বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | স্ত্রীকে আর্মব্যান্ড পরালেন শুভাশিস, ম্যাকলারেন-দিমিত্রিদের সঙ্গে ভিকট্রি ল্যাপে জুনিয়র দলের ১০০ জন ফুটবলার

Sampurna Chakraborty | ০৯ মার্চ ২০২৫ ০১ : ৩১Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে লিগ শিল্ড জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। শনিবাসরীয় সন্ধেয় মোহনবাগান দলের হাতে তুলে দেওয়া হল শিল্ড। বাঁধনহারা উচ্ছ্বাসে ভাসে ফুটবলাররা। আইএসএল লিগ শিল্ড জিতে পরিবারের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন মোহনবাগানের ফুটবলাররা। অধিনায়ক শুভাশিস বসুর পুরো পরিবার হাজির ছিল। বাবা, মা, স্ত্রীকে নিয়ে ফটো সেশনে মাতেন। মাঠে দাঁড়িয়েই মেডেল এবং অধিনায়কের আর্মব্যান্ড স্ত্রী কস্তুরী ছেত্রীকে পরিয়ে দেন মোহনবাগানের অধিনায়ক। স্ত্রীর সঙ্গে উদযাপন করলেন হোসে মোলিনা। শিল্ড ধরে ছবি তুলতে দেখা যায় সস্ত্রীক কামিন্সকে। শনিবাসরীয় রাতের যুবভারতী দেখল একটি অভিনব দৃশ্য। অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ এবং এফএসডিএলের দল স্টেডিয়ামে হাজির ছিল। মোহনবাগান কোচ এবং ফুটবলাররা শিল্ড নিয়ে পুরো মাঠ পরিদর্শন করে। সেই ভিকট্রি ল্যাপে যোগ দেয় মোহনবাগানের জুনিয়র দলের প্রায় একশো জন ফুটবলার। বার্সিলোনার ধাঁচে চলে এই ল্যাপ। 

স্টেডিয়াম সংলগ্ন পাঁচতারা হোটেলেও চলে সেলিব্রেশনের রেশ। খুদে সমর্থকদের সইয়ের আবদার মেটাতে হয় শুভাশিসকে‌‌। লবিতে চলে সেলফির পালা। আপাতত ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন মোলিনা। ১৮ মার্চ আবার প্রস্তুতি শুরু হবে। তার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে চায় ফুটবলাররা। দিমিত্রি বলেন, 'পরিবারের সঙ্গে ছোট বিরতি উপভোগ করতে চাই। তারপর আবার খেলায় মনোযোগ দেব।' চ্যাম্পিয়নশিপ নিয়ে ভাবতে চান না জেমি ম্যাকলারেন।‌ এই মুহূর্তে সময়টা উপভোগ করতে চান। ম্যাকলারেন বলেন, 'বিশেষ অনুভূতি। ওড়িশার বিরুদ্ধে আমরা ট্রফি নিশ্চিত করি। কিন্তু মুহূর্তটা উপভোগ করা খুবই গুরুত্বপূর্ণ। ট্রফি, মেডেল হাতে পাওয়া দারুণ অনুভূতি। আমাদের আরও একটা ট্রফি জেতার সুযোগ আছে। আমরা সেটার জন্য মুখিয়ে আছি। মুহূর্তটা উপভোগ করতে চাই। ছোটবেলা থেকেই বড় ক্লাবে খেলা লক্ষ্য ছিল। আগেও খেলেছি, এবারও খেলে চ্যাম্পিয়ন হলাম। সমর্থকরা খুশি হয়ে বাড়ি ফিরবে। ওদের আনন্দ দিতে পেরে ভাল লাগছে।' 

চলতি আইএসএলে ১৫টি ক্লিনশিট রাখে মোহনবাগান। অভিনব রেকর্ড। তার মূলে টম অ্যালড্রেড এবং অ্যালবার্তো রডরিগেজ‌‌। প্রথম বছরই দু'জনের মধ্যে বোঝাপড়া নজর কাড়ে। কেরিয়ারের প্রথম বড় টুর্নামেন্ট জিতে উচ্ছ্বসিত টম। বলেন, 'আমার প্রথম লিগ খেতাব। ফ্যানদের ধন্যবাদ। আমরা এবার চ্যাম্পিয়নশিপ জেতার চেষ্টা করব। আমি অনেক দেশে খেলেছি, তবে অ্যালবার্তোর সঙ্গে পার্টনারশিপ বা বোঝাপড়া সবচেয়ে ভাল। আমরা গোল পেলেও ডিফেন্ডার হিসেবে আমাদের প্রাথমিক কাজ ক্লিনশিট রাখা।' আপাতত কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার নতুন উদ্যমে চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে ঝাঁপাবে সবুজ মেরুন ব্রিগেড।


Mohun BaganLeague ShieldISL

নানান খবর

নানান খবর

১৪ বছর আগের সাক্ষাৎকার শুনে নিজেই বিস্মিত কোহলি, বলছেন, 'নিজেও জানি না কী বলেছিলাম!'

'ও মহাসমুদ্র...', কোহলি-রোহিত নন, জনপ্রিয় গায়ক হানি সিংয়ের পছন্দ এই তারকা ক্রিকেটার

দূরে সরিয়ে রেখেছেন আইপিএলের আর্থিক প্রলোভন, নিষেধাজ্ঞা নিয়েও চিন্তিত নন, এই তারকা খেলতে চান কেবল দেশের হয়েই, আজকের দিনে বিরল!

একেই বলে প্রত্যাবর্তন, মেসি ম্যাজিকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ চারে

ইডেনে ফিরল পিচ বিতর্ক, লখনউ ম্যাচে হারের পর দুই কর্তার কথোপকথন প্রকাশ্যে আসতেই যা হল.‌.‌.‌

গতির ঝড় তুললেন আর্চার, গিলের উইকেট ওড়ালেন রাজস্থানের তারকা পেসার

পন্থের অখেলোয়াড়োচিত দুষ্টুমিতেই ম্যাচ হেরেছে কলকাতা! লখনউ অধিনায়কের কৌশল নিয়ে তুঙ্গে বিতর্ক

পাঁচটি ম্যাচে ২টিতে জয়, শক্তি বাড়াতে কলকাতা নিল তরুণ তারকাকে, গতির ঝড় তুলতে পারেন বল হাতে

রান নেই রোহিতের ব্যাটে, আইপিএলের মধ্যে দিয়ে এলেন নিজের জার্সি

সামনে ফ্রান্স মানেই বিপজ্জনক মার্টিনেজ, মাঠে নামার আগে সাঁ জাঁকে বিরাট বার্তা আর্জেন্টাইন গোলকিপারের

ব্যাটে ক্যালিপসোর মূর্ছনা তুলে রাসেলকে ধ্বংস করলেন পুরান, দুই ক্যারিবিয়ানের ব্যক্তিগত ডুয়েল জিতলেন লখনউ তারকা

দেড় বছর পরে গোল, গোল করে ভাইকে খুঁজলেন আপুইয়া, শেষ পর্যন্ত কি পেলেন?

আইপিএলে রান নেই, এর মধ্যেই বিরাট সম্মান পেতে চলেছেন রোহিত শর্মা

টি২০ ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ হল বিরাটের, সবচেয়ে বেশি রান কার জানুন 

ভরা আইপিএলের মাঝেই বিজেপিতে যোগ দিলেন ধোনির চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা, কে তিনি?

আইপিএল লাইভ স্কোর

সোশ্যাল মিডিয়া