সোমবার ২১ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
MD Rehan | | Editor: MD REHAN ১৮ ডিসেম্বর ২০২৩ ০৭ : ২৩
বারাণসীর উমরাহায় নবনির্মিত স্বরভেদ মহামন্দির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্বোধনের পর মন্দির পরিদর্শন করেন তারা। স্বরভেদ মন্দির ভারতের সামাজিক ও আধ্য়াত্মিকতার এক আধুনিক প্রতীক। দেশের ইতিহাসের এক জীবন্ত উদাহরণ এই মন্দির। মন্দিরের দ্বারোদ্ঘাটনে পূজার প্রত্যেক আহুতি বিকশিত ভারত যাত্রার সংকল্পকে সফল করবে। মন্তব্য প্রধানমন্ত্রীর।