
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আপনি কি কখনও কল্পনা করেছেন যে একজন ব্যক্তির একটি ট্রেনের মালিকানা আছে? ভারত সরকারের অধীনস্থ সংস্থা ভারতীয় রেল। কিন্তু রেলের একটি ভুলের কারণে একজন ব্যক্তি কিছু সময়ের জন্য গোটা একটি ট্রেনের মালিক হয়ে গিয়েছিলেন। কোনও জালিয়াতি বা অসৎ উপায়ে নয়, বরং আইনি ভাবেই মালিকানা পেয়েছিলেন ওই ব্যক্তি।
আমরা যার কথা বলছি তিনি হলেন সম্পুরণ সিং। পাঞ্জাবের লুধিয়ানার কাটানা গ্রামের একজন সাধারণ কৃষক একটি সম্পূর্ণ ট্রেনের মালিক হয়েছিলেন। তবে, এই মালিকানা মাত্র কয়েক ঘন্টার জন্য স্থায়ী হয়েছিল। দিল্লি থেকে অমৃতসরগামী দিল্লি-অমৃতসর স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের মালিক হয়ে গিয়েছিলেন কয়েক ঘণ্টার জন্য। আসলে, ২০০৭ সালে রেল লুধিয়ানা-চণ্ডীগড় রেললাইন নির্মাণের জন্য কৃষকদের থেকে জমি কিনেছিল। সম্পুরণ সিং-এর জমির উপর দিয়ে রেললাইনে যাওয়ার পরিকল্পনা ছিল। সম্পুরণের থেকে প্রতি একর ২৫ লক্ষ টাকা দাম দিয়ে জমি কিনেছিল রেল।
কিছুদিন পর বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন সম্পুরণ সিং জানতে পারেন যে রেল প্রতি একর ৭১ লক্ষ টাকা দরে কাছের একটি গ্রামে একই পরিমাণ জমি অধিগ্রহণ করেছে। সম্পুরণ রেলওয়ের এই দ্বিমুখী নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। শুনানির সময় আদালত রেলকে ক্ষতিপূরণের পরিমাণ ২৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫০ লক্ষ টাকা করার নির্দেশ দেয়। যা পরে এক কোটি ৪৭ লক্ষ টাকা করা হয়। আদালত উত্তর রেলকে ২০১৫ সালের মধ্যে সম্পুরণকে এই পরিমাণ অর্থপ্রদানের নির্দেশ দেয়। কিন্তু রেল মাত্র ৪২ লক্ষ টাকা পরিশোধ করে। বাকি ১.০৫ কোটি টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। আদালতের আদেশের পরেও রেল ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়ায় ২০১৭ সালে জেলা ও দায়রা আদালতের বিচারক জসপাল বর্মা লুধিয়ানা স্টেশনে ট্রেন বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। এর পাশাপাশি স্টেশন মাস্টারের অফিসও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়। আদালতের আদেশের পর, সম্পুরণ স্টেশনে পৌঁছে সেই সময়ে সেখানে উপস্থিত অমৃতসর স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস ট্রেনটি বাজেয়াপ্ত করেন এবং সেই ট্রেনের মালিক হন। বেশ কিছুক্ষণ পর সেকশন ইঞ্জিনিয়ার আদালতের একজন আধিকারিকের সহায়তায় ট্রেনটি ছাড়িয়ে নিয়ে যান। রিপোর্ট অনুযায়ী, এই মামলাটি এখনও আদালতে বিচারাধীন।
(ছবি: সংগৃহীত)
কিস্তওয়ারে জঙ্গিদের ঘিরে ফেলল সেনা, চলছে গুলির লড়াই
ধুলোঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি, কয়েক ঘণ্টায় লন্ডভন্ড দিল্লি, প্রাণ গেল ২ জনের, ব্যাহত বিমান পরিষেবা
দিল্লিতে দুর্যোগ, ধুলোঝড়-প্রবল শিলাবৃষ্টি, মাঝ আকাশে বিপর্যয়ের মুখে বিমান
২৪ ঘণ্টার মধ্যে ছাড়তে হবে দেশ, ভারতে অবাঞ্ছিত ঘোষণা পাক হাই কমিশনের আরও এক আধিকারিককে
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর
আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়
অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়
পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে
ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে
'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট