মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
সম্পূর্ণ খবর

AD | ১৮ মার্চ ২০২৫ ১৯ : ৫১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে বাড়ল গন্ডারের সংখ্যা। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার জলদাপাড়ার জাতীয় উদ্যান এবং জলপাইগুড়ি জেলার গরুমারা জাতীয় উদ্যান ও চাপরামারী অভয়ারণ্যে একশৃঙ্গ গন্ডারের বসবাস। ২০১৩ সালে রাজ্যে গন্ডার ছিল প্রায় ২৩৯টি। ২০২৫ সালের গন্ডার শুমারি থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই তিন জঙ্গলে গন্ডারের সংখ্যা এখন প্রায় ৩৯২টি। গন্ডারের সংখ্যা বাড়লেও জঙ্গলে পুরুষ প্রজাতির গন্ডারের তুলনায় স্ত্রী প্রজাতির গন্ডারের অনুপাত বেশ কম। সাধারণত প্রতিটি পুরুষ গন্ডারের সাপেক্ষে অন্তত ২ থেকে ৩ টি মাদি গন্ডার জঙ্গলে থাকা প্রয়োজন। এর পরিমাণ কমলে এলাকা দখল ও সঙ্গিনী দখলের প্রবণতা বাড়ার পাশাপাশি পুরুষ গন্ডারদের জঙ্গল ছেড়ে বাইরে বেড়িয়ে আসার প্রবণতাও বাড়ে। এবারের সমীক্ষায় জানা গিয়েছে গরুমারা ও সংলগ্ন চাপরামারিতে একটি পুরুষ গন্ডারের সাপেক্ষে মাদি গন্ডারের অনুপাত মাত্র ১.৫৯টি। এক সময় গরুমারায় স্ত্রী গন্ডারের চেয়ে পুরুষ গন্ডারের সংখ্যা বেশি হয়ে গিয়েছিল, সেই তুলনায় পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটেছে। পাশাপাশি জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রতিটি পুরুষ গন্ডারের সাপেক্ষে মাদি গন্ডারের অনুপাত মাত্র ১.১৩টি।
২০২৫ সালের সমীক্ষার তথ্য থেকে জানা গিয়েছে জলদাপাড়ায় গন্ডার রয়েছে ৩৩১টি, গরুমারা এবং চাপরামারিতে ৬১টি। তিন জঙ্গল মিলিয়ে রাজ্যে গন্ডারের সংখ্যা মোট ৩৯২টি। গরুমারা ও তার সংলগ্ন চাপরামারির ৬১টি গন্ডারের ৬০-৬২ শতাংশ প্রাপ্তবয়স্ক। ১০-১২ শতাংশ উঠতি বয়সী এবং ২৬ থেকে ২৮ শতাংশ শিশু। পাশাপাশি জলদাপাড়া জাতীয় উদ্যানের ৩৩১টি গন্ডারের ৭০-৭২ শতাংশই প্রাপ্তবয়স্ক বলে জানা গিয়েছে। এই জঙ্গলে ৮-৯ শতাংশ উঠতি বয়সী এবং ১৯ থেকে ২১ শতাংশ শাবক রয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। গন্ডারের সংখ্যার নিরিখে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের পরেই দেশের মধ্যে জলদাপাড়ার অবস্থান দ্বিতীয়।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালে জলদাপাড়ায় গন্ডার ছিল ২৯২টি। গরুমারা ও চাপরামারিতে ৫৫টি। মোট ৩৪৮টি। ২০১৯ সালে জলদাপাড়ায় গন্ডার ছিল ২৩৭টি, গরুমারা ও চাপরামারিতে ৫২টি। মোট ২৮৯টি। ২০১৫ সালে জলদাপাড়ায় গন্ডার ছিল ২০৪টি। গরুমারা ও চাপরামারিতে ৪৯টি। মোট ২৫৩টি। ২০১৩ সালে জলদাপাড়ায় গন্ডার ছিল ১৮৬টি। গরুমারা ও চাপরামারিতে ৪৩টি। মোট ২২৯টি । এই তথ্য থেকে স্পষ্ট হয় রাজ্যের দুই জাতীয় উদ্যানে গন্ডারের সংখ্যা ভালোভাবে বাড়ছে।
রাজ্যের জঙ্গল গুলিতে গন্ডারের সংখ্যা জানতে বনদপ্তরের পক্ষ থেকে ৩রা মার্চ থেকে ৬ই মার্চ পর্যন্ত গন্ডারশুমারি করা হয়েছিল। এই সমীক্ষাতে ভারতের একশৃঙ্গ গণ্ডারের জনসংখ্যা, স্বাস্থ্য, লিঙ্গ, অনুপাত, বয়স, শারিরীক বৈশিষ্ট্য ও বাসস্থানের ব্যবহার সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা হয়। এই কাজের জন্য জলদাপাড়া, গরুমারা ও চাপরামারির জঙ্গলের ৩৯৬ বর্গকিলোমিটার এলাকাকে ৯৯টি ব্লকে ভাগ করা হয়৷ প্রতিটি ব্লকে চার জনের একটি করে দল পর্যবেক্ষণ চালিয়ে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। এই কাজে ৬৩১জন বনবিভাগের কর্মীর পাশাপাশি ১৫টি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য অংশ নিয়েছিলেন। ৮৫টি কুনকি হাতিকেও ব্যবহার করা হয়। মঙ্গলবার বনদপ্তরের পক্ষ থেকে এই সমীক্ষারই ফলাফল প্রকাশ করা হয়েছে।
নানান খবর

