বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Sampurna Chakraborty | ২৫ মার্চ ২০২৫ ১৬ : ০২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আশুতোষ শর্মার কীর্তিতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের রুদ্ধশ্বাস জয়ের পর ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন ফাফ ডু'প্লেসি। পাশাপাশি ভবিষ্যতে এইভাবে ব্যাট করার ফন্দিও এঁটে ফেললেন। সোমবার রাতের ম্যাচ তাঁকে মনে করায় ২০০৬ সালের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যে রুদ্ধশ্বাস দ্বৈরথ। ২১০ রান তাড়া করতে নেমে ৬৫ রানে ৫ উইকেট হারায় দিল্লি। সেই জায়গা থেকে তরুণ বিপরাজ নিগমকে নিয়ে দলকে জয়ে পৌঁছে দেন আশুতোষ। সোমবার এক উইকেটে অবিশ্বাস্য জয় তুলে নেয় দিল্লি। মাথা ঠাণ্ডা রেখে একের পর এক বড় শট খেলেন। ডু'প্লেসি জানান, যখন পাঁচ বলে ছয় রান দরকার ছিল দিল্লির, যে এক রান মোহিত শর্মা নেয়, সেটাই তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রান ছিল। জোহানেসবার্গে ৪৩৫ রান তাড়া করতে নেমে এক রান নিয়ে মার্ক বাউচারকে স্ট্রাইক দিয়েছিলেন এনটিনি। সেই ম্যাচ মনে পড়ে যায় প্রোটিয়া তারকার। ডু'প্লেসি বলেন, 'অবিশ্বাস্য। আমার এনটিনির সেই এক রানের কথা মনে পড়ে যায়। আমার মনে হয় মোহিত শর্মার জীবনে ওটা সেরা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এক রান। গ্যাপে ঠেলে এক রান নেয়। যার ফলে আশুতোষ স্ট্রাইকে আসতে পারে।'
৪৫ বলে ৯৭ রান প্রয়োজন ছিল দিল্লির। সকলে ধরেই নিয়েছিল ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু ২২ বলে বিপরাজের সঙ্গে ৫৫ রানের পার্টনারশিপ গড়েন আশুতোষ। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। বিপরাজ আউট হওয়ার পর ২৪ বলে ৪২ রান প্রয়োজন ছিল। অনেকেই ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে অভিযোগ জানায়। কিন্তু ডু' প্লেসি মনে করেন, এইধরনের ম্যাচেই পার্থক্য গড়ে দেয় ইম্প্যাক্ট প্লেয়ার। দুই আনক্যাপড প্লেয়ারের তাণ্ডব দেখে অভিভূত প্রোটিয়া তারকা। ডু'প্লেসি বলেন, 'একজন বিদেশি প্লেয়ার হিসেবে ভারতীয়দের অনায়াসে বড় শট খেলার ক্ষমতা দেখে আমার ভাল লাগছে। পিচ সহজ ছিল না। কিন্তু ওরা কাজটাকে সহজ করে দেয়। অনায়াসে দু'জন বাউন্ডারি মারতে শুরু করে।' প্রোটিয়া তারকা স্বীকার করে দেন, মাত্র ৬৫ রানে পাঁচ উইকেট হারানোর পর তিনি আশা ছেড়ে দিয়েছিলেন। ধরেই নিয়েছিলেন, পিচের চরিত্র অনুযায়ী ২১০ রান তাড়া করা সম্ভব নয়। ভবিষ্যতে দুই ভারতীয় তরুণের মতো খেলার জন্য ফন্দি এঁটে ফেলেছেন প্রোটিয়া তারকা। ডু'প্লেসি বলেন, 'আমার মতো একজন বুড়ো মস্তিষ্ক বুঝতে পেরেছে শেষপর্যন্ত ম্যাচে টিকে থাকা যায়। বাড়তি ব্যাটার পার্থক্য গড়ে দেয়। আমি অবশ্যই আরও বেশি করে মশলা চা খাবো যাতে আমিও ওদের মতো হাত খুলে বড় শট মারতে পারি।' আইপিএলের ইতিহাসে অবিশ্বাস্য দশ জয়ের মধ্যে নিঃসন্দেহে জায়গা পাবে এই জয়।
নানান খবর

নানান খবর

পারফিউম ব্যবহারের পর এবার কোহলির হাত কামড়ে দিলেন বার্থডে বয়, অবাক বেঙ্গালুরুর ড্রেসিংরুম

এবার কি তাহলে বড় ইনিংস আসবে? লখনউ ম্যাচের আগে রামমন্দিরে সস্ত্রীক স্কাই

প্রথমে ব্যাট করবে কেকেআর, দলে ফিরলেন মঈন আলি

কোহলির আউট করে সমর্থকদের আক্রমণের মুখে ‘মুন্নাভাই’-এর সার্কিট, ভক্তদের কাণ্ডে হাসির রোল নেটপাড়ায়

আইপিএলে পিচ নিয়ে নাটকের মাঝেই ফ্র্যাঞ্চাইজি, কিউরেটরদের কড়া বার্তা বোর্ডের

নাইটদের কোচ-মেন্টরের মধ্যে মতানৈক্য? ইডেনের পিচ নিয়ে নাটক চরমে

পন্থকে নিয়ে চূড়ান্ত হতাশ, আগাম আশঙ্কাবাণী প্রাক্তন ভারতীয় তারকার

ছাড়পত্র পেলেন সঞ্জু, উইকেটকিপার হিসেবে ফিরছেন রাজস্থানের অধিনায়ক

মুম্বই ছাড়ছেন যশস্বী, কোন রাজ্যের হয়ে খেলতে দেখা যাবে ভারতীয় তারকাকে?

ভূমিকা বদলালেও, বদলায়নি মাইন্ডসেট! মুম্বইয়ে নতুন ভূমিকা নিয়ে কী বললেন রোহিত?

ব্যাটে রান নেই, ফের হার! পাঞ্জাব ম্যাচের পর পন্থকে ট্রোল সানির

দুই সর্বোচ্চ দামির লড়াইয়ে জয় শ্রেয়সের, লখনউকে উড়িয়ে দিল পাঞ্জাব

আবার ব্যর্থ ২৭ কোটির পন্থ, টি-২০ ক্রিকেটের সেরা বোলারকে পিটিয়ে ছাতু

অনিকেত ভার্মা, বিপ্রজদের যাওয়ার কথা ছিল সিএসকে-তে! স্কাউট সদস্যের মন্তব্যে চাঞ্চল্য

রোহিত-বিরাটদের এলিট ক্লাবে প্রবেশ করলেন সূর্য, ছুঁলেন আরও একটি মাইলস্টোন