শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

নিজস্ব সংবাদদাতা | ১০ এপ্রিল ২০২৫ ১৩ : ২১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: খাবার খাওয়ার পরেই তৎক্ষণাৎ মলত্যাগের বেগ আসার কারণ হতে পারে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স। এটি একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া যা খাবার গ্রহণের পর ঘটে থাকে। কিন্তু কেন এমন হয়?
আসলে যখন আমরা খাবার খাই, তখন আমাদের পাকস্থলী প্রসারিত হয়। এই প্রসারণ একটি স্নায়বিক সংকেত পাঠায় যা কোলনের (বৃহদন্ত্র) পেশীগুলিকে সংকুচিত করতে উদ্দীপিত করে। এই সংকোচন কোলনের মধ্যে থাকা মলকে দ্রুত মলদ্বারের দিকে ঠেলে দেয়, যার ফলে মলত্যাগের বেগ অনুভব হয়।
এছাড়াও খাবার গ্রহণের পর আমাদের শরীরে কিছু হরমোন নিঃসৃত হয়, যেমন কোলিসিস্টোকাইনিন এবং গ্যাস্ট্রিন। এই হরমোনগুলিও কোলনের সংকোচন বাড়াতে সাহায্য করে এবং মলত্যাগের প্রক্রিয়াকে দ্রুত করে তোলে।
কোনও কোনও ব্যক্তির কোলন অন্যদের তুলনায় বেশি সংবেদনশীল হতে পারে। এর ফলে সামান্য খাবার গ্রহণেই তাদের মধ্যে তীব্র গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স দেখা দিতে পারে এবং দ্রুত মলত্যাগের বেগ আসতে পারে।
কিছু বিশেষ ধরনের খাবার, যেমন ফাইবার সমৃদ্ধ খাবার, মশলাদার খাবার, বা ল্যাকটোজযুক্ত খাবার (যদি ল্যাকটোজ ইনটলারেন্স থাকে), গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সকে আরও তীব্র করতে পারে।
এটি কি উদ্বেগের কারণ হতে পারে?
খাবার খাওয়ার পরেই মাঝে মাঝে মলত্যাগের বেগ আসা অস্বাভাবিক নয়। কিন্তু যদি এটি প্রায় প্রতিদিনই ঘটে এবং এর সঙ্গে নিম্নলিখিত লক্ষণগুলো দেখা যায়, তবে তা উদ্বেগের কারণ হতে পারে এবং সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত:
* পেটে ব্যথা বা অস্বস্তি
* ডায়রিয়া
* মলের সঙ্গে রক্ত পড়া
* ওজন কমে যাওয়া
* ঘন ঘন মলত্যাগের প্রয়োজন হওয়া
এই লক্ষণগুলি ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা আইবিএস, ইনফ্লেমেটরি বাওয়েল ডিজিজ বা অন্য কোনও গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যার ইঙ্গিত দিতে পারে।
সংক্ষেপে, খাবার খাওয়ার পরেই তৎক্ষণাৎ মলত্যাগের বেগ আসা সাধারণত গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্সের কারণে হয় এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে, যদি এটি ঘন ঘন ঘটে এবং অন্যান্য উপসর্গ দেখা যায়, তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
নানান খবর
নানান খবর

তিরিশের ঘরে পৌঁছতেই পিঠের ব্যথায় কাবু? রোজকার পাঁচ কাজেই লুকিয়ে আছে কারণ!

এক ঢিলেই ঘায়েল হবে ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য! নিয়ম করে খান এই পাঁচ খাবার

এক ফোঁটা মদ না খেয়েও হতে পারে ফ্যাটি লিভার! রোজকার এই পাঁচটি অভ্যাসই নষ্ট করে দিতে পারে যকৃৎ

চর্বি ধুয়ে মুছে সাফ হবে, ভাল থাকবে রক্তনালী-হৃদযন্ত্র! রোজকার এই অভ্যাস কমাতে পারে ডায়াবেটিসও

নিজের অজান্তেই অচেনা পুরুষের শুক্রাণুতে অন্তঃসত্ত্বা মহিলা! তুলকালাম কাণ্ড হাসপাতালে