বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | নয় মাস মহাকাশে কীভাবে বেঁচে থাকলেন সুনীতারা, কী খেয়ে দিন কাটাতেন তাঁরা?

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৯ মার্চ ২০২৫ ০৯ : ৫২Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর সহ মোট চার জনকে নিয়ে ফ্লোরিডা উপকূলে সফলভাবে অবতরণ করেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন। বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে তাঁদের আট দিনে অভিযান পরিণত হয় নয় মাসের দীর্ঘ অপেক্ষায়।

পৃথিবী থেকে ২৫৪ মাইল (৪০৯ কিমি) উপরে অবস্থিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। প্রায় ২৫ বছর ধরে বিশ্বের নানা দাশের নভোচারীদের আতিথেয়তা দিয়ে আসছে। আমেরিকা এবং রাশিয়া মূলত ফুটবল মাঠের আকারের এই গবেষণাগারটি পরিচালনা করে। এটি বৈজ্ঞানিক সহযোগিতার একটি মূল কেন্দ্র হিসেবে কাজ করে। 

বুচ এবং সুনীতা দু'জনেই নৌবাহিনীর পরীক্ষামূলক পাইলট ছিলেন। পরে তাঁরা নাসায় যোগ দেন। ৬২ বছর বয়সী বুচ টেনেসিতে হাই স্কুল এবং কলেজ জীবনে ফুটবল খেলোয়াড় ছিলেন। আর ৫৯ বছর বয়সী সুনীতা ম্যাসাচুসেটসের নিডহ্যামের একজন প্রতিযোগিতামূলক সাঁতারু এবং দৌড়বিদ ছিলেন। মহাকাশে থাকাকালীন বুচ তাঁর ছোট মেয়ের কলেজের বেশিরভাগ সময় মিস করেছেন। অন্যদিকে, সুনীতা মহাকাশ থেকে ইন্টারনেট কলের মাধ্যমে তাঁর স্বামী, মা এবং আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।

মাসের পর মাস মহাকাশে থাকার ফলে নানা শারীরিক সমস্যার মুখোমুখি হতে হয় মহাকাশচারীদের। যার মধ্যে রয়েছে পেশী এবং হাড়ের ক্ষয়, শরীরে তরলের ঘাটতি যার ফলে কিডনিতে পাথর হতে পারে, দৃষ্টি সমস্যা এবং মাধ্যাকর্ষণে ফিরে আসার পরে ভারসাম্য ফিরে পাওয়া। এই সব সমস্যার জন্য ভালভাবেই দু'জনকে প্রস্তুত করেছে নাসা। আইএসএস-এ যাওয়ার তিন মাস পর থেকে সেখানকার কমান্ডার ছিলেন সুনীতা। বাড়ি ফেরার আগের দিন পর্যন্ত তিনি সেই দায়িত্বেই ছিলেন।

সুনীতা এবং বুচ কী খেতেন মহাকাশে, নয় মাস ধরে তাঁরা কীভাবে বেঁচে ছিলেন?

গত বছরের ১৮ নভেম্বর, দ্য নিউ ইয়র্ক পোস্ট তাঁদের একটি প্রতিবেদনে জানিয়েছিল, বুচ এবং সুনীতা আইএসএস-এ পিৎজা, রোস্টেড চিকেন এবং চিংড়ির ককটেল খাচ্ছিলেন। প্রতিবেদনে উল্লেখিত বোয়িং স্টারলাইনার মিশনের বিষয়গুলির সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, ক্রুদের পুষ্টিকর খাদ্য খাওয়ারই শুধু নির্দেশ ছিল। মহাকাশচারীদের প্রাতঃরাশে সিরিয়াল, গুঁড়ো দুধ, পিৎজা, রোস্ট চিকেন, চিংড়ি ককটেল এবং টুনা খাওয়ার সুযোগ ছিল। নাসার চিকিৎসকরা তাঁদের ক্যালোরি গ্রহণের উপর একটানা নজরদারি করত। ৯ সেপ্টেম্বর নাসা-প্রকাশিত একটি ছবিতে বুচ এবং সুনীতাকে আইএসএস-এ খাবার খেতে দেখা গিয়েছিল। প্রথমে তাজা ফল এবং সবজি পাওয়া যেত। কিন্তু তা তিন মাসের মধ্যেই শেষ হয়ে যায়। 

সমস্ত মাংস এবং ডিম আগে থেকে পৃথিবীতে রান্না করা। কেবল গরম করার প্রয়োজন হত। স্যুপ, স্টু এবং ক্যাসেরোলের মতো ডিহাইড্রেটেড খাবারগুলিকে আইএসএসের ৫৩০ গ্যালন বিশুদ্ধ জলের ট্যাঙ্কের জল ব্যবহার করে পুনরায় হাইড্রেট করা হত। স্টেশনটি মহাকাশচারীদের প্রস্রাব এবং ঘাম খাওয়ার জন্য বিশুদ্ধ জলে পরিণত করে পুনর্ব্যবহার করে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সুনীতাদের ওজন কমে যাওয়ার পিছনে খাবারের পরিমাণ কম থাকা নয়। আইএসএস-এ পর্যাপ্ত পরিমাণে খাবার রাখা থাকে।


Sunita WilliamsButch WilmoreNASAInternational Space StationISS

নানান খবর

নানান খবর

পৃথিবীর মাটি ছোঁয়ার আগেই আতঙ্কের চূড়ান্ত! কী হয়েছিল সুনীতাদের ল্যান্ডিংয়ের ঠিক আগেই, শুনলে চমকে যাবেন

ইজরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ৩২৬, ফের যুদ্ধ শুরু আশঙ্কা 

বাংলাদেশের শ্রমিক নেতার অন্ডকোষ কামড়ে নিয়ে দৌড়ে পালাল শিয়াল

'মমির মতো পেঁচিয়ে ফেল', যৌনসুখ বৃদ্ধি করতে নতুনত্ব আনতে গিয়েই ঘটল সর্বনাশ! কপাল পুড়ল ওনলিফ্যানস মডেলের

পাকিস্তানের মাটিতে ভারতীয় সিনেমার জয়জয়কার, রইল ভিডিও

আমরা সবাই ‘সুনীতা উইলিয়ামস’, মাদুরাইতে ধরা পড়ল অন্য এক চিত্র

মাত্র ছয় ঘণ্টায় একটি আস্ত রেল স্টেশন তৈরি করছে জাপান! কোন যাদুবলে এই অসাধ্যসাধন

৮০ বছর ঘরে ফেরার অপেক্ষা, স্বামীর বালিশ জড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ ১০৩ বছরের বৃদ্ধার

‘ঘরের মেয়ে ঘরে ফিরুক’, সুনীতার জন্য গুজরাটের গ্রামে জ্বলছে প্রদীপ, ঘরে ঘরে প্রার্থনা, কারণ জানেন?

দৃষ্টিহীন হয়ে যেতে পারেন, রয়েছে ক্যানসারের ভয়, পৃথিবীতে ফিরে সুনীতাদের কাছে কী কী চ্যালেঞ্জ?

ডোনাল্ড ট্রাম্পের জগতে পা রাখলেন নরেন্দ্র মোদি, 'খাতা' খুললেন ট্রুথ সোশ্যালে, কী লিখলেন

শেষকৃত্য সারা হবে কীভাবে, জীবনের শেষ সময়ে কোন ইচ্ছে প্রকাশ করে যান মানুষ? সমীক্ষায় উঠে এল চমকপ্রদ তথ্য

৯ মাস মহাকাশে ‘ওভার টাইম’, সুনীতাদের কত এক্সট্রা টাকা গুনতে হবে নাসাকে?

অদ্ভূত, ৬ বছর ধরে ছুটি কাটিয়েও মাসের পর মাস পুরো বেতন ভোগ করেছেন এই সরকারি কর্মী! ফাঁস হতে...

উত্তর মেসিডোনিয়ার কোচানিতে নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত বেড়ে অন্তত ৫৯

সোশ্যাল মিডিয়া