শুক্রবার ২১ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর
AD | ২০ মার্চ ২০২৫ ১৬ : ৪৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: একের পর এক রোমহর্ষক তথ্য সামনে আসছে উত্তরপ্রদেশের মিরাটের নেভি মার্চেন্ট সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে। পুলিশ জানিয়েছে, গত বছর নভেম্বর থেকে সৌরভকে হত্যার পরিকল্পনা করছিলেন স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল। ওই সময়ই ছুরি এবং ঘুমের ওষুধ কিনে রাখা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি স্ত্রী এবং মেয়ের জন্মদিন পালন করতে লন্ডন থেকে ফিরেছিলেন সৌরভ। ফেরার এক সপ্তাহের মধ্যেই নিষ্ঠুর ষড়যন্ত্রের শিকার হন তিনি। সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মুসকান এবং সাহিল খুনের পরিকল্পনা করেছিলেন খুব সাবধানে। অস্ত্র ও ঘুমের ওষুধ কেনা থেকে শুরু করে দেহ লোপাটের জায়গাও খুঁজে রেখেছিলেন সন্তর্পণে। মুসকান লম্বা ব্লেডওয়ালা দু'টি ছুরি কেনার সময় দোকানদারকে বলেছিলেন যে মাংস কাটতে এগুলি ব্যবহার করা হবে। স্থানীয় একটি ওষুধের দোকান থেকে নিষিদ্ধ ঘুমের ওষুধ কেনার সময় নানা প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। ২০১৯ সালে একটি স্কুল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাঁদের আলাপ হয়েছিল। দ্রুত সেই আলাপ প্রেমের সম্পর্কে পরিণত হয়। জল এতদূর গড়িয়েছিল যে সৌরভের সঙ্গে আর থাকতে চাইছিলেন মুসকান। সৌরভকে পথের কাঁটা ভাবতে শুরু করেছিলেন দু'জনেই। সেখান থেকেই হত্যার পরিকল্পনা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, সৌরভকে হত্যার পরিকল্পনাটি করেছিলেন তাঁর স্ত্রীই। স্বামীকে খুন করতে রাজি করাতে প্রেমিক সাহিলকে বোঝাতে শুরু করেছিলেন তাঁর মা মৃত্যুর ওপার থেকে স্ন্যাপচ্যাটের মাধ্যমে তাঁর সঙ্গে কথা বলছেন। এমনকি সাহিলের মায়ের পুনর্জন্মের গল্পও ফেঁদেছিলেন। ফেব্রুয়ারিতে সৌরভের ভারতে আসার কথা জানার পরেই হত্যার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু করে দেন যুগল।
২৫শে ফেব্রুয়ারি প্রথমবার খুনের চেষ্টা ব্যর্থ হয়েছিল। সৌরভকে ঘুমের ওষুধ মেশানো খাবার খেতে দিয়েছিলেন মুসকান। কিন্তু অজ্ঞান হওয়ার বদলে ঘুমিয়ে পড়েন সৌরভ। ৪ মার্চ মুসকান ফের তাঁর স্বামীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর সে সাহিলের সাথে সৌরভকে ছুরি দিয়ে হত্যা করেন। অপরাধ গোপন করার জন্য দু'জনে মিলে তাঁর দেহ টুকরো টুকরো করে দেন। খুনের আগেই মুসকান তাঁর ছয় বছরের মেয়েকে তাঁর দিদার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল।
মিরাটের এসপি আয়ুশ বিক্রম সিং পিটিআইকে বলেন, "প্রাথমিকভাবে তাঁদের পরিকল্পনা ছিল দেহাংশগুলি একটি নির্জন স্থানে ফেলে দেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা দু'জনেই দেহটিকে একটি ড্রামে ভরে সিমেন্ট এবং বালি ভরে দেওয়া হয়।''
খুনের পর দু'জনেই হিমাচল প্রদেশে গিয়ে তাঁদের অপরাধ গোপন করার চেষ্টা করেন। এরপর ১৭ মার্চ মিরাটে ফিরে আসে। পরের দিনই, সৌরভের পরিবারের অভিযোগের ভিত্তিতে, পুলিশ সন্দেহভাজন এই যুগলকে আটক করে। বাড়ি থেকে সৌরভের ছিন্নভিন্ন দেহ সম্বলিত নীল ড্রামটি উদ্ধারের পর তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতে মুসকান এবং সাহিলের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
নানান খবর

নানান খবর

'হানি-ট্র্যাপের ফাঁদে ৪৮ জন বিধায়ক', শোরগোল ফেলা দাবি কর্নাটকের মন্ত্রীর, তদন্তের দাবি

তথ্যপ্রযুক্তি আইন ব্যবহার করে কন্টেন্ট ব্লক-সেন্সরশিপের অভিযোগ, কেন্দ্রের বিরুদ্ধে মামলা করল ইলন মাস্কের সংস্থা 'এক্স'

শিশু-সহ ৩৫ জনেরও বেশি কামড়ে রক্তাক্ত, উন্মত্ত কুকুরকে পিটিয়ে মারল এক ব্যক্তি

যাত্রী তালিকা থেকে নম্বর নিয়ে লাগাতার অস্বস্ত্বিকর মেসেজ! তরুণীর অভিযোগে চাকরি গেল টিটিইর

বড়া-পাও খেয়ে অভিভূত, প্রশংসায় পঞ্চমুখ, পাকিস্তানি পাসপোর্টধারী মুম্বই বিমানবন্দরে ঘুরছেন খোশমেজাজে! কীভাবে সম্ভব?

‘পাকিস্তানের চেয়ে ভাল আছে ভারতের মহিলারা’, স্বামীর নির্যাতন থেকে বাঁচতে গুগল ম্যাপ ঘেঁটে ভারতে প্রবেশের চেষ্টা পাক যুবতীর

চিকেনের বদলে মোমোয় ঠাসা কুকুরের পুর! মোহালিতে চাঞ্চল্য

ভারতের নির্মাণ শিল্পে হানা দিলেন মার্কিন প্রেসিডেন্ট, কতটা প্রভাব পড়বে বাজারে

হোলিতে শ্বশুরের সাথে 'দুষ্টুমি' বউমার! অভিমানে যা কাণ্ড ঘটাল বউমা...

‘ওর ফাঁসি চাই’, জামাইকে ১৫ টুকরো, শুনে মেয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন মুসকানের বাবা-মা

বন্ধ ঘরে চুমুতে মগ্ন যুগল, দরজা খুলেই আঁতকে উঠলেন বাবা, শেষমেশ পরিণতি যা হল...

৩০-এর বেশি ছাত্রীকে যৌন হেনস্থা, পর্ন সাইটে শেয়ার অশ্লীল ভিডিও, যোগীরাজ্যের অধ্যাপকের কুকীর্তি ফাঁস

‘কেওয়াইসি’ নিয়ে বড় সিদ্ধান্ত! ব্যাঙ্কগুলিকে কী নির্দেশ দিলেন আরবিআই গভর্নর

ইউটিউব দেখে প্রশিক্ষণ, ৫৯ বছরের ভারতীয় মহিলা বয়সকে তুচ্ছ করে পৌঁছে গেলেন এভারেস্ট বেস ক্যাম্পে!

মোবাইলের ‘সার্চ’ অপশনে গিয়ে ক্লিক করছেন, এই শব্দটি লিখলেই সর্বনাশ