রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Kaushik Roy | ২৪ মার্চ ২০২৫ ১৮ : ১৬Kaushik Roy
বিভাস ভট্টাচার্য: লাগানো হয়েছে স্প্রিঙ্কলার, জলের সঙ্গে মিশিয়ে খাওয়ানো হচ্ছে ইলেক্ট্রোলাইট ও ওআরএস। দিনে অন্ততপক্ষে দু'বার ঠান্ডা জলে ভিজিয়ে দেওয়া হচ্ছে শরীর। গরমে চিড়িয়াখানায় প্রাণীদের সুস্থ ও স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের। এই বিষয়ে রাজ্য চিড়িয়াখানা কর্তৃপক্ষের এক আধিকারিক বলেন, গরমের কথা মাথায় রেখে দিনে তিন থেকে চার ঘণ্টা বাদে বাদে জল এবং সেই জলে মিশিয়ে দেওয়া হচ্ছে ইলেক্ট্রোলাইট এবং ওআরএস। এটা যেমন হরিণ, জিরাফ, জেব্রা বা অন্যান্য তৃণভোজী প্রাণীদের দেওয়া হচ্ছে সেইসঙ্গে পাখিদের ক্ষেত্রেও এই নীতি অনুসরণ করা হচ্ছে। পাখি বা এই প্রাণীরাও দেদার জল খাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর পাশাপাশি মাংসাশী প্রাণীদেরও দিনে একবার ঠান্ডা জলে ওআরএস গুলে দেওয়া হচ্ছে।
কার্যত ঋতু পরিবর্তন সঙ্গে সঙ্গে প্রতিবছরই চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। দার্জিলিং চিড়িয়াখানায় শীতকালে যেমন প্রাণীদের জন্য মেঝেতে কাঠের পাটাতন বিছিয়ে দেওয়ার সঙ্গে রুম হিটার চালিয়ে দেওয়া হয় তেমনি আলিপুর চিড়িয়াখানায় গরমে প্রয়োজনে লাগিয়ে দেওয়া হয় 'এয়ার কুলার' বা ফ্যান। গরমের কথা মাথায় রেখে তৃণভোজী প্রাণীদের খাবারের মেনুতে বেশি করে সংযুক্ত করা হয় সরস ফল। যা দেহের জলের প্রয়োজন মেটাতে সাহায্য করে। তবে গরমের তীব্রতা না বাড়ায় এখনও প্রাণীদের খাঁচায় বরফ দেওয়া শুরু হয়নি বলে ওই আধিকারিক জানিয়েছেন।
ওই আধিকারিক বলেন, মে মাসের দিকে যখন গরম খুবই বেড়ে যায় তখন মাংসাশী প্রাণীদের খাবারের ক্ষেত্রে পরিবর্তন আনা হয়। মাংসাশী প্রাণীদের খাবার কিছুটা কমিয়ে স্যুপ জাতীয় খাবার বাড়িয়ে দেওয়া হয়। আধিকারিক জানান, গরমে মাংসাশী প্রাণীদের পেটের একটু সমস্যা হয়। সেজন্যই মাংসের পরিমাণ কমিয়ে স্যুপ, হাড়ের গুঁড়ো দেওয়া হয়। যদিও এই প্রাণীদের গা ভিজিয়ে দেওয়ার কাজ চলছে।
নানান খবর
নানান খবর

ভালবাসার নিজস্ব সময় এবং লয় আছে, দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট অভিষেকের

'শুধু মর্নিংওয়াক করলে সারাজীবনেও ভালবাসা হবে না', বিয়ের পরের দিনই স্বমহিমায় দিলীপ

দিলীপ ঘোষের প্রেম, বিয়ে আর ‘এন্ট্রি ফি’! ইকো পার্কে মর্নিং ওয়াক করতে গেলে কত খসাতে হয় জানেন?

প্রতিভার প্রকাশ, চিত্র শিল্পীদের উৎসাহিত করতে গ্যালারি গোল্ড-এ বিশেষ প্রদর্শনী

প্রথম স্ত্রীর অনুমতিতে বিয়ে করেছিলেন বান্ধবীকে, অরুণলাল দিলীপকে বলছেন 'তোয়াক্কা নয়'

‘আমাদের ডাল-ভাত বলেছিলেন, এবার ওঁরও ডাল জুটল’, দিলীপ বিয়েতে শুভেচ্ছা বৈশাখীর

রাজনৈতিক মতাদর্শকে সরিয়ে রেখে সৌজন্যের নজির, দিলীপ ঘোষকে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

কাজের ঢালাও প্রশংসা, কলকাতায় নতুন প্রজন্মের ক্যাডেটদের সংবর্ধনা দিলেন এনসিসি-র ডিরেক্টর জেনারেল

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লেদার কমপ্লেক্স এলাকায় বাইক দুর্ঘটনা, মৃত্যু যুবকের

শহর কলকাতায় ফের অস্বাভাবিক মৃত্যু, সরশুনায় ঝুলন্ত ব্যক্তির দেহ উদ্ধার!

অটিজম শিশুদের নিয়ে চিন্তা? একাধিক সংগঠনকে সঙ্গে নিয়ে পাশে দাঁড়াল এনআরএস হাসপাতাল

সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট করলে ক্ষতিপূরণ আদায় করতে হবে, কড়া হতে বললেন মমতা

দুই বাসের রেষারেষি, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

সপ্তাহের শুরুতেই বাংলাজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে পয়লা বৈশাখের আবহাওয়া?