের হয়ে সুযোগ পাওয়া উচিত তাঁর ছাত্রের। এই প্রসঙ্গে তিনি বলেন, 'ওর ভারতের হয়ে খেলা উচিত। ভাবতে পারছেন ১১৩ রানে ৬ উইকেট হারানোর পরও একজন ব্যাটার ম্যাচ ঘুরিয়ে দিচ্ছে? কতজন সেটা করতে পেরেছে? এই ট্র্যাকে এটা করা সহজ ছিল না। চ্যালেঞ্জিং পিচে রবি বিষ্ণোইকেও ছাড়েনি। ভারতের হয়ে টি-২০ তে খেলা উচিত। এইধরনের প্লেয়ারদের শুরুতেই সুযোগ দেওয়া উচিত।' খুরাসিয়া জানান, ব্যাটারের পাশাপাশি উইকেটকিপিংও করতে পারেন আশুতোষ। ভাল ফিল্ডারও। এমনকী হাতও ঘোরাতে পারেন। মধ্যপ্রদেশের হয়ে জুনিয়র ক্রিকেট খেলার সময় বোলিংয়ের পাশাপাশি উইকেটকিপিংও করেন। উইকেটকিপার এবং ওপেনিং ব্যাটার হিসেবে কেরিয়ার শুরু করেন। মধ্যপ্রদেশের হয়ে কেরিয়ার শুরু করলেও সুযোগের অভাবে রেলওয়েতে যোগ দেন। এটাই তাঁর ক্রিকেট জীবনের টার্নিং পয়েন্ট।
নানান খবর

নানান খবর

ইডেনে ভেঙ্কটেশ ঝড়, ২০০ রানে শেষ করল কেকেআর

পারফিউম ব্যবহারের পর এবার কোহলির হাত কামড়ে দিলেন বার্থডে বয়, অবাক বেঙ্গালুরুর ড্রেসিংরুম

এবার কি তাহলে বড় ইনিংস আসবে? লখনউ ম্যাচের আগে রামমন্দিরে সস্ত্রীক স্কাই

প্রথমে ব্যাট করবে কেকেআর, দলে ফিরলেন মঈন আলি

কোহলির আউট করে সমর্থকদের আক্রমণের মুখে ‘মুন্নাভাই’-এর সার্কিট, ভক্তদের কাণ্ডে হাসির রোল নেটপাড়ায়

নাইটদের কোচ-মেন্টরের মধ্যে মতানৈক্য? ইডেনের পিচ নিয়ে নাটক চরমে

পন্থকে নিয়ে চূড়ান্ত হতাশ, আগাম আশঙ্কাবাণী প্রাক্তন ভারতীয় তারকার

ছাড়পত্র পেলেন সঞ্জু, উইকেটকিপার হিসেবে ফিরছেন রাজস্থানের অধিনায়ক

মুম্বই ছাড়ছেন যশস্বী, কোন রাজ্যের হয়ে খেলতে দেখা যাবে ভারতীয় তারকাকে?

ভূমিকা বদলালেও, বদলায়নি মাইন্ডসেট! মুম্বইয়ে নতুন ভূমিকা নিয়ে কী বললেন রোহিত?

ব্যাটে রান নেই, ফের হার! পাঞ্জাব ম্যাচের পর পন্থকে ট্রোল সানির

দুই সর্বোচ্চ দামির লড়াইয়ে জয় শ্রেয়সের, লখনউকে উড়িয়ে দিল পাঞ্জাব

আবার ব্যর্থ ২৭ কোটির পন্থ, টি-২০ ক্রিকেটের সেরা বোলারকে পিটিয়ে ছাতু

অনিকেত ভার্মা, বিপ্রজদের যাওয়ার কথা ছিল সিএসকে-তে! স্কাউট সদস্যের মন্তব্যে চাঞ্চল্য

রোহিত-বিরাটদের এলিট ক্লাবে প্রবেশ করলেন সূর্য, ছুঁলেন আরও একটি মাইলস্টোন