নানান খবর

মাটির টানে ১৩ হাজার কিমি পাড়ি, মিনেসোটা থেকে খড়দহে হাজির টেম্পরি, কী খুঁজছেন?

কোথাও শিলাবৃষ্টি, কোথাও তুমুল ঝড়, টানা তিনদিন জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা, জারি কমলা সতর্কতা

রাত তিনটেয় বারাসত আদালতের বিচারকক্ষে কারা? শুনলে চমকে উঠবেন আপনিও

লাইসেন্সবিহীন পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, মেমারি থেকে গ্রেপ্তার বিজেপি নেতা

বড় নজির, এই প্রথম রাজ্যে জেলা হাসপাতালে হল স্তনের পুনর্গঠন

ফুরফুরাবাসীর চাহিদা হল পূরণ, মমতার ঘোষণায় হবে হাসপাতাল, কলেজ

পুজোয় মাইক বাজানো নিয়ে বিবাদ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির

'একলাখ না পারলে পঞ্চাশ হাজার দিন', একমাসের শিশুকে বিক্রি করতে দরজায় দরজায় ঘুরল দম্পতি, পরিণতি যা হল

মেয়েকে বাড়িতে রেখে কাজে যেতেন বাবা-মা, তিন বৃদ্ধের দিনের পর দিন ধর্ষণ, অন্তঃসত্ত্বা নাবালিকা

‘বাংলার মাটি সম্প্রীতির মাটি’, এক দশক পর ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী

ছ'টি প্যাকেটে তিন কোটি টাকার হেরোইন! গ্রেপ্তার যুবক, মুর্শিদাবাদে চাঞ্চল্য

শেষরক্ষা হল না, কলকাতায় ডাকাতি করতে যাওয়ার আগেই বারুইপুরে গ্রেপ্তার সাত ডাকাত

আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার জেলা বিজেপির কোষাধক্ষ্য, চাকরি প্রতারণার অভিযোগে সরব তৃণমূল

ভিন্ন ধর্মের ছেলেকে বাড়ির অমতে বিয়ে, জীবীত মেয়ের শ্রাদ্ধ করলেন পরিবারের সদস্যরা! চোপড়ায় বেনজির কাণ্ড

নওয়া পাড়ায় গ্যাস ট্যাঙ্কার উল্টে আতঙ্ক, এলাকায় জোরদার নিরাপত্তা