বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

Some uncommon signs of diabetes

স্বাস্থ্য | ত্বকের চুলকানি, বাহুমূল এবং ঘাড়ের কালচে দাগ হতে পারে ডায়াবেটিসের লক্ষণ! সময় থাকতে সর্তক হবেন কীভাবে?

নিজস্ব সংবাদদাতা | ২৪ মার্চ ২০২৫ ১৬ : ০৫Akash Debnath


আজকাল ওয়েবডেস্ক: ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ, যা শরীরে রক্তের গ্লুকোজ বা শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। ইনসুলিন নামক হরমোন আমাদের শরীরের কোষগুলিকে শক্তি উৎপাদনের জন্য রক্ত থেকে শর্করা ব্যবহার করতে সাহায্য করে। ডায়াবেটিসে শরীর পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে না অথবা তৈরি হওয়া ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করতে পারে না। যার ফলে রক্তে শর্করা বেড়ে যায় এবং নানা জটিলতার সৃষ্টি করে।

ডায়াবেটিসের কিছু পরিচিত উপসর্গ যেমন ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত তৃষ্ণা পাওয়া বা ঝাপসা দৃষ্টির কথা আমরা প্রায় সকলেই জানি। তবে, আরও কিছু উপসর্গ রয়েছে, যা সচরাচর দেখা যায় না। আর সেই সুযোগেই নীরব ঘাতকের মতো হামলা করে ডায়াবেটিস।


১. ত্বকের পরিবর্তন: ডায়াবেটিসের কারণে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ত্বকে শুষ্কতা, চুলকানি, এমনকী সংক্রমণের মতো সমস্যাও দেখা যায়। বিশেষ করে, অ্যাকান্থোসিস নিগ্রিকানস নামক একটি ত্বকের সমস্যা ডায়াবেটিসের একটি চিহ্ন হতে পারে। এই সমস্যায় ঘাড়, বগল এবং কুঁচকির ত্বক কালো হয়ে যায়।

২. স্নায়ুর সমস্যা (নিউরোপ্যাথি): ডায়াবেটিস স্নায়ুর ক্ষতি করতে পারে, যার ফলে হাত ও পায়ে অসাড়তা, ঝিনঝিন করা বা ব্যথা অনুভূত হতে পারে। এছাড়াও, হজমের সমস্যা, যৌন দুর্বলতা এবং মাথা ঘোরার মতো সমস্যাও দেখা দিতে পারে।

৩. শ্রবণ ক্ষমতা হ্রাস: কিছু গবেষণায় দেখা গিয়েছে, ডায়াবেটিস শ্রবণ ক্ষমতা কমিয়ে দিতে পারে। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কানের স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে শোনার ক্ষমতা কমে যায়।

এই উপসর্গগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


Diabetes SymptomsDiabetesHealth Tips

নানান খবর

সোশ্যাল মিডিয়া