মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

কলকাতা | Kishore Bharati: কিশোর ভারতীর 'আনন্দ সন্ধ্যা'

RP | ১৩ অক্টোবর ২০২৩ ০৮ : ১২Rishi Sahu


রিয়া পাত্রসামনে পুজো। আনন্দ অনুষ্ঠানের ঠাসা সিডিউল ক্লাবে, পাড়ায়। কিন্তু পাঠকদের জন্য, লেখকদের জন্য বিশেষ আনন্দ অনুষ্ঠান হবে না কেন? এই ভাবনা থেকে পুজোর একেবারে মুখেই কিশোর ভারতী এক বিশেষ আয়োজন করে। গত ৭ বছর ধরে মহালয়ার আগের দিন হয়ে আসছে আনন্দ অনুষ্ঠান। এবারেও ১৩ অক্টোবর মহালয়ার ঠিক আগের দিন কিশোর ভারতী আয়োজন করেছে আনন্দ অনুষ্ঠান ১৪৩০। শিশির মঞ্চে শুক্রবার সন্ধেয়  শারদীয়া কিশোর ভারতীর  আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। উপস্থিত ছিলেন ত্রিদিব চট্টোপাধ্যায়, সৈকত মুখোপাধ্যায়, প্রচেত গুপ্ত,  রাজা ভট্টাচার্য, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, দেবারতি মুখোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়। শুরুর কথা বলতে ওঠেন কিশোর ভারতীর সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়। উৎসবের কথার মাঝেই বিষাদের সুর তাঁর গলায়। এবার সঙ্গে নেই বহু বছরের নিবিড় সহযোগী সমরেশ মজুমদার, গত বছরও যিনি এই অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন, সঙ্গে নেই দীপ মুখোপাধ্যায়। তাঁদের স্মরণ করেই অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আনন্দ সন্ধ্যায়  প্রচেত গুপ্তর আক্ষেপ, তাঁর ছোটবেলায় এমন কোনও অনুষ্ঠানের আয়োজন ছিল না।  অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শরণ্যা মুখোপাধ্যায়। তাঁর সুরের মূর্ছনার রেশ কাটার আগেই মঞ্চে আবৃত্তি করতে ওঠে তিন বছরের ঐশী চ্যাটার্জি। আধো উচ্চারণ, আর অসামান্য আবৃত্তিতে শিশির মঞ্চে তখন কেবল হাততালি।  দর্শক মুগ্ধ হয় রাজা ভট্টাচার্যের গানে, উকুলেলেতে তাঁকে যথার্থ সঙ্গত দেন সাগ্নিক ভট্টাচার্য। আর এসবের পরেই আসে অনুষ্ঠানের মূল আকর্ষণ, অদ্ভুতুড়ে মজার নাটক 'মরেও রেহাই নেই'। যে নাটকের জন্য কিশোর ভারতীর অফিসে ব্যাপক হইচই হয়েছে গেল ক' হপ্তা। দেবজ্যোতি ভট্টাচার্য ও সৈকত মুখোপাধ্যায়ের লেখা এই নাটকের নির্দেশনা দিয়েছেন রাজা ভট্টাচার্য, সহ নির্দেশনায় মুন্সিয়ানা দেখিয়েছেন সপ্তর্ষি চ্যাটার্জি। দর্শকদের মুগ্ধ করেছেন এই নাটকের কুশীলবরা। তাঁরা সকলেই এই মুহূর্তে চেনা মুখ এবং জনপ্রিয়। টানা ১ঘণ্টা ২০ মিনিট মঞ্চ মাতিয়ে রাখলেন ত্রিদিব চট্টোপাধ্যায়, চুমকি চট্টোপাধ্যায়, মানস চক্রবর্তী, ওঙ্কারনাথ ভট্টাচার্য, হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, সপ্তর্ষি চ্যাটার্জি, ঋদ্ধি মৈত্র, রাজা ভট্টাচার্য, দেবারতি মুখোপাধ্যায়, শুভাশিস লাহিড়ী, অনিন্দিতা ঘোষ, নীতিন মালাকার, রাজকুমার মণ্ডল, অনিমেষ পাল, দেবজ্যোতি ভটাচার্য, জয়দীপ চক্রবর্তী, দিব্যেন্দু হালদার, সুজিত কোলে, আচমন নিয়োগী। অনুষ্ঠানের সমাপ্তির সুর বেঁধে দেন সায়ক আমান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এষা চ্যাটার্জি।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

পড়ুয়াদের দক্ষ ও শিল্পমুখী করে তোলার বিশেষ প্রচেষ্টা এসএনইউ’‌র ...

কালীঘাটে মমতার বাড়িতে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে হল বৈঠক, মিলল সমাধান?‌ ...

প্লাবিত এলাকা নিয়ে চিন্তিত মমতা, দিলেন এই নির্দেশ ...

সরকার এবং ডাক্তারদের নিঃশর্ত আলোচনা জরুরি, নয়তো নৈরাজ্যের পথে চলে যাবে পশ্চিমবঙ্গ...

চিকিৎসকদের শর্ত মানল রাজ্য, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা...

বিশ্বকর্মা পুজোর দিন কম চলবে মেট্রো, জেনে নিন সময়সূচি ...

ফের খাস কলকাতার হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেপ্তার ১...

তিন ঘণ্টা অপেক্ষা করলেন মুখ্যমন্ত্রী, লাইভ স্ট্রিমিংয়ে অনড় চিকিৎসকরা, হল না বৈঠক ...

আরজি কর কাণ্ডে নয়া মোড়, ধর্ষণ, খুনের মামলায় গ্রেপ্তার সন্দীপ ঘোষ সহ দুই ...

হাতজোড় করে বলছি ভেতরে এসো, বাইরে দাঁড়িয়ে ভিজ না, জুনিয়র ডাক্তারদের প্রতি আবেদন মুখ্যমন্ত্রীর...

পুজোর মুখে বিস্ফোরণে কেঁপে উঠল কলকাতা, কাগজ কুড়োতে গিয়ে হাত উড়ল একজনের...

'দিদি' মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চেয়ে জুনিয়র ডাক্তারদের ই-মেল, কালীঘাটে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব...

সঞ্জয় রাজি নয়, তাই নারকো টেষ্টের আবেদন খারিজ করল‌ আদালত ...

‘জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হামলার ছক’, তৃণমূলকে ভিলেন বানানোর চেষ্টা বলে দাবি করলেন কুণাল...

সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু, ২ লক্ষ টাকা করে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার ...

বেলঘড়িয়ায় ডেলিভারি সংস্থার কর্মীদের ওপর হামলা , মাথা ফাটল ৩ জনের, গুরুতর আহত আরও ৩ ...

স্কুলের উদ্দেশে বেরিয়েছিল, আচমকা অসুস্থ ৪ বছরের খুদে, হাসপাতালে মৃত ঘোষণা ...



সোশ্যাল মিডিয়া



10 23