বৃহস্পতিবার ০৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

RD | ০৭ মার্চ ২০২৫ ১৮ : ০৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: চিনা পণ্যের উপর আমদানি শুল্ক বাড়াতেই মার্কিন আধিপত্য বিরোধী লড়াইয়ে ভারতকে পাশে পেতে মরিয়া বেজিং। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-য়ের সাফ বক্তব্য যে, জানিয়েছেন, ক্ষমতার রাজনীতি এবং আধিপত্যবাদের বিরুদ্ধে নেতৃত্ব দিতে হবে চিন এবং ভারতকে। ভারত এবং চিনের শক্তির কথা বলতে গিয়ে 'হাতি' এবং 'ড্রাগন'-এর উপমা ব্যবহার করেছেন ওয়াং ই।
জাতীয় গণ কংগ্রেসের বৈঠকের পর বক্তৃতাকালে, চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই বলেছেন, "ড্রাগন এবং হাতির নাচই একমাত্র সঠিক পছন্দ। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে।"। তিনি আরও বলেন যে, "একে অপরকে হতাশ করার পরিবর্তে সমর্থন করা এবং একে অপরের বিরুদ্ধাচারণ (প্রতিরক্ষা) করার পরিবর্তে সহযোগিতা জোরদার করাই আমাদের উভয়ের স্বার্থে প্রয়োজনীয়। এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হলে গোটা বিশ্বের পক্ষেই তা লাভজনক হবে।"
তবে, ভারতের পক্ষে এখনও চিনা বিদেশমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
যদিও, বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিনের সঙ্গে ভারতের সম্পর্ক বিষয়ে জানিয়েছিলেন যে, উভয় রাষ্ট্রই আরও অনুমানযোগ্য এবং ইতিবাচক পথ তৈরির জন্য কাজ করছে। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে চিনের নিয়ন্ত্রণাধীন স্থানগুলিতে তীর্থযাত্রা পুনরায় শুরু করা, সরাসরি বিমান চলাচল এবং সাংবাদিকদের আদান-প্রদান।
দিল্লির সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে, ওয়াং ই বিগত এক গত বছর ধরে ইতিবাচক অগ্রগতির বিষয়য়ে ইঙ্গিত করেছেন। লাদাখের দেপসাং এবং দেমচকে সামরিক শিথিলতার কথা উল্লেখ করেন। আগামী দিনে এই দুই দেশ একসঙ্গে কাজ করলে একাধিক ইতিবাচক ফল পাওয়া যাবে।
গত বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের শি জিনপিংয়ের বৈঠক হয়েছিল। সেকানেই সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা হয়। সেই প্রসঙ্গ টেনে ওয়াং বলেছেন যে, "আমাদের কখনই দ্বিপাক্ষিক সম্পর্ককে সীমানা বিতর্ক দ্বারা সংজ্ঞায়িত করা উচিত নয়, অথবা (নির্দিষ্ট পার্থক্যকে) সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে দেওয়া উচিত নয়।"
আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেই চিনের পণ্যের উপর প্রথমে ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছিলেন। তারপর তা দ্বিগুণ করে দেন। বর্তমানে চিনের পণ্যে আমেরিকা ২০ শতাংশ বাড়তি শুল্ক নেয়। ট্রাম্পের এই পদক্ষেপ ভাল চোখে দেখেননি জিনপিং। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যে অব্যহত শুল্ক যুদ্ধের মধ্যেই চিনা বিদেশমন্ত্রীর বয়ান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এর পর ডোনাল্ড ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ বাড়তে পারে।
নানান খবর

নানান খবর

পিৎজা-পানীয় অর্ডার করেই আত্মঘাতী তরুণী, কাঠগড়ায় তুতো দাদা! প্রেম-প্রতারণার অভিযোগ পরিবারের

রামনবমীতেই উদ্বোধন নয়া পামবান সেতুর, কী হবে পুরনো সেতুটির ভবিষ্যৎ? খোলসা করল রেলমন্ত্রক

ঈদ ও ওয়াক্ফ সংশোধনী বিল: সংবাদমাধ্যমে বিপরীত প্রতিচিত্র

ভারতের এই রাজ্যে রয়েছে মাত্র একটি রেল স্টেশন! জানেন কোথায়?

মেট্রোর সিটে বসেই বিরাট বিপত্তিতে যুবক, রইল ভিডিও

টুকরো টুকরো হয়ে ছড়িয়ে, জ্বলছে আগুন, জামনগরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, খোঁজ নেই পাইলটের

হোয়াটসঅ্যাপে ভিডিও পোস্ট করে সোজা শ্বশুরবাড়ি, শাশুড়ি-মেয়েকে খুন, কারণ জানলে চমকে যাবেন

‘সভাপতি বাছতে পারেন না’, বিজেপিকে অখিলেশ খোঁচা দিতেই জবাব দিলেন শাহ! কী বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী?

দিল্লি দাঙ্গায় ভূমিকার অভিযোগে বিজেপি মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর

অফিসে ছুটি নেওয়ার অভিনব উপায় বার করলেন মেকআপ আর্টিস্ট তরুণী, ভাইরাল ভিডিও

জানেন কোন রাজ্যের ধোসা সবচেয়ে সুস্বাদু? এ নিয়ে সমাজমাধ্যমে শুরু হয়েছে বিতর্ক

ভারতীয় যুবকের সঙ্গে নাচে মত্ত বিদেশিনী, কারণ জানলে অবাক হবেন

প্রাণের ভয়ে প্রেমিকের হাতে স্ত্রী-কে তুলে দিলেন স্বামী, তবে ভাগ্য ফিরল দু’দিনের মধ্যেই

এত কেচ্ছা! স্বামীর হোয়াটসঅ্যাপ ঘাঁটতেই চোখ কপালে, শেষমেশ শ্রীঘরে পাঠালেন স্ত্রী

টানা তিন মাস, তাপপ্রবাহে ছারখার হবে ১৬ রাজ্য, শোচনীয় দশা হতে পারে বাংলারও!