রবিবার ২০ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৭ মার্চ ২০২৫ ২০ : ২৪Rajat Bose
মিল্টন সেন, হুগলি: ফুরফুরাবাসীর চাহিদা পূরণ হল। আর সেটা পূরণ হল চাওয়ার আগেই। ফুরফুরায় ইফতারে যোগ দিয়েই প্রয়াত পির আবু বক্কর সিদ্দিকীর প্রয়াণ দিবসে তাঁরই নামে হাসপাতাল, প্রস্তাবিত পলিটেকনিক কলেজ এবং বাস স্ট্যান্ডের নামকরণ করার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার রমজান মাসের ইফতারে যোগ দিতে ফুরফুরা পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিকেল পাঁচটা বাজার কয়েক মিনিট আগেই, ফুরফুরা পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়। মুখ্যমন্ত্রী হওয়ার পর এবার তৃতীয় বারের জন্য ফুরফুরা এলেন মমতা ব্যানার্জি। ফুরফুরার ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে পির আবু বক্কর সিদ্দিকীর মাজারে উপস্থিত হন। রাস্তার উপর কনভয় থামিয়ে পায়ে হেঁটেই মাজারে প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। মাজারে যাওয়ার পথে রাস্তার ধারে তাঁর নজর পরে এক পান ও খাবার বিক্রেতার দিকে। সোজা চলে গিয়ে তার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন রঙের মোরব্বা হালুয়া গজা বিক্রি করছিলেন প্রবীণ ওই বিক্রেতা। কি বিক্রি করছেন জানতে চান? হাসতে হাসতে মুখ্যমন্ত্রী কে উত্তর দেন ইসমাইল মুফতি। মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন, ভাল আছেন সব। কি বিক্রি করছেন ? ঢাকা দিয়ে বিক্রি করুন। এরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবু বক্কর সিদ্দিকীর মাজারের দিকে যান। এদিন ইফতার শুরু হওয়ার আগে ফুরফুরায় নবনির্মিত আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং মুসাফিরখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংক্ষিপ্ত বক্তব্যে মুখ্যমন্ত্রী ফুরফুরায় প্রয়াত পির আবু বক্কর সিদ্দিকীর নামে পলিটেকনিক কলেজ এবং বাস স্ট্যান্ডের নামকরণ করেন। বলেন, আমি ফুরফুরায় এই প্রথম এলাম না। এর আগেও অনেকবার এসেছি। আকবর আলি খোন্দকার যখন বেঁচে ছিলেন, তখন উনি মাঝে মাঝেই আসতে বলতেন। আমি আসতাম। মুখ্যমন্ত্রী বলেছেন, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কেউ এই প্রশ্ন করেন না। আমি যখন কালীপুজো করি তখন তো এই প্রশ্ন করেন না। জেনে রাখুন আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালে যাই। আমি রোজা নিজে করি। ইফতারে যাই, ঈদে যাই। আবার পাঞ্জাবীদের গুরুদুয়ারাতেও যাই, গুজরাটিদের ডাণ্ডি নাচে অংশগ্রহণ করি। মহাবীর জয়ন্তীতে যাই, দোল পূর্ণিমাতে যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি। সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি। আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করি। সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি এটাই আমাদের বার্তা সবাইকে ভাল রাখার জন্য।
পলিটেকনিক কলেজ যখন তৈরি হবে আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং নিক ছেলেমেয়েরা। তাতে কি হবে তারা ভবিষ্যতে চাকরি–বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বক্কর সাহেবের নামেই হবে। আর হাসপাতালটা যখন হবে তখন ওনার নামই হবে। যে একশ বেডের হাসপাতালটা তৈরি হয়েছে। ওটার কাজ অনেকটাই হয়ে গেছে। কাজ শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা কোর্টে আটকে আছে। এবং আমার তৈরি করার লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদের আমরা অ্যাপয়েন্ট করতে পারছি না। একটা হাসপাতাল তো এমনিতে হয়ে যায় না, সেখানে ডাক্তারি দিতে নার্স দিতে হয়। যখন এগুলো হয়ে যাবে এবং পলিটেকনিক কলেজটা হয়ে গেলে ওটাও আবু বক্কর সাহেবের নামেই হবে। সন্ধে ৬ টা নাগাদ ইফতার থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয় মুখ্যমন্ত্রীর কনভয়। উপস্থিত ছিলেন পিরজাদা ত্বহা সিদ্দিকী, মেহরব সিদ্দিকী, কাসেম সিদ্দিকী, নাজমুর শাহাদাত সিদ্দিকী প্রমুখ পিরজাদারা। ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, জেলা শাসক মুক্তা আর্য, ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং, পুলিশ সুপার হুগলি গ্রামীণ কামনাসিস সেন প্রমুখ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। ফেরার পথে ফুরফুরায় উজল পুকুর ধারে কনভয় থামিয়ে মারুফ সিদ্দিকি ও সায়াদাত সিদ্দিকির বাড়িতে ঢুকে পড়েন। তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। বাইরে বেরিয়ে গাড়িতে ওঠার সময় মুখ্যমন্ত্রী সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা ও রমজান মাসের শুভেচ্ছা জানান।
ছবি: পার্থ রাহা।
নানান খবর
নানান খবর

সূর্যের হাসি এখন বাঁকুড়ার লাল মাটিতে, সূর্যমুখী চাষে কৃষিতে নতুন জোয়ার

প্রীতিভোজের আসরে পুলিশ পৌঁছতেই বেপাত্তা বরের বাড়ির লোকজন, কনে গেল 'হোম'-এ, কারণ কী?

কড়া হাতে পরিস্থিতির মোকাবিলা, স্বাভাবিক হচ্ছে ধুলিয়ান, খুলছে দোকানপাট, গ্রেপ্তার ২৮৯

সাতসকালে লোকালয়ে একাধিক বাইসন, হামলায় গুরুতর জখম গ্রামবাসী, আতঙ্ক এলাকায়

উত্তরে দুর্যোগ, দক্ষিণে ফিরছে তাপপ্রবাহ! একধাক্কায় ৫ ডিগ্রি বাড়বে পারদ, বড় অ্যালার্ট হাওয়া অফিসের

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল! তা নিয়ে দু’পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

সপ্তসিন্ধু জয় করার লক্ষ্যে বড় পদক্ষেপ, জিব্রাল্টার প্রণালী পার করল কালনার সায়নী

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা